Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

অভাগীদের ভাগ্য

 
লাশটা পড়েছিল মাঠের কোণে 
ফাঁপা ফুলা বিকৃত অবয়বে,
শেয়ালগুলো চ্যাঁটে পুটে ফেলে গিয়েছিল
একটি প্রাণ কিছু স্বপ্নের মৃত্যু হল আঁধারে 
বিকৃত লালসায় সলীল সমাধী ঘটল মানবতার। 
পরাজিত হয় জীবন সভ্যতার লালসার কাছে
অভাগীদের মৃত্যু ঘটে দিনে রাতে 
পারেনি বদলাতে সমাজ মানুষের সূরতে। 
রন্দ্রে রন্দ্রে তার উপদ্রব রসু খাঁ, জয়দেব
পান্না পরিমল গং অসংখ্য সেবকদের। 
দিনবদলের উৎসবে ভোগের নিমিত্ত্বে 
কিছু খবর চাওর হয় কাগজে কিছু লোকমুখে
অবশিষ্ট গুলো আঁধারেই ঢাকা পড়ে রয়।
বিকশিত সভ্যতায় পায়নি নারী আজও তার 
সুরক্ষা ক্ববজ চারণ ভূমিতে নারী পুরুষের । 
যদিও কিছু শ্রেণী দল কথা বলে অধিকারের
অথচ অধিকার বন্দী তাদের লাভক্ষতির হিসাবে। 
মুক্তির মন্ত্রণায় ওরাই পন্য করে নারীকে 
সাধু সন্ন্যাস সবে দিব্য আলোকে 
আড়ালে একেক জন সুচতুর শিয়াল ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম... 

    • - আলমগীর সরকার লিটন

      জ্বি বাদল সালাম ভাল আছেন

       

    • Load more relies...
    - ওয়াহিদ মামুন

    emoticons

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

প্রেম ও ঘুণপোকা

 
 
 
কি করিব প্রেমের চাষ 
বৃন্দাবনে ঘুণের বাস।
বিবশ প্রহর কুঞ্জতিমির
অচল অলস আবেশ 
অধরে অধরে মিলন হয়
হয়না পুলকিত হৃদয় । 
ঝলকে ঝলকে চমকানো চারিদিক 
চমকে চমকে দ্বীপ্ত দামিনী, 
সহচরী জাগে সকল অলকনন্দার খোঁজে 
রুদ্ধ দুয়ার মন ভবনের প্রেমের বৃন্দাভোজে।
কুসুমপরাগ ঝরে নিরবে কাঁদে ক্ষুব্দ পবন 
গগন জুড়িয়া ভাসে বেদনা ভূবন মলিন বদন 
মেঘমল্লার রাগিনী কুঞ্জকুটিরে অরুন অস্তাচল
উল্লাসের মাদলে ডুবে শতদল 
ঘুণপোকারা সব নাচিছে জমিনে ।
continue reading
Likes Comments
০ Shares

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

অনিন্দ্য তুমি/

 
তুমি ছাড়া অন্য কেউ নয় ধ্যানস্মিত সত্তা জুড়ে 
অনিন্দ্য তুমি সোনালী ভোর যেন দেহলিতে 
আর তাই তো নিত্য তোমার প্রেমে পড়ি , 
তোমার কাজল কালো চোখে গোলাপ রাঙ্গা ঠোটে 
সুঢৌল বুকে আমার এ মন যায় ছুটে । 
বাধাহীন অপলক দৃষ্টি তৃপ্ত হয় রূপ লাবণ্যে
শাড়ির ভাজের সৌষ্ঠবে তোমার নারীর অলঙ্কারে ।
আমি প্রেমে পড়ি চিত্রার্পিতা মনোহারিতা দীপ্ত যৌবনের 
নিতম্ব দোলায় দীঘল তোমার কেশরের ইন্দ্রজালে। 
রূপ প্লাবনে ভাসি আমি রুপসি নীলের স্বপ্ন ডানায় 
বিমুগ্ধতায় স্পর্শ করে আমায় অপার সৌন্দর্য তোমার।
আমি প্রেমে পড়ি নিত্য তোমার নিত্য আমার কবিতার
পাহাড়, অরণ্য মেঘ শাড়ির আঁচলে জড়ানো সোনার অঙ্গে
নির্জন প্রহরে সৌখীন দিনের তৃপ্তির মায়াজালে 
চাঁদের প্রণতিতে রাতের গভীরে প্রেমের প্রচ্ছায়ায় 
প্রেমে পড়ি তোমার মুখের আয়নার 
যেথা প্রতিচ্ছবি শুধু ভালবাসার।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - আলমগীর সরকার লিটন

    অনেক শুভেচ্ছা জানাই

    - মনজুরুল আলম প্রিন্স

    তুমিই আবার জন্মধাত্রী

    সুখে দুঃখে অসুখে

    সন্তানের শিয়রে বসে

    কল্যাণকামী প্রার্থনাকারী

    শুভেচ্ছা জানাইemoticons

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

প্রশ্নবিদ্ধ বিশ্বাস !!

