Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

ক্যামন আছে ওরা বার্ণ ইউনিটে/

 

আন্দোলন শেষে ফিরে গেছে যে যার ঘরে
ফিরে গেছে মানবতাও তার নীড়ে।
বিবেক গুলো শাণিত হচ্ছে পরবর্তী যোগাড়ে 
এখন এ তল্লাটে কেউ আসে না আর ,
ভুলে গেছে সবাই ওদের রাখে না কোন খবর ।
ক্যামেরার ফ্ল্যাশ এখন জ্বলে না আর ।

মানবতা এখন সুরক্ষিত হয়না লঙ্ঘন তার
স্বাক্ষাতে ওদের বের হয়না মানবাধিকার। 
কাঁদে না মন হয়না ব্যাথায় বিভোর
গড়ায় না নোনা জল মেকি ভালবাসার।
ডাক্তার পথ্যি কদাচি কপালে জোটে 
পোড়া মানুষ গুলোর বার্ণ ইউনিটে 
বঞ্চনায় তাকিয়ে ওরা বিধাতার দিকে।

ওহে মানব শুধু লোক দেখানো ছলে
সুষমা মোড়ানো মনুষ্যত্ব ভুলে
গিয়ে ছিলে সকলে উদ্দেশ্য হাসিলে।
ফুরালে স্বার্থ আজ অবজ্ঞার তরে
বিবেকের ফটকে খিল এঁটে দিয়ে
বিমুখ হলে সবে অনলে জ্বালায়ে ।

বাঁচার তাগিদে ওরা আপন কর্ম করে
দু'মুঠো যোগাতো কসরতে উদর ভরিবার তরে।
ক্ষতি কি করেছিল ওরা সাধারণ অতি
চায়নিতো সিংহাসন ওরা হতে অধিপতি।
গণতন্ত্রের শঠতার দ্বীপ্ত প্রখরতায় 
পোড়ায়ে মানুষ পশুত্বের আলখেল্লায়,
কলঙ্কের তীলক দিলে এঁকে বিবেকের দরজায়।
বার্ণ ইউনিটে ওরা আজও কাতরায়...।

Likes Comments
০ Share