Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ওয়াহিদ আব্দুল্লাহ

৯ বছর আগে লিখেছেন

অপারেশন রেড লাইট

ছয়ঃ   অনেকক্ষণ ধরে আমি আর ইয়াসির বসে আছে অন্ধকারে ঘাপটি মেরে । রাত প্রায় দেড়টা বাজে । এইখানে এসে তেমন সন্দেহজনক কিছুই করেনি জালাল । আগ্রহ হারাচ্ছি আমরা । বের হব ভাবছি এমন সময়েই একজন লোক এসে ঢুকলো ক্লাবের মধ্যে । লাল আলোতে অস্পষ্ট হলেও চিনতে আমাদের কারোরই ভুল হলো না লোকটাকে । আব্দুল মজিদ যার আসল নাম মোহাম্মদ ইউনূস । এই লোক এইখানে কি করে !! শক্ত হয়ে বসলাম আমরা ।   মজিদ ভিতরে ঢুকেই সতর্ক দৃষ্টিতে আশপাশ দেখে নিলো । এরপরে খুব সাবধানে গিয়ে জালালের পাশে বসলো । বসেই কথা বলা শুরু করলো না । ভাবটা এমন যে কেউ কাউকে চিনে না । একটু পরে তারা নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো । হাত চেপে ধরে ফিসফিস করে ইয়াসির বলে , " মামা কি করবা ?? গ্রেফতার করবা ?? " - না কোন লাভ হবে না । - তাহলে ? - দেখি ওরা এরপরে কি করে ?? - কথাগুলা শুনতে পারলে ভালো হইতো । - হ্যা তা তো হইতোই ।   একটু পরে আরো ২জন লোক আসলো । মজিদের কাছে গিয়ে কি একটা বলতেই সে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো । ২ জনের একজন রইলো জালালের কাছে অন্যজন মজিদের সাথে বের হয়ে গেলো । আমি ইয়াসিরকে জালালের উপরে চোখ রাখতে বলে বের হয়ে গেলাম ।   বের হতে হতে একটু দেরি হয়ে গেলো । বের হয়ে দেখি মজিদ আর তার সঙ্গী বাজারের রাস্তার দিকে হাটছে । এই রাতে পুরা বাজার ফাঁকা । একজন মানুষ নেই আমাদের তিনজন ছাড়া । পিছে তাকালেই আমাকে দেখতে পাবে তাই খুব সাবধানে পিছু... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - নুসরাত জাহান আজমী

    পুরো গল্পটা নাই নাকি??

    • - সুরথ সরকার অর্ঘ্য

      না ধারাবাহিক ভাবে লেখা।

       

