Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ নজরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

এটেনশন_প্লিজ‬, খুলনা কলিং...

আগামী ২১ ফেব্রুয়ারী শুক্রবার আমাদের খুলনার রক্তযোদ্ধা ভাই-বোনদের আহবানে আমি আর শাওন ভাই ঢাকা থেকে খুলনা যাচ্ছি বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা আর ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রামে। সেখানে প্রায় ৪০০ জন নতুন আগ্রহী রক্তদাতার রক্তের গ্রুপ পরীক্ষা করা হবে। এবং প্রায় ২০ জন অফলাইন ভলান্টিয়ার তৈরি করা হবে ট্রেনিং এর মাধ্যমে, যারা পরবর্তীতে খুলনার আনাচে-কানাচে ছড়িয়ে পড়বে মানবতার মশাল নিয়ে।
আমরা চাই, সবাই একসাথে একযোগে কাজ করতে বিশাল শক্তি হয়ে।
#স্থান- খুলনার বই মেলায়

#সময়- সকাল থেকে সন্ধ্যা

উদ্দেশ্য একটাই- আমরা থাকতে রক্তের অভাবে অকালে ঝরে যাবে না আর একটি ও প্রাণ।
Nazrul -01617173992 / 01717173992, Shawon- 01915000070
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - মুহাম্মাদ আরিফুর রহমান

    সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    - ঘাস ফুল

    বিজয়ীদের অভিনন্দন আর অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা। নক্ষত্রব্লগ কর্তৃপক্ষ আর বিচারকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 

    - সুলতানা সাদিয়া

    শুভেচ্ছা ও অভিনন্দন...

    Load more comments...

মোঃ নজরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

প্রিয়তমা, একটি অন্তবর্তীকালীন নির্বাচন চাই-

হ্যাঁ, তোমাকেই বলছি শোন-
কিন্তু আমার কথা কি তোমার কানে যাবে ?
তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলাম-
সকল রাজাকার-দের মন থেকে নিশ্চিহ্ন করে খতম করবে।
দেশী-বিদেশী চাপে পড়ে আধা-আধি হয়তো করেছ।
পুরো মেনিফেস্টো কিন্তু এখনো কভার হয়নি।
বিশ্বজিতের মত নিরীহ আমার মন-
তোমার অবহেলা-গুলোর অত্যাচারে রক্তাক্ত হয়ে আজ মৃত।
তোমার উপেক্ষাগুলো ও আজ মন্ত্রীদের মত দুর্নীতি-গ্রস্ত,
শুধু তোমার হাসি-টা ফাটাকেষ্ট যোগাযোগমন্ত্রীর মত এখনো চলনসই। 
কিন্তু এবার তুমি কি করলে ?
বলেছিলে- প্রধানমন্ত্রীত্ব চাও না, শান্তি চাও।
আমি ও অনেক দৌড়-ঝাপঁ করলাম,
তোমার সাথে সংলাপ-সমঝোতায় বসব বলে।
অনশন করলাম তোমার প্রেস-ক্লাবের চত্বরে বসে।
তুমি পাত্তাই দাওনি, তাল-গাছ আমার নীতিতে অটল রইলে।
এখন আবার যখন নির্বাচনের সময় আসল-
নিজের ইচ্ছেটাকেই কমিশনার বানিয়ে তফসিল ঘোষণা করে দিলে।
আমার প্রতিটা বিক্ষোভ-হরতাল-অবরোধ কে দমন-পীড়ন করলে-
পাইক-পেয়াদা, সৈন্য-সামন্ত দিয়ে নিজের খেয়াল-খুশী মত।
আমার গায়ে বিরোধী-দলের তকমা লাগিয়ে দিয়ে-
বেশীর ভাগ আসনে সিলেকশন করেছ।
নাম-মাত্র ইলেকশন করেছ প্রহসন-মূলক।
আমার সমর্থকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে-
এখন আবার তুমি প্রধানমন্ত্রী।
আমাকে গৃহ-বন্দী করে রেখেছ-
আমার ইচ্ছেগুলোর উপরে ঠান্ডা-রঙিন পানি দিয়েছ এই শীতের রিক্ততায়।
তুমি আছ শুধু তোমার প্রাচীন ঐতিহ্য নিয়ে-
এদিকে আমার কামন-বাসনাগুলো আজ সংখ্যালঘুর মত ঘরছাড়া, বাড়ি-ছাড়া।
তাই, বলছিলাম কি ?
তোমার হাত-পা বাধাঁ, সেটা আমিও বুঝি।
কিন্তু আমার মনের লাভা উদগীরণ হবার আগেই-
প্রিয়তমা- একটি অন্তবর্তীকালীন নির্বাচন দরকার।
খুব জরুরীভাবে দরকার।
যেন তোমার বৃত্তের কেন্দ্র-বিন্দুতে এসে একটা ভোট অন্ততঃপক্ষে দিতে পারি। 
(-একটি সম্পূর্ণ অরাজনৈতিক কবিতা।)
continue reading
Likes Comments
০ Shares

