Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ওয়াহিদ আব্দুল্লাহ

১০ বছর আগে লিখেছেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

আজ রাতে আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ২য় লেগের খেলা । আজকে রিয়াল মাদ্রিদ - বুরুশিয়া ডর্টমুন্ড আর চেলসি - পিএসজি এর খেলা রয়েছে । রিয়াল আর পিএসজি প্রথম লেগে নিজেদের মাঠে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে জয় পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে ।

এরপরেও ইদুনা পার্কে আজকে রিয়াল যথেষ্ট সতর্ক থাকবে । কেননা গতবছর এই মাঠেই একই টুর্নামেন্ট এর সেমিফাইনালে ৪-১ গোলে পরাজিত হয়েছিল রিয়াল যদিও বুরুশিয়ার দলের অবস্থা ওই দলের চেয়ে এখন অনেক খারাপ । তাও নিজেদের মাঠে তারা কিছুটা এগিয়ে থাকবে । তাদের ১২তম খেলোয়াড় থাকবে তাদের দর্শকরা । ইতিহাস থেকে প্রেরণা নিয়ে এই ম্যাচ জেতার রসদ খুজছেন বুরুশিয়ার কোচ ক্লপ । অন্যদিকে রিয়াল কোচ কার্লো ও যে আত্মতৃপ্তিতে ভুগছেন না তা তিনি জানিয়ে দিয়েছেন । আর রিয়ালের জার্মানির মাটিতে রেকর্ড সুবিধার না যদিও শেষ ১৬ এর ম্যাচে শালকে কে তাদের মাঠেই ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল । তবে আজকে গতবারের হিরো লেওয়ানডোস্কিকে পাবে বুরুশিয়া যিনি নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগে খেলতে পারেন নি । এইটাই এখন ক্লপের তুরুপের তাস । অন্যদিকে রিয়ালের প্লেয়ারদের ইনজুরি সমস্যা থাকায় তারা যথেষ্ট দুশ্চিন্তায় থাকবে । সব মিলিয়ে একটা ভালো ম্যাচ আশা করা যায় ।  

অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে আজ চেলসির ভরসা মরিনহো । স্পেশাল ওয়ান খ্যাত এই কোচ এর টেকনিকই পারে চেলসিকে জিতাতে । আর মরিনহো বলেছেন তার দল ভালো খেলেই জিততে চায় । চেলসিও অনুপ্রেরণা নিতে পারে ইতিহাস থেকেই । সব মিলিয়ে জমজমাট একটা ম্যাচ দেখার আশা করতেই পারেন ফুটবলপ্রেমীরা ।

তবে দিনশেষে ফুটবল ইতিহাসের খেলা নয় বরং ইতিহাস তৈরির খেলা । প্রতিদিন নিত্য নতুন ইতিহাস তৈরি করাই ফুটবলের কাজ , ফুটবলের সৌন্দর্য । তাই অপেক্ষায় থাকবো ইতিহাসের সাক্ষী হওয়ার । 

Likes Comments
০ Share

Comments (3)

  • - মোঃসরোয়ার জাহান

    ভালো লিখেছেন ...ভালো লাগলো।কেমন আছেন ?মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা২০১৪ ক্যাটাগরি ১ এ আমার কবিতা “প্রিয় স্বদেশআছে,প্রতিযোগিতার জন্য।আপনাদের  কবিতাটি পড়তে আমন্ত্রণ রইল।যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান একটি ভোট চাই।ভালো থাকবেন শুভ কামনা রইল। http://www.nokkhotro.com/post/139582-212853-328e30-07c579-.52321-016