ওয়াহিদ আব্দুল্লাহ

৯ বছর আগে লিখেছেন

অপারেশন রেড লাইট

একঃ    ফোনের রিংটোনে ঘুমটা ভেঙ্গে গেলো । রাতে রিয়াল মাদ্রিদের খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি । ফোনটা ধরে    - হ্যালো !!  ওপাশ থেকে, " হ্যালো !! কমান্ডার আব্দুল্লাহ !! আমি ডিজিএফআই থেকে মেজর জেনারেল শাখাওয়াত বলছিলাম । "  ঘুম ঘুম ভাবটা দূর হয়ে গেলো ।  - জ্বি স্যার । বলেন ।  - একটা জরুরী ব্যাপারে কথা ছিলো । আজকে ১১টায় হেডকোয়ার্টারে দেখা করো ।  - ওকে স্যার ।        মনে মনে ভাবছিলাম যে কি এমন ব্যাপার হতে পারে যে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে আমার ডাক পড়লো । একটু পরেই কমান্ডিং অফিসার কর্ণেল আজিজ স্যার ফোন দিলেন ।    - শাখাওয়াত স্যারের ফোন পেয়েছো ?  - জ্বি স্যার ।  - ওকে তাহলে ডিজিএফআই হেডকোয়ার্টারে দেখা হচ্ছে ।    ১০টার মধ্যেই রেডি হয়ে গেলাম । ঠিক ১০টা ৪৫ এ পৌঁছে গেলাম ডিজিএফআই হেডকোয়ার্টারে । গিয়ে দেখি স্কুল জীবনের পুরানো বন্ধু লে.কর্ণেল ইয়াসির ও বসা । জিজ্ঞেস করতেই জানলাম ওর বর্তমান পোস্টিং ডিজিএফআইতে ।    স্বভাবসুলভ ভঙ্গিতে বললো, " মামা যতটা ভাবতেছো ব্যাপারটা তারচেয়ে সিরিয়াস । এই কেসের মেইন দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে । কিন্তু তোমাকে দরকার কারণ এই কেসে একজন কমান্ডো লাগবে । আর বর্তমানে সামরিক গোয়েন্দা বিভাগে তুমিই একমাত্র SWADS এর কমান্ডো । আর বাকি ডিটেইলস স্যার জানাবে । "    বুঝে গেলাম মারাত্বক সিরিয়াস এক কেসে ডাকা হয়েছে আমাকে । হুদাই কোন কমান্ডোকে এই ধরণের মিশনে ডাকা হয় না । স্নায়ু শক্ত করে ফেললাম । বুঝতে পারছি দেশের উপরে কোন মস্তবড় আঘাত আসতে চলেছে । মনে মনে প্রস্তুতি নিয়ে নিলাম কমিশন প্রাপ্তির দিনে নেওয়া সেই শপথ অনুযায়ী " প্রাণ দিয়ে হলেও... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর

    • - আলমগীর সরকার লিটন

      কবিতা পড়ার জন্য ধন্যবাদ
      ভাল থাকুন--------

    - কবিরুল ইসলাম কঙ্ক

    'পাইবো গো বর্ষামাখা অমৃতসুধা' -- ভালো লাগলো কবিতাটি । 

    • - আলমগীর সরকার লিটন

      ভাল লাগার জন্য

      অশেষ ধন্যবাদ ভাল থাকুন----

    - আসাদ ইসলাম নয়ন

    ভালো লাগলো ।

    • - আলমগীর সরকার লিটন

      ভাল লাগার জন্য

      অশেষ ধন্যবাদ ভাল থাকুন----

    Load more comments...

ওয়াহিদ আব্দুল্লাহ

৯ বছর আগে লিখেছেন

অপারেশন তালপট্টি ও একটি স্বপ্ন

[ পূর্ব কথাঃ ৮ জুলাই ২০১৪, আন্তর্জাতিক সমুদ্রসীমা মামলায় বাংলাদেশ জয় লাভ করে ২৫৬০২ বর্গকিলোমিটারের মধ্যে ১৯৪৬৭ বর্গকিলোমিটার পেয়েছিল, বাকি অংশ পায় ভারত । ভারতের প্রাপ্ত অংশের মধ্যে ছিল তালপট্টি নামের এক দ্বীপ যেটা সেই সময় পানির নিচে হারিয়ে যায় । তাই বাংলাদেশের কতিপয় লোক ছাড়া আর কেউ তেমন ভাবেনি ব্যাপারটা নিয়ে । কিন্তু ২০২৮ সালে এই দ্বীপটাই অনেক আলোচিত হয়ে উঠে । আলৌকিক ভাবে এই দ্বীপ এখন পানির উপরে আর তাই নয় এর আয়তন আগে ১০ হাজার বর্গমিটার হলেও এখন ৬ হাজার বর্গ কিলোমিটার । ২০২২ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আগের দেওয়া আন্তর্জাতিক আদালতের রায় এখন মেনে চলা হয় না, যে কারণে সমুদ্রসীমায় জোর যার মুল্লুক তার ধরণের অধিকার প্রতিষ্ঠিত । ] 
 
