Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবু সাঈদ আহমেদ

০ সেকেন্ড আগে লিখেছেন

খেলাটা দেখতে চাই রুদ্ধশ্বাসে

খেলাটা জমজমাট হওয়া উচিত। খেলার প্রতিটা মূহুর্ত হওয়া উচিত টানটান উত্তেজনাময়। খেলাটা দেখতে চাই রুদ্ধশ্বাসে, টান টান স্নায়ু চাপে।

২০০৬ সাল। অক্টোবর মাস। খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে দমনের জন্য শেষ ক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়েছিলেন। দক্ষ দাবাড়ুর মত একের পর এক কৌশলী চাল চেলেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি জানেন বিরোধী দলকে দমন করার জন্য সরকার কি কি কৌশল অবলম্বন করতে পারে। কোন কোন চাল চালতে পারে। নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি আসন্ন যুদ্ধের ছক সাজাবেন। লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা আর আক্রমন কৌশল নির্ধারন করবেন।

২০০৬ সাল। অক্টোবর মাস। শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী। সরকারের শেষ দিনে সরকারকে বিতারিত করার জন্য শেষ ক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা চালিয়েছিলেন। দক্ষ দাবাড়ুর মত একের পর এক কৌশলী চাল চেলেছিলেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি জানেন সরকারকে চাঁপে ফেলার জন্য বিরোধী দল কি কি কৌশল অবলম্বন করতে পারে। কোন কোন চাল চালতে পারে। নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি আসন্ন যুদ্ধের ছক সাজাবেন। লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা আর আক্রমন কৌশল নির্ধারন করবেন।

২০১৩ সাল। অক্টোবর মাস। দুই অভিজ্ঞ দলনেতার নেত্রীত্বে দুই বাহিনী খেলতে নামবে। দা-কুড়াল আর লগি-বৈঠার দুই দলনেতাই নিজ নিজ অবস্থান থেকে একে অপরের শক্তি আর দূর্বলতা সম্পর্কে জানেন। তাই খেলাটা জমজমাট হওয়া উচিত। খেলার প্রতিটা মূহুর্ত হওয়া উচিত টানটান উত্তেজনাময়। খেলাটা দেখতে চাই রুদ্ধশ্বাসে, টান টান স্নায়ু চাপে।

Likes Comments
০ Share