এ মাটির বুকে আজ বেদনার পাহাড়
প্রতিদিনই হারায় আনন্দ গুলো জীবন তার,
কাঁদে এ মাটি কাঁদে হাজারো আঁখি
কাঁদে নারী যন্ত্রনায় হারায়ে সম্ভ্রম তার
আজি কি দুর্গম সম্পর্ক এ ভুমে ভালবাসার।
এ কলঙ্ক কার বলতে পারও ?
তুমিও তো নারী  সর্বেসর্বা ক্ষমতা অধিকারে।
বল পেরেছ  কি দিতে অধিকার ?
না পেরেছ রক্ষা করিতে ইজ্জত তার!
বল এ দ্বায় ভার কার ?
জ্ঞানী  রথী মহারথী ব্যাস্ত ওরা শান্তির বাণিতে,
শান্তি ক্যুরে খায়   অদৃশ্য দানবে।
এ যেন এক পরাধীন ভূখণ্ড খসেপড়া স্বপ্নের আবাস, 
বল কোথায় সেই ভালোবাসা কোথায় সেই হৃদয়?
বিদগ্ধ জীবন  সর্বনাশা উইপোকার উদ্যত আচরণ।
ওরা পাহারাদার এ বাংলার, বন্ধু জনতার।
পড়ে না নজরে কিছুই ব্যস্ত ওরা নৃত্যে উল্লাশের।  
বিলাসী ভাবনার সুখে বিবেক এখন নতজানু, প্রশ্নবিদ্ধ বিশ্বাস।
মানবতা শব ঘরে হয় ব্যাথায় কাতর,
সম্পর্ক এখন লাভ ক্ষতির।
এখন জীবন্ত মানুষ পোড়ে,  
জীবন্ত লাশ সাগরে ভাসে,
বিবস্র হয় নারী ধর্ষিত জনপদে,
এসবে দৃষ্টি নেই সভ্যতার।
 বিষাদের সরবোর কীটের সংসার ।
নির্বাক গণতন্ত্র, প্রহসন ভালবাসার,
নির্জ্ঞান ভেলায় অতিক্রান্ত সময় কেবলই
দুর্ভোগ ললাটে এ পতাকার।
বল এ কলঙ্ক কার?  বলতে পারও ... continue reading
Likes Comments
০ Shares

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

ক্যামন আছে ওরা বার্ণ ইউনিটে/

 
আন্দোলন শেষে ফিরে গেছে যে যার ঘরে
ফিরে গেছে মানবতাও তার নীড়ে।
বিবেক গুলো শাণিত হচ্ছে পরবর্তী যোগাড়ে 
এখন এ তল্লাটে কেউ আসে না আর ,
ভুলে গেছে সবাই ওদের রাখে না কোন খবর ।
ক্যামেরার ফ্ল্যাশ এখন জ্বলে না আর ।
মানবতা এখন সুরক্ষিত হয়না লঙ্ঘন তার
স্বাক্ষাতে ওদের বের হয়না মানবাধিকার। 
কাঁদে না মন হয়না ব্যাথায় বিভোর
গড়ায় না নোনা জল মেকি ভালবাসার।
ডাক্তার পথ্যি কদাচি কপালে জোটে 
পোড়া মানুষ গুলোর বার্ণ ইউনিটে 
বঞ্চনায় তাকিয়ে ওরা বিধাতার দিকে।
ওহে মানব শুধু লোক দেখানো ছলে
সুষমা মোড়ানো মনুষ্যত্ব ভুলে
গিয়ে ছিলে সকলে উদ্দেশ্য হাসিলে।
ফুরালে স্বার্থ আজ অবজ্ঞার তরে
বিবেকের ফটকে খিল এঁটে দিয়ে
বিমুখ হলে সবে অনলে জ্বালায়ে ।
বাঁচার তাগিদে ওরা আপন কর্ম করে
দু'মুঠো যোগাতো কসরতে উদর ভরিবার তরে।
ক্ষতি কি করেছিল ওরা সাধারণ অতি
চায়নিতো সিংহাসন ওরা হতে অধিপতি।
গণতন্ত্রের শঠতার দ্বীপ্ত প্রখরতায় 
পোড়ায়ে মানুষ পশুত্বের আলখেল্লায়,
কলঙ্কের তীলক দিলে এঁকে বিবেকের দরজায়।
বার্ণ ইউনিটে ওরা আজও কাতরায়...।
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...