Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এবং হিমু

৯ বছর আগে লিখেছেন

পেশা না নেশা???

বলুন তো একজন রিকশাচালক এবং ভিক্ষুকের মধ্যে কার বেশি উপার্জন?   উত্তরটা সবার নিশ্চয়ই জানা | একজন রিকশাচালক আধাবেলা প্যাডেল চেপে যে আয় করে তা একজন ভিক্ষুক দু ঘন্টাতে আয় করতে পারে |   আর সে কারণেই রিকশাচালকের চাইতে ভিক্ষুকের সংখ্যা বেশি | কারণ তারাও চায় স্বল্প পরিশ্রমে বেশি উপার্জন করতে |   এ তো গেল ভিক্ষুকশ্রেণীর মানুষের কথা | এখনকার দিনে মানুষের হাত পাতার স্বভাবটা নতুন অভ্যাসে পরিণত হয়েছে | সে ভিক্ষুক হোক অথবা স্যুট টাই পরা ভদ্র সমাজের লোকই হোক...| একটু তেলিয়ে, একটু হাত-পা ঘষে যদি দু চার পয়সা বাড়তি ইনকাম হয় তাতে মন্দ কি ?   আসলে মন্দ কিছু না | তেলিয়ে অথবা হাত পেতে কিছু আয় করে অথবা বাড়তি সুবিধা নিয়ে দিনগুলো ভালোই পার করতে পারবেন, কিন্তু রক্তের ভেতর যখন হাত পাতা অভ্যাসটা পৌঁছে যাবে তখন আপনার অবস্থা হবে নিচের গল্পের মহিলার মতো-        “একবার কোন এক নাটকে দেখেছিলাম এক দম্পতি আর্থিকভাবে কিছুটা অস্বচ্ছল ছিল | টাকা পয়সার খুব অভাব ছিল তাদের | তো স্ত্রী একটু লোভী থাকায় অন্যের টাকার ব্যাপারে বেশি ঝোঁক ছিল | অন্যের কাছ থেকে সে অকারণেই টাকা ধার করতো |    যখন স্বামীর অবস্থার একটু পরিবর্তন হলো তখন সে সবার টাকা পরিশোধ করার জন্য স্ত্রীকে টাকা দিলো | কিন্তু ঐ যে, তার অভ্যাস..   প্রতিদিন ব্যাগ নিয়ে বের হয়, কিন্তু টাকা আর পরিশোধ করে না | এমনকি বাড়িওয়ালী যখন ভাড়া নিতে আসতো তার ভাড়ার টাকাটাও দিতে চাইতো না |”    অবস্থার পরিবর্তন হলেও তার অভ্যাসের পরিবর্তন হয়নি | | |   তাই খুব হাসিমুখে, তেলিয়ে কিছুটা লাভবান হয়তো হতে চাইছেন, তাতে কি হবে?   ভবিষ্যতে হয়তো নাটকের সেই মহিলার মতোই আপনার মাঝেও হাত পাতা অভ্যাস পাকাপোক্তভাবেই বিচরণ করবে |   ভিক্ষুকদের কথাটা এজন্যই বললাম কারণ এখন পথে-ঘাটে বিশেষ করে ঢাকা শহরে এদের আবির্ভাব এমন ভাবে হয়েছে যেটা অনেকটা ভয়াবহ রূপ ধারণ করেছে | অনেকে হয়তো আমার মুন্ডুপাত করা শুরু করবেন যে গরীব লোক একটু সাহায্য চাইতেই পারে এতে| দোষের কি?   হ্যাঁ অবশ্যই | সাহায্য চাইতেই পারে | কিন্তু মধ্যবয়স্ক একজন তরতাজা পুরুষের হাত পেতে দেয়ার চাইতে রিকশার প্যাডেল চাপাটা অনেক কল্যাণের | পরিশ্রম করে কিছু উপার্জনের প্রাপ্তিটা যে খুব বেশি আনন্দময় | আমার কাছে একজন ভিক্ষুক কে পাঁচ টাকা দেয়ার চাইতে একজন রিকশাওয়ালাকে পাঁচ টাকা বকশিশ দেয়াটা বেশি যুক্তিসঙ্গত |   কিন্তু বাস্তবে আমরা রিকশাওয়ালাদেরকে পাঁচ টাকা বাড়তি দেয়া নিয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হই অথচ কোন সবল ভিক্ষুককে ডেকে জিজ্ঞেস করি না- ‘কেন ভিক্ষা করছেন? আপনি তো চাইলেই কাজ করে উপার্জন করতে পারেন |’   অবশ্য জিজ্ঞেস করবোই বা কি? আমরাও তো ভিক্ষাবৃত্তিই অবলম্বন করি, শুধু একটু ভিন্নভাবে আরকি | |    তাহলে হাত পাতা লোকের সংখ্যা বাড়বে না কেন বলুন???
Likes Comments
০ Share

Comments (2)

  • - জাকিয়া জেসমিন যূথী

    এত লিখেন কীভাবে? আপনার জন্যে এত্তগুলা হিংসা।