Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

প্রশ্নবিদ্ধ বিশ্বাস !!

এ মাটির বুকে আজ বেদনার পাহাড়
প্রতিদিনই হারায় আনন্দ গুলো জীবন তার,
কাঁদে এ মাটি কাঁদে হাজারো আঁখি
কাঁদে নারী যন্ত্রনায় হারায়ে সম্ভ্রম তার
আজি কি দুর্গম সম্পর্ক এ ভুমে ভালবাসার।
এ কলঙ্ক কার বলতে পারও ?
তুমিও তো নারী  সর্বেসর্বা ক্ষমতা অধিকারে।
বল পেরেছ  কি দিতে অধিকার ?
না পেরেছ রক্ষা করিতে ইজ্জত তার!
বল এ দ্বায় ভার কার ?
জ্ঞানী  রথী মহারথী ব্যাস্ত ওরা শান্তির বাণিতে,
শান্তি ক্যুরে খায়   অদৃশ্য দানবে।
এ যেন এক পরাধীন ভূখণ্ড খসেপড়া স্বপ্নের আবাস, 
বল কোথায় সেই ভালোবাসা কোথায় সেই হৃদয়?
বিদগ্ধ জীবন  সর্বনাশা উইপোকার উদ্যত আচরণ।
ওরা পাহারাদার এ বাংলার, বন্ধু জনতার।
পড়ে না নজরে কিছুই ব্যস্ত ওরা নৃত্যে উল্লাশের।  
বিলাসী ভাবনার সুখে বিবেক এখন নতজানু, প্রশ্নবিদ্ধ বিশ্বাস।
মানবতা শব ঘরে হয় ব্যাথায় কাতর,
সম্পর্ক এখন লাভ ক্ষতির।
এখন জীবন্ত মানুষ পোড়ে,  
জীবন্ত লাশ সাগরে ভাসে,
বিবস্র হয় নারী ধর্ষিত জনপদে,
এসবে দৃষ্টি নেই সভ্যতার।
 বিষাদের সরবোর কীটের সংসার ।
নির্বাক গণতন্ত্র, প্রহসন ভালবাসার,
নির্জ্ঞান ভেলায় অতিক্রান্ত সময় কেবলই
দুর্ভোগ ললাটে এ পতাকার।
বল এ কলঙ্ক কার?  বলতে পারও ...
Likes Comments
০ Share