Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এ.টি. নূর শেখ লিটা

১০ বছর আগে লিখেছেন

ভালবাসি তোমায়

আমি চাই যে বসন্তে তুমি আমার হাতটি ধরেছিলে,

শীতের রিক্ততার সাথে তা যেনো মলীন না হয়ে যায়।

গ্রীষ্মের মাঠ ফাঁটা রৌদ্দুর নয়,

আমি চাই ভালোবাসার চিরবসন্ত।

বর্ষার জল আমাকে যতটুকু ভেজায়,

তার চেয়ে গভিরভাবে ভেজায় তোমার চোখের জল।

হাজার মানুষের হাসির শব্দ আমার কানে পৌছায় না-

কিন্তু লক্ষকোটি মানুষের কোলাহলের ভীরেও আমি তোমার হাসি শুনতে পাই সুস্পষ্ট_অমলীন।

আমিতো শুনিয়েছি তোমাকে ভালোবাসার চিরন্তন বাণী,

তুমি বলেছ এর সবটাই বানোয়াট, নাটক কিংবা অভিনয়।

আজ তোমাকে আহব্বান আমার হৃদয়ের জগৎয়ে

এসো, ঘুরে যাও-

শুধু তখন বোলো যদি

আমার হৃদয়ের মন্দিরে দেবতার আসন তোমার নামে না হয়,

যদি তোমার পদধুলীতে না হয় অর্ঘবিরচন

শুধু তখন বোলো......

বলি শুনতে পাচ্ছ তুমি?

আমার অন্তরের একটি মাত্র জগৎয়ে তোমার আজ নিমনত্তন্ন রইলো।

এসো, একটি বারের জন্য, একটি মুহুর্তের জন্য এসো,,,

দেখে যাও কতোটা গভীরভাবে ভালোবাসি তোমায়... 

Likes Comments
০ Share

Comments (4)

  • - রাশেদ আহমেদ শাওন

    ভালো লাগল

     

    • - পিয়ালী দত্ত

      ধন্যবাদ

    - সেলিনা ইসলাম

    বাস্তব সত্য কবিতায় তুলে ধরেছেন । শেষ দু'টি লাইন বেশি ভাল লাগল।  শুভকামনা 

    • - পিয়ালী দত্ত

      ধন্যবাদ

    - বিদ্যুৎ তরফদার

    বিষয় ‍ভিত্তিক কবিতা বরাবরি এমন হয়।আপনার অন্য কবিতা ভাল লাগলেও এটা কেমন জানি.............

    Load more comments...