Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ সাইফুল্লাহ শামীম

১০ বছর আগে লিখেছেন

অনুকাব্য

        অনুকাব্য
মোঃ সাইফুল্লাহ শামীম
          এক
তোমার চোখে চোখ পড়েছে
আমার কি দোষ তাতে?
দিনে বাড়ে চোখের জ্জালা
মনের জ্জালা রাতে।
            দুই
তোমার গলায় প্রেমের মালা
কে দিয়েছে আগে? 
তাইতো তোমার ভালোবাসা
কম পেয়েছি ভাগে।
         তিন
প্রেম করেছি বেশ করেছি
তোমার বাবার কি?
অবশেষে তাই খেয়েছি
পান্তা ভাতে ঘি।
                  (আগে প্রকাশিত)
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - শহীদুল ইসলাম প্রামানিক

    chamatkar chhabi

    • - কামাল উদ্দিন

    - ঘাস ফুল

    ব্লগে বসন্ত লাগাই দিছেন কামাল ভাই। ফুল দেইখা মাথা আউলাইয়া গেছে। চমৎকার ফটোগ্রাফী। 

    • - কামাল উদ্দিন

      নাম জানিনা বইলা ঘাস ফুল কইয়া চালাইয়া দিলাম

    • Load more relies...
    - জামাল হোসেন সেলিম

    আপনারে যে এতবার কইরা ভেংচী কাটলো, কিছু কইলেন না ঘাস ফুল ভাই? ঘাস ফুল, ঘাস ফুল, ঘাস ফুল, এতবার কওনের কি দরকার আছিল কইঞ্চে?

    Load more comments...

মোঃ সাইফুল্লাহ শামীম

১০ বছর আগে লিখেছেন

অনুকাব্য

          অনুকাব্য
           এক 
    সপ্ন যখন বৃষ্টি হয় 
    ভালবাসা সৃষ্টি হয়। 
           দুই
   হেয়ালি এই উদাস মন
   তোমার ঠাট্টা আমার পন।
           তিন 
   রাত বিরাতে ঘুমের ঘোরে 
   সপ্ন ভাসে সপ্ন ঝরে।
           চার
   অপেক্ষা আজ ক্লান্ত উদাস
   নিয়তির কি এই পরিহাস? 
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - সুলতানা সাদিয়া

    অনেক কিছু জানলাম তোমার সম্পর্কে। আত্মজীবনীমূলক লেখার মূল যে সুর তা হলো যে কোনো কিছুর সরল স্বীকারোক্তি। তুমি তা করো তোমার অন্য লেখাতেও এবং এখানেও। আমি আসলে এমন ওপেন প্লাটফরমে কারো নেগেটিভ কিছু বলতে পারি না, যেমন বানান ভুল বা লেখার মান নিয়ে। তাই আমার মন্তব্য ছোট হয়। আমার কেবল মনে হয় আহা মানুষটা তো চেষ্টা করেছে কিছু একটা লেখার, তা না করে সে যদি এই সময়টা নেশা বা সিরিয়াল বা ফাও প্যাঁচালে নষ্ট করতো! আর আমি নিজেই নিজের উত্তরণ ঘটাতে পারিনি সেখানে অন্যের ভুল বলাটা কেমন জানি লাগে। তাই আমি ঘাসফুলের মত অসাধারণ মন্তব্য করতে পারি না। কিন্তু অনেকের প্রাণচঞ্চল উপস্থিতি আমাকে মুগ্ধ করে, আমার লেখার আগ্রহও জোগায়। ভালো থেকো, ভালো লিখো জুঁইফুল...শুভকামনা।

    • - জাকিয়া জেসমিন যূথী

      নতুন কিছু মাথায় উঁকি দিলেই না লেখা পর্যন্ত আমার শান্তি হয় না। সেভাবেই এই লেখাটাও লেখা হয়েছিলো। 

      পাঠকের সাথে আমার নিজের মনের একটা অংশ শেয়ার করলাম। তাতে যদি পাঠকের আনন্দ হয়, তাতেই আমার সার্থকতা। 

