Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

MD: Mainul Islam

৯ বছর আগে লিখেছেন

বল্টু দোকনে গেছে চা খাইতে

বল্টু দোকনে গেছে চা খাইতে,
** বল্টু: এক কাপ চা দাও।
দোকানী: দুধ চা না রং চা!
বল্টু: দুধ চা!
দোকানী: গাভীর দুধ না ছাগীর দুধ!
বল্টু: জি গাভীর দুধ!!
দোকানী: গুড়াঁ দুধ না তরল দুধ!
বল্টু: গুড়াঁ দুধ!!!
দোকানী:-অস্ট্রেলিয়ান গাভীর না বাংলাদেশী!
বল্টু: অস্ট্রেলিয়ান!!
দোকানী: চিনি সহ না চিনি ছাড়া?
বল্টু: সহ!!
দোকানী: খোলা চিনি না প্যাকেটের?
বল্টু:(রেগে) চা লাগবে না পানি দেন!
দোকানী: টিউবওয়েলের না সাপ্লাই!
বল্টু: একটা দেন!
দোকানী: ফিল্টার ছাড়া না ফিল্টারের!
বল্টু: ভাই আমারে মারেন!
দোকানী: হাতে না লাঠিতে!
বল্টু: হাতেরে ভাই!
দোকানী: ডান হাতে না বাম হাতে!
(অবশেষে বল্টু স্ট্রোক করল)
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আমির আসহাব .

    • - চারু মান্নান

      thanks dear kobi,,,,,,,,

    - মাইদুল আলম সিদ্দিকী

    • - চারু মান্নান

      thanks dear kobi,,,,,,,

MD: Mainul Islam

৯ বছর আগে লিখেছেন

আমি না থাকলেও

আমি না থাকলেও,আকাশটা নীল..
আমি না থাকলেও,পদ্ম ফোঁটা ঝিল...
আমি না থাকলেও ছাদের আলোর মিছিল...
আমি আর না থাকলেও,থাকবে ভালবাসার হাত...
আমি হয়তো থাকবইনা,থাকবে চেনা মানুষের ভীর...
আমার থাকাটা যেন শুন্যতার শামিল...

continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - এই মেঘ এই রোদ্দুর

    পোষ্টে মন্তব্য না পড়লে মন বড় খারাপ হয়

MD: Mainul Islam

১০ বছর আগে লিখেছেন

মানলে উপকার আপনারই হবে

যে ব্যক্তি নিম্নের ৬টি কাজ
করবে সে জুম'আর
নামাযে যাওয়ার
পথে প্রতিকদম একবছরের নফল
নামায ও
রোজার সওয়াব পাবে
১. ভালভাবে গোসল করা
২. ওয়াক্ত হওয়ার
সাথে সাথে (আযানের
অপেক্ষা না করে)
মসজিদে যাওয়া
৩. পায়ে হেটে মসজিদে যাওয়া
৪. ইমামের নিকটে বসা
৫. মনোযোগ সহকারে খুত্বা শুনা
৬. খুত্বার সময় কোন
কথা না বলা ও কোন
কাজ না করা
(মিশকাত, তিরমিজী ১/২২২,
নাসায়ী ১/১১১, আবূ
দাউদ ১/১৫৫)
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    কেতন দা

    অসাধারণ লাগল

    • - কেতন শেখ

      অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই, শুভেচ্ছা রইলো।

    - মাইদুল আলম সিদ্দিকী

    অনন্য আবিরে সিক্ত কবিতার প্রতিটি চরণ

    তাই কবিতা লেগেছে অসাধারণ।

    • - কেতন শেখ

      কবি মাইদুল, অনেক অনেক ধন্যবাদ। জয় হোক।

    - গাজী নিষাদ

    অসম্ভব ভালোলাগা। কিছু বলার নেই। শুধুই অপূর্ণতার সমাহার। গ্রেট।

    • - কেতন শেখ

      কবি বন্ধু নিষাদ, তোমার ভালো লাগা আমার প্রেরণা। শুভেচ্ছা নিরন্তর।

MD: Mainul Islam

১০ বছর আগে লিখেছেন

মানলে উপকার আপনারই হবে

মানলে উপকার আপনারই
হবেঃ

১.সকালে সূর্যোদয়ের আগে ঘুম
থেকে উঠা উচিত।মুখ ধুয়েই এক
থেকে দুই গ্লাস
পানি খাওয়া ভাল।
এতে সহজে কোন পেটের রোগ হয়
না।

২.পানি খাবার পর কিছুক্ষন
খোলা জায়গায় হাটা উচিত।
সকালের বিশুদ্ধ বাতাস শরীরের
জন্য বিশেষ উপকারী।

৩.খালি পেটে চা বা কফি খাওয়া
ঠিক না ।খাবার আগে অবশ্যই কিছু
খাওয়া প্রয়োজন।

৪.খাবার যতদূর সম্ভব নিয়মিত
খাওয়া উচিত।
খিদে না পেলে কখনই
খাওয়া উচিত নয়,আবার খু্ব
বেশী বা খুব কম খাওয়াও উচিত নয়।

৫.সপ্তাহে বা ১৫ দিনে একদিন
উপবাস করলে পাকস্থলির
কর্মক্ষমতা ঠিক থাকে।
আমাবশ্যা বা পূর্ণিমাতে উপবাস
করলে স্বাস্থ্য ভাল থাকে।

৬.খাবার সময়
বেশি পানি খাওয়া ঠিক না।
খাবার শেষ করার অন্তত ১
ঘন্টা পরে পানি খাওয়া উচিত
তবে দিনে যত বেশি পানি পান
করা যায় ততই ভাল।
বেশি পানি পান করলে কোন
ক্ষতি নেই।

৭.তাড়াতাড়ি বা অন্যমনস্ক
হয়ে খাবার খাওয়া ঠিক না।
খাবার সময় কথা বলা ঠিক না।
continue reading
Likes Comments
০ Shares