Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রোদেলা

৯ বছর আগে লিখেছেন

যন্ত্রনার বীষবাষ্প //

সুখের বাক্সটাকে একটু আলগা করতে গিয়েই ধরা দেয় এক রাশ যন্ত্রনা ;

যন্ত্রনার সাগরে ডুব সাঁতার কাটতে কাটতেই কেটে যায় দীর্ঘ সাদা রাত্রি।

দিনের ঘোর লাগা অন্ধকারে ডুবে যেতে ইচ্ছে করে-

ইচ্ছে করে দু’হাতে তুলে নেই প্রতিশোধের আগুন।

ইথারের চলন্ত ফটোগ্রাফ মোড়ানো বীভৎসতা আমাকে কাঁপায়-প্রতি মুহূর্তে ;

আমি নির্বাক  চেয়ে থাকি , যেন চেয়ে থাকাটাই এখন অনেক বড় একটা কাজের মধ্যে পড়ে।

এই যে এতো প্রতিবাদ সভা –মিছিল-সমাবেশ কোন কিছুতেই খুঁজে পাইনা দিনের তপ্ত আলো।

কেবল ডুবে যেতে থাকি-এপার থেকে ওপাড়ে,

পৃথিবীর অন্য কোন প্রান্তে –

যেখানে আমার বোন থাকে ,

যেখানে আমার ভাই থাকে ,

যেখানে বসবাস করে আমার কোলের সন্তান।

আমি তাদের হাহাকার শুনি, দু’হাতে বন্ধ করে রাখি কর্ন গ্রন্থি ;

তাদের বিদীর্ন চিৎকার আমার অস্থিমজ্জাকে ভেদ করে লোহিত কনিকায় নাড়া দেয়।

তবু আমি কিছুই করতে পারিনা-কিছুই না।

বিধাতা-আমাকে একটু অশ্রু দাও,

যন্ত্রনার মহা সমুদ্রে আমি চিৎকার করে কাঁদতে চাই।

Likes Comments
০ Share

Comments (6)

  • - শাহ আলম বাদশা

    ভালো লাগলো 

    • - আলমগীর সরকার লিটন

      জ্বি দাদা ভাল রাগার জন্য

      অসংখ্যা ধন্যবাদ

      ভাল থাকুন

    - লুৎফুর রহমান পাশা

    শুভ কামনা

    - আলমগীর সরকার লিটন

    জ্বি দাদা

    শুভ কামনা

    ভাল থাকুন

    Load more comments...