      অনেক ধন্যবাদ আপু। শুভকামনা নিরন্তর। 

    • Load more relies...
    - নাসরিন চৌধুরী

    বেশ মুগ্ধ হয়ে পড়ছিলাম ,এতটুকু ক্লান্তি লাগেনি ।আপনার লেখালেখি জগত সম্পর্কে জানা হল ।মামুন ভাই ও সকাল'দা দুজনেই বেশ ভাল লেখক ।ওনাদের কিছু লিখা আমি পড়েছি ।ওনাদের কাছ থেকে উৎসাহিত হয়েছেন জেনে ভাল লাগছে ।আর প্রচুর পড়ার অভ্যাসটা সবারই থাকা উচিত ।আর বই কেনাতো বটেই ।আপনার লেখার জগত আরো প্রসারিত হোক ,ভাল থাকুন আপু ।মেলায় আপনার সরব উপস্থিতি সেটা জানা ছিল আগেই ।শুভ রাত্রি।

    • - জাকিয়া জেসমিন যূথী

      বইমেলায় কি আর আসা হবে না? শুক্র শনিবারে আসবো আমি। বিকেলের দিকে থাকবো। আপনি কি আসবেন? কত মানুষকে দেখলাম, আপনার সাথে তো দেখা হলো না! দেখা হলে ভালো লাগতো খুউউব!! 

      লেখাটা সিলেকশনে আসার আগে আপনার কমেন্ট পেয়েছিলাম। যদি ভালো লাগে, ভোট দিতে পারেন। ভালো না লাগলে চাইছি না। 

      ভালো থাকুন নিরন্তর। 

    - জাহাঙ্গীর আলম

    অনেক কিছু জানলাম আপনার আত্মজীবনীমূলক লেখা থেকে ৷ সফলতা কামনা করি আপনার স্বপ্নের ৷ ভাল থাকুন আর লিখুন নিরন্তর ৷

    • - জাকিয়া জেসমিন যূথী

      অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার লেখাটি পড়ার জন্য। 

      ভালো থাকুন সবসময়। 

    Load more comments...

মোঃ সাইফুল্লাহ শামীম

১০ বছর আগে লিখেছেন

কবিতা

               ছাপ 
এখানে রাতের গল্প
গিয়েছিল থেমে,
          এখানে ভোরের দোয়েল 
          এসেছিল নেমে। 
এখানে কুয়াশা ছিলো 
শীতের সকালে, 
          এখানে শিশির ছিলো 
          ঘাসের আড়ালে। 
এখানে মাটিতে ছিলো
কৃষকের ছায়া,
          এখানে পাখির ডাকে
          কত ছিলো মায়া!
এখানে নদীর বাঁকে
বসে ছিলো মেলা,
           এখানে বালুর বুকে
           ভেঙ্গেছিল খেলা।
এখানে গগন মাঝে
তারাদের হাট,
            এখানে অদূরে ছিলো
            মনে হয় মাঠ।
এখানে এ মেঠোপথে 
বট গাছ তলে,
             পথিকেরা বসে যেত
              ক্লান্তির ছলে।
এখানে জীবনে ছিলো
যুগের প্রভাব,
              বৃদ্ধার চোখে ছিলো
              ক্লান্তির ছাপ। 
 
 
 
     
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - দেওয়ান কামরুল হাসান রথি

    শুক্রবারে বই মেলাতে যাওয়া হবে আশা করি , কিন্তু এতো এতো বই কিনতে ইচ্ছে করে যে অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও শখ পূরণ হয়না । শখ খানা রেখে দেই পরের বছরের জন্য তুলে , কিন্তু ঘুরে ফিরে যখন নতুন বছর আসে অবস্থা সেই আগের বছরের প্রতিচ্ছায়া । তারপরও যাবো , ভালো লাগলো আপনার পোস্টটি । ভালো থাকবেন ।

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      আমার বই পড়ার হাতে খড়ি সেবা প্রকাশনী থেকে , তার পর যখন বুজতে শিখলাম স্বাদ পেলাম নানা রকম লেখকের বই এর বিশেষ করে একটা সময় আহেমদ ছফা ,হুমায়ূন আহমেদ , হুমায়ূন আজাদ , জাফর ইকবাল , সুনিল , সমরেশ , শঙ্কর , বুদ্ধুদেব , সঞ্জীব আরো ছিলো সেবার বঙ্গানুবাদ আরো কতো রকমের লেখক কতো বই । সময়টা ছিলো এরকম বই হলেই হল আমাকে পড়তে হবেই , কিন্তু বেশ কিছু বছর ইন্টারনেট এর কারনে অনেক ভালো ভালো বই মিস করেছি , আশা করছি এবার সুদে আসলে তাহা তুলে নিবো , আরা ইন্টারনেট কে দিবো ছুটি ।

