Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এ.টি. নূর শেখ লিটা

৮ বছর আগে লিখেছেন

"স্বপ্ন"

সৃষ্টির শুরু থেকে বর্তমান কিংবা অসীম
বেঁচে থাকাগুলো অদ্ভুত অথবা বদলে যাওয়া প্রতিনিয়ত,
চিরায়ত হাসির আড়ালে অশ্রুসিক্ত নয়ন
বেদনাদের উচ্ছল বসবাস হৃদয়ের আনাচে-কানাচে!

কখনো বিশাল আকাশের নীচে একটুখানি ছাউনী খোঁজা
বেঁচে থাকারা এগিয়ে চলে স্বপ্নের পথ ধরে।
কখনো মুখ থুবড়ে পড়ে বাস্তবতার কাছে
তবুও যেন থেমে থাকে না এই পথচলা...

আজ যেখানে নব জন্মের উৎসব, কাল সেখানে মৃত্যুর আহাজারী
গতকালের হাসি আজকের কান্নায় রুপান্তরিত,
তবুও জীবন নিজস্ব নিয়মে আগামীর স্বপ্নে মুখর।

যদিও আজন্ম গড়ে উঠা হৃদয়ের স্বপ্নে একদা সৃষ্টি হয় ধ্বংসস্তুপের।
কখনো হৃদয় বিদীর্ণ হাহাকার! অতঃপর, ধ্বংসে ধ্বংসে কাটাকাটি।
জীবন-সংগ্রামে বেঁচে থাকারা প্রাধান্য পায়।
স্বপ্নেরা গড়ে উঠে পুনরায়
আবার, সৃষ্টি হয় নতুন বিনাশ!
সস্তা ভাবনারা মুখ থুবড়ে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়।

চলতে থাকে অভিনয়! বেঁচে থাকার অভিনয়
লোক দেখানো সামাজীকতায় সুখে থাকার অভিনয়
নাকি চলে নিজের সাথেই! অভিনয় কিংবা স্বান্তনাবানী...
জীবনের প্রয়োজনেই জন্ম হতে থাকে নব নব স্বপ্নের
যে স্বপ্নে রয়েছে প্রানচ্ছল বেঁচে থাকার আহ্বান।

তবুও স্বপ্নেরা বেঁচে থাকুক অনন্তকাল,
তবুও তার বাস্তবায়নের আশায় আশায় চলতে থাকুক পথচলা
তবুও সে পথচলা হয়ে উঠুক জীবন-সংগ্রামের প্রধান হাতিয়ার-

স্বপ্ন স্বপ্নে মুখরিত, তবুও তারা এগিয়ে চলুক আদি থেকে অন্ত
যেখানে প্রতিটি জীবনই হয়ে উঠেছে এক একটি গল্পগাঁথা!
Likes Comments
০ Share

Comments (0)

  • - ওয়াহিদ মামুন

    কবি যেমন মানুষ, তেমনই তাদেরকে তো মানুষের মাঝেই থাকতে হবে। কাব্য উপমা তো মানুষের মাঝেই রয়েছে, কোন আখড়ায় নয়।

    অর্থবহ মূল্যবান লেখা। অনেক ভাল লাগা জানানাম।

    emoticons

     

    • - মাসুম বাদল

      অনেক অনেক শুভকামনা... emoticons

    - চারু মান্নান

    কবি হয়ে উঠার গপ্পো বেশ ভাল,,,,,,,,,,,,,,,,,,,,,

    • - মাসুম বাদল

      সালাম ও শুভকামনা...emoticons