Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহআজিজ

১০ বছর আগে লিখেছেন

সিঁদুরের বিনিময়ে স্বাধীনতা

সিঁদুরের বিনিময়ে স্বাধীনতা

 

 

‘ সকল বঙ্গনারী যারা হারিয়েছে স্বজন ৭১এর সংগ্রামে,

ওদের উদ্দেশে নিবেদিত’

 

আজি বিজয়ের দিনে উড়িয়ে পতাকা

উঁচিয়ে হাতিয়ার চলেছ বিজয়োল্লাসে

 

আমি তখন উদ্ভ্রান্তের মতন খুজে ফিরি

স্বজনেরে ধরে নিয়ে গেছে কাল রাতে

 

তুমি খুজে ফেরো মা , বাবা ,ভাইবোন

হাজারো স্বজন দাপিয়ে শহরময়

 

আমি খুজে ফিরি ভালবাসার সিঁদুর

বুড়িগঙ্গা রায়েরবাজার হতে মিরপুরের কিনারায়

 

তোমা চোখে আনন্দের ঝিলিক

হাতে পেয়ে স্বাধীনতার সোপান

 

অশ্রু ভাণ্ডার শুকিয়ে খরা এ চৈত্র চোখে

জেনে গেছি গাইতেই হবে জীবনভরা-বিধবার গান

 

 

তুমি নাও আলিঙ্গনে আবদ্ধ জননী

স্বজন বন্ধু সারাটি পাড়াময়

 

আমি উল্টিয়ে লাশ ডুকরে উঠি

ওরে তোরা দ্যাখ চেয়ে এযে আমার সিঁথির সিঁদুর ।

 

সিঁদুর মেখে সবুজ বনানী ওড়ে পতপত করে

ওই জমিন ভরেছে আমারি সিঁথির সিঁদুরে

কৌটোখানি পড়ে আছে খালি নিথর নীরবে

গেল বিয়াল্লিশটি বছর আগলে থাকি গামছা

জামা কাপড় আর চশমা বইপত্তর

কখনো হয়না ইচ্ছে দেখি একবার ছুঁয়ে

বনানীর গায়ে সাঁটা সিঁদুর ফোটা

পাছে খসে পড়ে বিধবার অচ্ছুৎ ছোঁয়াতে ।

 

কারা যেন চিৎকারে চাইছে বিচার গণহত্যার দায়ে

ভালো করে তাকিয়ে দেখি এতো সেই তারা

কাটিয়েছে একত্রে যুগ যুগ হন্তারকের সাথে

মুছেছিলো আমার সিঁথির সিঁদুর একাত্তরে যারা !

 

পেরেছি ভুলতে, হয়েছে ভুলতে হন্তারকের কথা

হৃদয়মাঝারে মোচড় দিয়ে চলে অনন্ত নোনা ব্যাথা

আমাস্বজনের একে দেয়া টিপ লুটে নিয়েছে হাওয়া

সিঁদুরের বিনিময়ে স্বাধীনতা, তাওতো পরম পাওয়া !!!

 

Likes Comments
০ Share

Comments (7)

  • - লুৎফুর রহমান পাশা

    শুভ সকাল ঘাস ফুল ভাই।

    সকালে এসে কিছু ভাল কথা শুনলাম

    • - ঘাস ফুল

      শুভ বিকাল পাশা ভাই। ভালো কথা দিয়ে সকাল শুরু করেছেন। আশা করছি দিনটা ভালোই যাবে। দোয়া রইলো অফুরন্ত। 

    - মো : আশিকুজ্জামান

    অসাধারণ কিছু কথা। জীবনকে প্রভাবিত করার মতো। সুন্দর কিছু কথা তুলে ধরার জন্য প্রিয় ঘাস ফুল কে  শুভেচ্ছা রইল।

    • - ঘাস ফুল

      অসাধারণ কিছু কথা। জীবনকে প্রভাবিত করার মতো। 

      আপনি যথার্থই বলেছেন আশিক ভাই। ভালোবাসা নিবেন। 

    - শহীদুল ইসলাম প্রামানিক

    প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হয়।

     

    তার কথাগুলো আসলেই মনে রাখার মতো।

    • - ঘাস ফুল

      তার কথাগুলো আসলেই মনে রাখার মতো। 

      মতো কেন প্রামাণিক ভাই। বলেন মনে রাখা উচিৎ। ধন্যবাদ ভাই। 

    Load more comments...