মোঃ নজরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

চিরস্থায়ী আনন্দের জগতে স্বাগতম-

শিরোনাম দেখে আপনারা কি ভাবছেন, তা জানি না। তবে আমি এই নিশ্চয়তা দিতে পারি যে, আমি এখন যে উদ্যোগ গ্রহণ করেছি- তাতে আমি যেমন আনন্দ লাভ করি, আপনারা ও সমানভাবে পাবেন। কারন আমি প্রথম থেকেই আপনাদের সাথে আমাদের 'রক্ত-সৈনিক'-এর সকল কর্ম-কান্ড শেয়ার করতে চেষ্টা করেছি এবং আপনাদের উৎসাহ-মূলক মন্তব্যে যথেষ্ট অনুপ্রানিত হয়েছি।
কথায় আছে- সুখ শেয়ার করলে তা বাড়ে আর দুঃখ শেয়ার করলে তা কমে। এবং আমি তাই করার চেষ্টা করি সবসময়।
আপনারা জানেন- এতদিন আমরা শুধু আমাদের এলাকা ভৈরবেই এই সংগঠনের কার্য-ক্রম চালিয়েছি। এবং আমি মনে করি, ভৈরবে আমরা মোটামুটিভাবে সফল। সফল বলছি এজন্য যে, আমরা যারা ২০০০ সাল থেকে এই সংগঠনটি শুরু করেছি- আমাদের কোন অফিস ছিল না, এমনকি এখনো তেমনভাবে নেই। একেক সময় একেক জায়গায় বসে কার্যক্রম চালিয়েছি।
বিভিন্ন গ্রামে-গঞ্জে-বাজারে-অলিতে-গলিতে ক্যাম্পিং করে বিনামূল্যে মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে দিয়েছি। এমনকি প্রথম অবস্থায় এমনও হয়েছে যে, মানুষের বাসায় বাসায় গিয়ে তা করেছি।
আচ্ছা, পরীক্ষা তো করে দিলাম ব্লাড গ্রুপ। এখানেই কিন্তু কাজ শেষ নয়। আসল কাজ কিন্তু এখনো বাকি।
মটিভেশন- হ্যাঁ, মানুষকে বুঝানো, যে রক্ত দেওয়া কোন ব্যাপার না, প্রতি ১২০ দিন পর পর আমাদের লোহিত রক্ত কনিকা গুলো মারা যায়। তাই একজন মানুষ অনায়াসে প্রতি ১২০ দিন পর পর রক্ত দান করতে পারে। এতে তার যেমন কোন ক্ষতি হয় না, তেমনি একটি প্রাণও বেচেঁ গেল। আর আমাদের অস্থি-মজ্জা ও নতুনভাবে উজ্জীবিত হয় রক্ত উৎপন্ন করার জন্য।
তো মানুষ পাগল বলা শুরু করল। খেয়ে-দেয়ে আর কোন কাজ নাই তো তাই, ঘরের খেয়ে বনের মোষ তাড়াই।
হাসপাতালের কিছু ডাক্তার পর্যন্ত বলল যে, আচ্ছা- এরা কি পাগল ?... continue reading
Likes ২৯ Comments
০ Shares

Comments (29)

  • - আলমগীর সরকার লিটন

    পাশা দা

     ২০১৪ নববর্ষের অনেক শুভেচ্ছা

    • - লুৎফুর রহমান পাশা

      আপনি যে গুলো বলেছেন সে গুলো আমি জানি। তাওমনে করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ।

      আপনি সম্ভবত শিরোনাম খেয়াল করেননি। প্রথমেই বলেছি গল্পটি বিদেশী। আমি অনুবাদ করেছি মাত্র। তবে হুবহু নয় কিছুটা বা কাছাকাছি। সেখানে এইরকম ছোট ছোট বাক্য দিয়েই লেখা। কোন কোন ক্ষেত্রে আরো ছোট বাক্য আছে যে গুলোকে একবাক্য করার চেষ্টা করেছি।

      অনুবাদের ক্ষেত্রে এটাই আমার প্রথম অনুবাদ। একটু ট্রাই করলাম আরকি। শূভ কামনা ভাল থাকবেন।

    • Load more relies...
    - তাহমিদুর রহমান

    পাশা ভাই,

    শুভেচ্ছা নিবেন। গল্পটিতে আমার প্রধান সমস্যা মনে হয়েছে ছোট বাক্য এবং বাক্য গঠন।

    ১। ছোট ছোট বাক্য করে সাজালে পড়তে পাঠক বাধা পায় ফলে বিরক্ত হয়। আপনার এই গল্পটিতে এটির পরিমাণ বেশি।

    ২। বাক্য গঠন- যদি "আমি খাই ভাত" না লিখে যদি লিখি "আমি ভাত খাই " তবে পড়তে ও শুনতে বেশি ভাল লাগে।

    আমি জানি আপনি এ ব্যাপারগুলো খুব ভালভাবেই জানেন। তবুও ধরিয়ে দিলাম পথ চলার সাথী হিসেবে। ভাল থাকুন। শুভেচ্ছা।

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    গল্পটি ভালো লাগলো। ভালোবাসার ইচ্ছা একে অন্যের কাছে অপ্রকাশিত রেখে জীবনের গতি পথ পাল্টে গেছে, এমন ঘটনা আমারও জানা আছে। তবে এই গল্পে দুর্ঘটনাজনিত কারণে ভালোবাসার এমন নির্মম পরিণতি মনকে বিদীর্ণ করে। 

    ধন্যবাদ, এস এম পাশা। নববর্ষের শুভেচ্ছা।

    • - লুৎফুর রহমান পাশা

      আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা আবু হেনা ভাই

    Load more comments...