চট্টগ্রামের বিএনএস ইশা খাঁ ঘাটির কনফারেন্স রুমে বসে আছি আমি । বসে বসে কিছু করার পাচ্ছি না । আজকে আমার ছুটির দিন ছিল কিন্তু এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল কালকে রাতে ফোন করে বললেন, " কমান্ডার, কালকে এক জরুরী মিটিং আছে । তোমাকে আসতে হবে । " মেজাজটা একটু খারাপ হয়ে গেলো । সম্প্রতি তালপট্টি জেগে উঠায় ভারতের সাথে আবার সম্পর্কের অবনতি দেখা দিয়েছে । বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও ভারত তালপট্টিতে তাদের যুদ্ধজাহাজ পাঠাইছে । বাংলাদেশের বিএনএস পদ্মা ও মেঘনা সেই দিকে গেলেও ভারতের যুদ্ধজাহাজ থেকে গোলা বর্ষণ করা হয় । সেই কারণেই আজকের মিটিং । মিটিং আসলে এখানকার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীর । মনটাই খারাপ হয়ে গেলো । ইচ্ছা ছিলো ঢাকায় গিয়ে মায়ের সাথে দেখা করবো । কিন্তু এখন মনে হয় সেটা আর সম্ভব নয় । আমাকে ডাকার কারণ টাও অনুমেয় । দেশের... continue reading
Likes Comments
০ Shares

Comments (6)

  • - আলমগীর সরকার লিটন

    বাহ সুন্দর কবিতা --

ওয়াহিদ আব্দুল্লাহ

৯ বছর আগে লিখেছেন

FIFA World Cup 2014 Group Stage Analysis

FIFA World Cup 2014 Group Stage Analysis (Part:4)   আজকের শেষ পর্বে গ্রুপ জি ও এইচ এর বিশ্লেষণ করবো ।    # Group G   Teams : Germany, Portugal, Ghana, USA    গ্রুপের টপ ফেভারিট দল জার্মানি । দলগুলোর মধ্যে অন্যতম সেরা দল নিয়ে তারা এইবারের বিশ্বকাপে যাচ্ছে । র‍্যাংকিং বলছে তারা বিশ্বের ২য় সেরা দল । তরুণ আর অভিজ্ঞ সেনানী মিলিয়ে তাদের দল যে কাউকেই শক্ত চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে । দারুণ এটাকিং ফুটবল খেলে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ফেলতে পারে তারা যার সবচেয়ে বড় দৃষ্টান্ত গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানের বিশাল জয় । জার্মানির দলে এইবার মূল ভরসা হিসেবে থাকবেন ওজিল, মুলার, শোয়েনেস্টাইগাররা । সর্বশেষ খবর অনুযায়ী রিউস ইঞ্জুরিতে পরেছেন । তিনি আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেই ব্যাপারে সংশয় রয়ে গেছে ।    পর্তুগালের প্রধান ভরসা রোনালদো । রিয়ালের হয়ে দারুণ এক মৌসুম শেষে এখন জাতীয় দলের হয়ে কিছু করে দেখানোর পালা । প্লে-অফে বলতে গেলে একাই দলকে জিতিয়ে মূল আসরে তুলে এনেছেন । জার্মানীর পরে গ্রুপের ২য় ফেভারিট তারাই । পর্তুগালের এবারের দলটা যথেষ্ট ভারসাম্যপুর্ণ । র‍্যাংকিং বলছে পর্তুগাল বিশ্বের চতুর্থ সেরা দল । র‍্যাংকিং এর ২য় আর ৪র্থ দলের লড়াই যে জমজমাট হবে তা সহজেই অনুমেয় ।    ২ ফেভারিটের জন্য অন্যতম দুশ্চিন্তার নাম ঘানা । র‍্যাংকিং এর ৩৭তম দল যে কি করতে পারে তা গতবিশ্বকাপেই দেখা গেছে । এই গ্রুপের ডার্ক হর্স বলা যায় তাদেরকে । দলের প্রধান অস্ত্র কেভিন প্রিন্স বোয়াটেং । গতবারের মত যদি এইবারো তারা চমক দেখিয়ে বসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বৈকি । গ্রুপের আরেক দল যুক্তরাষ্ট্র । র‍্যাংকিং এ যাদের... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলভী

