Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রোদেলা

১০ বছর আগে লিখেছেন

একটি নতুন কবিতা জন্মাবে বলে...

জানালার গ্রীল ছোঁয়া ভাঙা -চোড়া রোদ ,গড়িয়ে পড়া সোনালী আলোর বিচ্ছুরণ মায়াবী মেলায় মাতে অস্বচ্ছ কাঁচের উপর । মুগ্ধ চোখে চেয়ে দেখি আলোর মাতলামী । কবিতা -আমি তোমাকে সেই কবেই ভুলে গেছি ।বিশ্বাস হচ্ছে না ?আমি সত্যিই লিখতে ভুলে গেছি । খোলা বারান্দায় গা এলিয়ে দাঁড়ালে উঁকি মারে ঐ দূরের বুড়ো অশ্বথ । খুব নিঃসঙ্গ আর একা দেখায় তাকে । বহুবার জানতে গিয়েছি তার একাকীত্বের কারন , কিন্তু তার গা ঘেঁষে বেড়ে ওঠা বিস্তৃত মনূষ্য জনপদ উত্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে । ওভারব্রীজের উপর থেকে তাকিয়ে চোখ বিস্ফোরিত হতে থাকে -এত্তো মানুষ ! সূর্য যখন ঢোলে পড়ে পশ্মিমাকাশে ,কই যায় এত্তো মানুষ ?মৌচাকের মতো ক্রমশ দানা বাঁধে এই শহর । ইচ্ছে হয় স্টপ ওয়াচ ঘুরিয়ে দেই ,মুহূর্তে থেমে যাক অর্থহীন এ চলা । ভিজুয়ালাইজেশনের যন্ত্রনা থাকবে না ,ঘড়ির কাটা নিয়ে কেউ টানাটানি করবে না ,থাকবেনা বিদ্যুৎ -পানি-গ্যাসের হাহাকার ।   আদিমতায় ফিরে পেতে চাই হারানো অস্তিত্ব । রঙচড়া প্রযুক্তি মোড়ানো এই শহরে দম বন্ধ হয়ে আসে ভীষন ।ওফ ; এক মুঠো অক্সিজেন চাই আমার ।খোলা আকাশের প্রান্তে ধাক্কা খায় আমার প্রশ্বাস -নাহ ;কার্বনের অশুদ্ধ সমন্ময় ছেঁয়ে আছে ।এই ইট কাঠ থেকেও যদি ক'ফোটা অক্সিজেন বেরিয়ে আসতো ,তবে বেশ হতো । দেওয়াল বেয়ে ওঠা আরশোলাও বুঝি ক্লান্ত এখন ।পাখাদুটো বুকের মধ্যে রেখে এদিক ওদিক কি জানি কি খোঁজে ! শুকনো আর খটখটে হোলদে আকাশ ।একটু বৃষ্টি রঙের প্রলেপ জড়ানো নেই কোথাও ,এক ফোটা জলও ঝরে না ,ভিজিয়ে দেয় না জরাজীর্ন শহরের ওলি -গোলি ।   সন্ধ্যারাতে বৃষ্টিস্নাত পিচ-ঢালা পথের হাত ধরে আমি আর একবার হেঁটে যেতে চাই ।আমি আর একবার লিখতে চাই -ভোরের শিশিরের মতো স্নিগ্ধ ,গরম চায়ের পেয়ালার মতো একটি তরতাজা কবিতা ।
Likes ১২ Comments
০ Share

Comments (12)

  • - লুব্ধক রয়

    আমার শুন্যতা মন্থন করে
    যদি নিরব অবেলায়,
    উদাসী বনের চোখে নেমে আসে সিক্ততা ।
    তবে ভেবে নিবো, এই ছিল আমার প্রাপ্তি 
    আমার বিলিন হয়ে যাওয়া স্বপ্ন গুলোর পূর্ণতা । 

     

    shuveccha ..

    sundor kobita .. dhonnobad..

    • - ইকবাল মাহমুদ ইকু

      ধন্যবাদ 

    - নীল সাধু

    শুভেচ্ছা ইকু।

    তুমিতো বেশ লিখো ইকু

    - নীল সাধু

    শুভেচ্ছা ইকু।

    তুমিতো বেশ লিখো ইকু

    • - ইকবাল মাহমুদ ইকু

    Load more comments...