Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Sadat Chowdhury

১০ বছর আগে লিখেছেন

"সভ্যতার প্লাবনে দুঃখেরা ভাসে"

 

শান্তির বাণী আজ বেসুরা লাগে 
সভ্যতার রক্ত প্লাবনে দুঃখেরা ভাসে 
মানবতা ঢাকা পড়েছে ধুলোর আস্তরে। 

হিমঘরে লাশেদের মৌন মিছিল
পুরনো কবরে নতুনের আবাস
অঙ্কুরিত হবার আগেই ঝরে পড়া মুকুল । 
বিশুদ্ধ চলনে আধুনিক সভ্যতা 
উলঙ্গ শিশুদের লুটোপুটি ধুলোয়
লজ্জা শরমের বালাই নেই বিবেকের ।

মায়ের উঠোন জুড়ে আজ শকুনের বিচরণ
যুবতী বোনের সম্ভ্রম হারানোর নিত্য ভয়,
স্বাধীন বিপ্লবে ঘা ধরেছে 
ক্ষীণশ্বাসে মুখ থুবড়ে পড়ছে সভ্যতার গায়ে ।

নয়া আলোর বার্তা পৌঁছেনা তোমাদের কাছে
তোমাদের মৌনতা আমাকে আঘাত করে 
নিত্য আমার স্বপ্ন ভাঙ্গে
তোমাদের সভ্যতা আমাকে নিত্য হত্যা করে।

Likes ২২ Comments
০ Share

Comments (22)

  • - অমিত বাগচী (অন্তহীন)

    আক্রমনাত্মক ভঙ্গিতে লেখা কবিতার প্রতিটি শব্দে প্রতিবাদের সুর, ঘিরে দাড়ানোর প্রেরণা। ভাল লিখেছেন। শুভ কামনা।

    - জাহাঙ্গীর আলম

    শব্দের স্ফুলিঙ্গ আঁচড়ে পড়ছে যেন সমাজের ক্লীব-মানবিকতায় ৷ যথার্থ ৷ ৪র্থ লাইনটি একটু দেখবেন ৷ নিরন্তর চলুক লেখনী ৷

    - আলমগীর সরকার লিটন

    ভীষণ আবেগময় কবিতা

    শুভ কামনা--

    Load more comments...