    আমরা গবীর ভাবে উদবিগ্ন। সবার কাছে দোয়া চাচ্ছি যে হেনা ভাই দ্রুত সুস্হতা লাভ করেন।

    - নুসরাত জাহান আজমী

    হেনা ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুক। এই দোয়া করি।

    • - কামাল উদ্দিন

      ধন্যবাদ

    - মুন জারিন আলম

    আশা করি হেনা ভাই সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই।ধন্যবাদ কামাল ভাই পোষ্টের জন্য। শুভকামনা রইল।  

    • - কামাল উদ্দিন

      আমাদের সকলেরই এই প্রত্যাশা

    Load more comments...

ওয়াহিদ আব্দুল্লাহ

৯ বছর আগে লিখেছেন

FIFA World Cup 2014 Group Stage Analysis

আজকের পর্বে বিশ্লেষণ করবো গ্রুপ ই এবং গ্রুপ এফ এর ।    # Group E    Teams : Switzerland,France,Ecuador,Honduras    নামের বিবেচনায় গ্রুপের ফেভারিট দল ফ্রান্স । কিন্তু ফিফা র‍্যাংকিং বলছে ভিন্নটা । র‍্যাংকিং এ সুইজারল্যান্ড এর অবস্থান ৮ম যেখানে ফ্রান্সের অবস্থান ১৬শ এ । অর্থাৎ সেই হিসাবে গ্রুপের ফেভারিট দল হচ্ছে সুইজারল্যান্ড । কিন্তু এভরা, লরেস, রিবেরি, বেনজেমাদের মত তারকাদের নিয়ে দল গড়া ফ্রান্সকে আপনি খালি র‍্যাংকিং এর দোহাই দিয়ে পিছিয়ে রাখতে পারবেন না । অন্যদিকে তারকাবহুল না হলেও নিজেদের মধ্যে দারুণ সমন্বয়ের মাধ্যমে ফুটবল যে ১১ জনের খেলা সেইটারই প্রমাণ রাখতে সক্ষম সুইজারল্যান্ড । এই সুইজারল্যান্ডই কিন্তু গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেনকে পরাজিত করে চমক দেখিয়েছিল । আর তাই গ্রুপের প্রথম স্থান নিয়ে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের লড়াইটা যে হবে হাড্ডাহাড্ডি তা অনেকটাই অনুমেয় ।    দুই ফেভারিটের কথা ভাবতে ভাবতে আবার অন্য দুই দলের কথা ভুলে যাবেন না কিন্তু । ইকুয়েডর আর হন্ডুরাস ফিফা র‍্যাংকিং এ যথাক্রমে ২৮ ও ৩১ তম অবস্থানে রয়েছে । সুতরাং এই দুই দলের লড়াইটাও হবে জমজমাট । আর লাতিন আমেরিকার পরিচিত কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে ইকুয়েডর । আর এই সুবিধা কাজে লাগিয়ে যদি ওয়াল্টার আর অ্যান্তোনিয়া ভ্যালেন্সিয়ার মত খেলোয়াড়রা জ্বলে উঠতে পারেন তাহলে তা অপর তিন দলের জন্য মারাত্বক চিন্তার বিষয় হবে ।    সব দিক বিবেচনায় হন্ডুরাস গ্রুপের আন্ডারডগ দল হয়ে যায় । কিন্তু উত্তর আমেরিকার এই দল যে ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয় । আর লাতিন আমেরিকাতে ইউরোপিয়ান দলগুলোর চেয়ে আমেরিকার দলগুলো যে বাড়তি সুবিধা পায় তা কেনা জানে ! তাই বিশ্ববাসীর এক চোখ থাকবে এই গ্রুপের উপরে যদি কোন অঘটন দেখা দেয় । বলা... continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - প্রহেলিকা

    সহমত প্রকাশ করলাম।

Load more writings...