Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এ.টি. নূর শেখ লিটা

৮ বছর আগে লিখেছেন

"প্রত্যাবর্তন"

তারপরের অনেক অনেক বছর অতিবাহিত হওয়ার পর
তুমি পুনরায় আমাকে ডেকেছিলে,
শুনিয়েছিলে ভালোবাসায় আবদ্ধ হৃদ্যতাপূর্ণ কিছু বাণী!
আমাকে অবাক করে দিয়ে স্মরণে নিয়ে এসেছিলে ফেলে আসা কিছু
ধুসঢ় স্মৃতি। আমি বিস্মিত নয়নে তাকিয়েছিলাম,
কাজলহীন চোখ দু'টো কি ভাবিয়েছিল তোমায়?!
ওহ! আমি কি বলিনি তোমাকে-
সাজতে ভুলে গিয়েছিলাম অনেক আগেই,
তুমি চলে আসার পর থেকেই!
আমি জানি মায়ার বাঁধনে তুমি বাঁধতে চেয়েছিলে আবার আমায় হয়ত,
যেভাবে আমি হারিয়ে ছিলাম নিজেকে কখনও তোমার মাঝে!
কিন্তু তুমি বুঝনি এটা ছিল কেবলই এক ব্যার্থ চেষ্টা,
আজ অগ্রাহ্যে, অবহেলায়-অবহেলায় কত যুগ,
কত কাল কাটিয়ে দিয়েছি নিঃসঙ্গতায়।
জানোই তো পুড়ে পুড়ে যে মাটি আজ রূপান্তরিত হয়েছে কোন পাত্রে,
তার মাঝে কষ্টের বোঝা চাপিয়ে তাকে ভেঙ্গে ফেলা যায় খুব সহজেই
কিন্তু ফিরিয়ে তুমি দিতে পারবে না তার সেই মসৃনরূপ!
আমি হয়ত বলতে পারিনি তোমাকে,
আর কত সহসাই তুমি ভুলে গেছ মাটির সেই চিরন্তন বৈশিষ্ট্য!!
Likes Comments
০ Share

Comments (2)

  • - পিয়ালী দত্ত

    khub valo

    • - রুদ্র আমিন

      জেনে ভাল লাগল বন্ধু।

    - মাসুম বাদল

    বেশ ভাল লাগলো... 

    • - রুদ্র আমিন

      অনেক ধন্যবাদ আপনাকে।