Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Sadat Chowdhury

৮ বছর আগে লিখেছেন

অভাগীদের ভাগ্য

 

লাশটা পড়েছিল মাঠের কোণে 
ফাঁপা ফুলা বিকৃত অবয়বে,
শেয়ালগুলো চ্যাঁটে পুটে ফেলে গিয়েছিল
একটি প্রাণ কিছু স্বপ্নের মৃত্যু হল আঁধারে 
বিকৃত লালসায় সলীল সমাধী ঘটল মানবতার। 
পরাজিত হয় জীবন সভ্যতার লালসার কাছে
অভাগীদের মৃত্যু ঘটে দিনে রাতে 
পারেনি বদলাতে সমাজ মানুষের সূরতে। 
রন্দ্রে রন্দ্রে তার উপদ্রব রসু খাঁ, জয়দেব
পান্না পরিমল গং অসংখ্য সেবকদের। 
দিনবদলের উৎসবে ভোগের নিমিত্ত্বে 
কিছু খবর চাওর হয় কাগজে কিছু লোকমুখে
অবশিষ্ট গুলো আঁধারেই ঢাকা পড়ে রয়।
বিকশিত সভ্যতায় পায়নি নারী আজও তার 
সুরক্ষা ক্ববজ চারণ ভূমিতে নারী পুরুষের । 
যদিও কিছু শ্রেণী দল কথা বলে অধিকারের
অথচ অধিকার বন্দী তাদের লাভক্ষতির হিসাবে। 
মুক্তির মন্ত্রণায় ওরাই পন্য করে নারীকে 
সাধু সন্ন্যাস সবে দিব্য আলোকে 
আড়ালে একেক জন সুচতুর শিয়াল ।

Likes Comments
০ Share

Comments (0)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম... 

    • - আলমগীর সরকার লিটন

      জ্বি বাদল সালাম ভাল আছেন

       

    • Load more relies...
    - ওয়াহিদ মামুন

    emoticons