Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

প্রান্ত সাহা

৮ বছর আগে লিখেছেন

অনুভূতির পৃষ্ঠা



প্রিয় বাবা,
কেমন আছ তুমি? জানি ভালো আছো। জানো আজ ১৮ই অক্টোবর ২০১৫ইং! বলতো কী? আজ তোমার "জন্মদিন" smile emoticon দেখলে এই দিনটার কথা তোমার ছেলের ঠিকই মনে আছে কিন্তু তোমার একদম মনে নেই। আর তা যে থাকবে না আমি ভালো করেই জানি। তুমি যে এখন না জানা ঠিকানার একটা চিঠি আর খামের উপরে লেখা স্বর্গীয় পিতাশ্রী...

২০১২ সালে এমন দিনে আমি তোমার পকেট থেকে ৩০০টাকা চুরি করে, বাসায় একটি কেক নিয়ে আসি। তা শুধু তোমার জন্য বাবা, শুধু তোমার জন্য...
সেদিন তুমি খুব খুশি হয়েছিলে। হঠাৎ ডেকে বললে, প্রান্ত শুনে যা তো। আমিও হাদারাম গেলাম তোমার ডাকে... তুমি বলেছিলে টাকাটা তুই আমার মানিব্যাগ থেকে মেরেছিস তাই না! আমি লজ্জায় ঘর থেকে বের হয়ে যাই। আচ্ছা ওটা কি লজ্জা ছিল নাকি ভয় নাকি ভালোবাসা? আমি আজো জানতে পারলাম না তা ছিল কি? বাবা তুমি জানো সেটা কি ছিল? বলো বাবা বলো...
জানো বাবা এখন আর আমাকে তোমার সেই ডাকটা ডাকে না, ভালোবাসা মাখা সেই কন্ঠের আওয়াজটাও আর কানে বাজে না...বাবা তুমি আবার কবে ডাকবে আমায়?
আবার কবে বলবে, প্রান্ত শুনে যা তো... কবে বাবা কবে...?
জানো বাবা, মা এখনও কাঁদে আমাকে আড়ালের আঁচল দিয়ে ঢেকে কিন্তু মা জানে না আমি ঠিকই দেখতে পাই। আমি যে আর ছোট নেই,যত বড় হচ্ছি স্মৃতির একটা-একটা পাতা উল্টে যাচ্ছে, উড়ে যাচ্ছে-যাচ্ছে উড়ে তোমার বর্তমান না জানা ঠিকানায়...
বাবা চিঠি দিও...লিখে পাঠিও হাজারটা শাসন মাখা ভালোবাসা...

ইতি
তোমার স্বপ্ন

Likes Comments
০ Share

Comments (2)

  • - মাসুম বাদল

    তথ্যগুলোর জন্য অশেষ ধন্যবাদ...!!! emoticons

    • - প্রলয় সাহা

      দারুণ টিপসগুলো। অনেক ধন্যবাদ আপনাকে