Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

হাওয়া জলে জীবন গেল

হাওয়ায় উড়ে মেঘের যৌবন
বীজ বুনে সাগড় যে তার, অঙ্গ লীলায় অমীয় সাঁজ
ক্ষণে ক্ষণে রুপ বদলের, আচমকা বাহারি রঙ্গ রণে
ধরা যেন তারই সাজে সাজিয়ে সঙ্গ।

এমনি খেলায় জন্ম মৃত্যু
কালে কালে শুধু প্রজন্ম বদল, ছাপ চিত্রে তার সাক্ষ্য মিলে
চিতায় পুড়া নিথর অঙ্গ, সাগর জলের সেই সেই নুন ছাকনি
হাওয়ার জলের সেই হারিয়ে খেলা।

সেই খেলাতেই ডুবছি মজে
আহার নিদ্রা সব গো গ্রাসে, চেতন ফিরলে আবার সেই মেলা
অঙ্গ লুকাই কোন কোন সে আঁধারে, যে আঁধারে অঙ্গ হারায়
হাওয়া জলের না পাই দেখা।

1420@ 20 আশ্বিন, শরত্কাল।

Likes Comments
০ Share

Comments (7)

  • - ইকবাল মাহমুদ ইকু

    জীবনযন্ত্রের খোঁদাই করা অনুলিপিগুলো

    আজ সেসব পুরনো দিনের গল্পের মতো

    বিষাদসিন্ধু পেরিয়ে আমাদের যৌথ দীর্ঘশ্বাস

    কারও হারাবার, কারও হেরে যাবার!  

     

    ভাল লাগলো 

    • - কাজী মেহেদী হাসান

      আন্তরিক ধন্যবাদ 

    - অনিন্দ্য অন্তর অপু

    যদি তুমি দুঃস্বপ্নই হও

    তবে এসো

    এ বেলায় আমি আর জাগবো না!

     

    তুমি একজন প্রেমিক কবি । বড় ভালো প্রেমিক কবি--- কারও অন্তরে ধীরে বাণ বসিও--- সে যেন সইতে পারে---- 

    • - কাজী মেহেদী হাসান

      তুমি একজন প্রেমিক কবি । বড় ভালো প্রেমিক কবি--- কারও অন্তরে ধীরে বাণ বসিও--- সে যেন সইতে পারে----  

       

      অথচ এই প্রেমিক নিজেই জ্বলছে, কারও তীব্র বাণে 

       

      অন্তরের নিখাদ ভালোবাসা জানবেন অপু ভাইয়া 

    - আলভিনা চৌধুরী

    নতুবা তোমাকেই বলতাম

    কারো প্রতীক্ষায় বিনিদ্র কাটিয়ে দেয়া সহস্র রজনীর গল্প!

    চর্যার চেয়েও প্রাচীন এক রূপকথা।

    সোনার কাঠির ছোঁয়ায় সে কেমন জীবন্ত হয়ে উঠেছিল।

      নতুন কিছু কি বলবো ?? 

    • - কাজী মেহেদী হাসান

      নাহ, নতুন কিছু বলতে হবে না