Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

প্রেম ও ঘুণপোকা

 

 

 

কি করিব প্রেমের চাষ 
বৃন্দাবনে ঘুণের বাস।
বিবশ প্রহর কুঞ্জতিমির
অচল অলস আবেশ 
অধরে অধরে মিলন হয়
হয়না পুলকিত হৃদয় । 
ঝলকে ঝলকে চমকানো চারিদিক 
চমকে চমকে দ্বীপ্ত দামিনী, 
সহচরী জাগে সকল অলকনন্দার খোঁজে 
রুদ্ধ দুয়ার মন ভবনের প্রেমের বৃন্দাভোজে
কুসুমপরাগ ঝরে নিরবে কাঁদে ক্ষুব্দ পবন 
গগন জুড়িয়া ভাসে বেদনা ভূবন মলিন বদন 
মেঘমল্লার রাগিনী কুঞ্জকুটিরে অরুন অস্তাচল
উল্লাসের মাদলে ডুবে শতদল 
ঘুণপোকারা সব নাচিছে জমিনে ।

Likes Comments
০ Share