    • Load more relies...
    - জাকিয়া জেসমিন যূথী

    আমি গত ২০১০ থেকে শুধু নবীন লেখক/কবি দের বইই কিনি। এনাদের লেখাগুলো কেমন তা মূল্যায়ন ও তাদেরকে উতসাহ-অনুপ্রেরণা প্রদানের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। এই বছর নিজের লেখা আছে এমন ৫টি বই বেরুবে। সেগুলো ছাড়াও বাচ্চাকাচ্চাদের বই সহ বিপুল সংখ্যক বই সংগ্রহে নেয়ার ইচ্ছে আছে। 

    ধন্যবাদ। 

    - জিয়াউল হক

    যূথী আপু বইমেলার প্রথম দিন থেকে একের পর এক আপনার পোস্ট গুলো দেখে মনটা আনচান করছে বইমেলায় যেতে। কিন্তু সময় করে উঠতে পারছি না। তাছাড়া এতদূর থেকে যাওয়াটাও ব্যয়বহুল। কিছু বই সংগ্রহ করাটা খুব জরুরী ছিল। তবে আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছিল আমিও বুঝি বইমেলাতেই ঘুরছি। ধন্যবাদ আপু।

    • - জাকিয়া জেসমিন যূথী

      আমি খুব ভুলোমনা। আর, একবার ক্যামেরা হারানোর অভিজ্ঞতা আছে তো। খুব ভয়ে ভয়েই ক্যামেরাটা সাথে নিয়ে ঘুরি। তার ভেতরেও আপনাদের কথা মনে করেই ফ্রেমে বেধে নিয়ে আসি মুহুর্তগুলোকে;দৃশ্যগুলোকে। 

      কত দূরে থাকেন?? ঢাকার ভাইরে কি?? 

       

    • Load more relies...
    Load more comments...

মোঃ সাইফুল্লাহ শামীম

১০ বছর আগে লিখেছেন

কবিতা উদাসীন

       উদাসীন
এই এলে এই তুমি
ছুঁয়ে দিলে এ হৃদয়,
      দুটি আঁখি কথা বলে
      মনে নিয়ে সংশয়।
ঠোঁট জোড়া নড়েচড়ে
ঠোঁটে কোনো ভাষা নেই,
      অপলক চেয়ে থাকা
      হারিয়েছি দুজনেই।
মন আজ দুরন্ত
দৃষ্টি ও সীমাহীন,
      তুমি আমি আমি তুমি
      দুই জনই উদাসীন!
 
 
 
 
continue reading
Likes Comments
০ Shares

মোঃ সাইফুল্লাহ শামীম

১০ বছর আগে লিখেছেন

কবিতা স্বপ্ন

 
    স্বপ্ন
স্বপ্ন দেখি স্বপ্ন আঁকি
স্বপ্ন করি আলিঙ্গন,
মনের মাঝে ঘটছে আমার
স্বপ্ন ভাঙ্গার অঘটন!
 
স্বপ্ন ভাসে স্বপ্ন হাসে
স্বপ্ন আসে অজান্তে,
দৃষ্টি সীমা স্বপ্ন ছেড়ে
যায় হারিয়ে দিগন্তে।
 
স্বপ্ন ধোকা স্বপ্ন বোকা
স্বপ্ন খোকার হাতের বল,
স্বপ্ন আনে নদীর বানে
বাঁধ ভাঙ্গা সে চোখের জল!
 
স্বপ্ন আকাশ স্বপ্ন বাতাস
স্বপ্ন হতাশ মনের সুখ,
থমকে যাওয়া দু:খ পাওয়া
স্বপ্ন সে কিশোরীর মুখ।
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (9)

  • - ইকবাল মাহমুদ ইকু

    আরে বাহ ... অনেক সুন্দর হয়েছে ... লিখতে থাকুন । ভালো লাগলো 

    • - মঞ্জুর মোর্শেদ উদয়

      thnx

       

    • Load more relies...
    - কামাল উদ্দিন

     নক্ষত্রে ব্লগে স্বাগতম 

Load more writings...