Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বদরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

ঘুমন্ত নগরী


ঘুমন্ত শিশুর ন্যায় এ শহর আজ ঘুমন্ত
তবুও জেগে আছে রাজপথ, ফ্লাইওভার
রেলগাড়ির ভেপু আর ছিন্নমূল হকাররা
এরা ভালোবাসে এ শহর,
এ শহরের অলি-গলি
তিন বছরের শিশু থেকে যুবা অব্দি
প্রতিটি সময়ের জন্য এ শহর এদের পাশে ছিল
জীবনে প্রথম যৌনতার স্বাদ,প্রথম চুরি
অথবা কুড়িয়ে পাওয়া বিড়িতে টান
আহা! কি সময়-ই না কেটেছে?

ঘুমন্ত শহরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে ছিল এরা
স্বপ্নটাও জমে ছিল বেশ-
পুলিশের লাঠির আঘাতে তাও হলো ছিন্নভিন্ন
এদের মা নেই, বাবা নেই,
নেই কোন পরিবার পরিজন
তাই এদের স্বপ্ন থাকতে নেই,
থাকতে নেই স্বাদ-আহ্লাদ
এরা এই নগরীর আর্বজনা,কীট-পতঙ্গ
তাই এদের স্থান ডাস্টবীনে?
হে নগরী বলতো পারো-
যদি আমার ভাড় বইতেই না পার;
তবে আমায় কেন সৃস্টি করো ?

Likes Comments
০ Share

Comments (6)

  • - সনাতন পাঠক

    কি  সুন্দর কবিতা লিখেছেন।

    ধন্যবাদ

    - আনমনা

    ধন্যবাদ। 

    - নীল সাধু

    বাহ!

     

    কবি আনমনা কে নতুন করে জানছি। ভালো লাগছে।

    আপনি দীর্ঘ দিন থেকে লিখেন তবু নিজেকে আড়ালে রেখেছেন। 

    ভালো লাগা রইলো কবিতায়।

    দারুণ লিখেছেন।

     

    ভালো থাকুন।

    • - আনমনা

      লজ্জা পেয়ে গেলাম।  

      ধন্যবাদ...এমন উৎসাহ পেলে হয়তো একদিন ঠিক ঠিক ভালো কিছু লিখেই ফেলবো।  

    Load more comments...