Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মিশু মিলন

৯ বছর আগে লিখেছেন

অবিশ্বস্ত হলুদ আর বিশ্বাসের লাল টিপ

হলুদ দেখলেই আকৃষ্ট হই
হলুদ দেখলেই ফুল ভাবি;
মুগ্ধ হ’য়ে ছুঁতে যাই
দগ্ধ হ’য়ে পুড়ে যাই!

ভুলে যাই হলুদ মানে অগ্নিশিখা,
হলুদ মানে অবিশ্বাসে পোড়া
লাল-নীল হাজার কবিতা!

বারবার ঠকে যাই
তবু আমি হলুদ ছুঁতে চাই!
ঠকতে ঠকতে, পুড়তে পুড়তে, যদি
কখনও পারি পরাতে অবিশ্বস্ত হলুদের কপালে
বিশ্বাসের লাল টিপ!

বিশ্বাসের লাল টিপ নিয়ে ঘুরি-
বুকের সবুজপত্রে
যদি পারি কখনও হলুদের কলঙ্ক ঘোচাতে!

১০ সেপ্টেম্বর, ২০১৪।

Likes Comments
০ Share

Comments (0)

  • - জাকিয়া জেসমিন যূথী

    ঠিক বলেছেন। নিজের মনের মধ্যে কষ্ট থাকলেও অন্যের হাসিমুখ দেখলেও নিজের মনে কিছুটা হলেও প্রফুল্লতা ফিরে আসে।