Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মোঃ নজরুল ইসলাম

১০ বছর আগে লিখেছেন

প্রিয়তমা, একটি অন্তবর্তীকালীন নির্বাচন চাই-

হ্যাঁ, তোমাকেই বলছি শোন-
কিন্তু আমার কথা কি তোমার কানে যাবে ?
তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলাম-
সকল রাজাকার-দের মন থেকে নিশ্চিহ্ন করে খতম করবে।
দেশী-বিদেশী চাপে পড়ে আধা-আধি হয়তো করেছ।
পুরো মেনিফেস্টো কিন্তু এখনো কভার হয়নি।

বিশ্বজিতের মত নিরীহ আমার মন-
তোমার অবহেলা-গুলোর অত্যাচারে রক্তাক্ত হয়ে আজ মৃত।

তোমার উপেক্ষাগুলো ও আজ মন্ত্রীদের মত দুর্নীতি-গ্রস্ত,
শুধু তোমার হাসি-টা ফাটাকেষ্ট যোগাযোগমন্ত্রীর মত এখনো চলনসই। 
কিন্তু এবার তুমি কি করলে ?
বলেছিলে- প্রধানমন্ত্রীত্ব চাও না, শান্তি চাও।

আমি ও অনেক দৌড়-ঝাপঁ করলাম,
তোমার সাথে সংলাপ-সমঝোতায় বসব বলে।
অনশন করলাম তোমার প্রেস-ক্লাবের চত্বরে বসে।
তুমি পাত্তাই দাওনি, তাল-গাছ আমার নীতিতে অটল রইলে।

এখন আবার যখন নির্বাচনের সময় আসল-
নিজের ইচ্ছেটাকেই কমিশনার বানিয়ে তফসিল ঘোষণা করে দিলে।
আমার প্রতিটা বিক্ষোভ-হরতাল-অবরোধ কে দমন-পীড়ন করলে-
পাইক-পেয়াদা, সৈন্য-সামন্ত দিয়ে নিজের খেয়াল-খুশী মত।

আমার গায়ে বিরোধী-দলের তকমা লাগিয়ে দিয়ে-
বেশীর ভাগ আসনে সিলেকশন করেছ।
নাম-মাত্র ইলেকশন করেছ প্রহসন-মূলক।

আমার সমর্থকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে-
এখন আবার তুমি প্রধানমন্ত্রী।

আমাকে গৃহ-বন্দী করে রেখেছ-
আমার ইচ্ছেগুলোর উপরে ঠান্ডা-রঙিন পানি দিয়েছ এই শীতের রিক্ততায়।

তুমি আছ শুধু তোমার প্রাচীন ঐতিহ্য নিয়ে-
এদিকে আমার কামন-বাসনাগুলো আজ সংখ্যালঘুর মত ঘরছাড়া, বাড়ি-ছাড়া।

তাই, বলছিলাম কি ?
তোমার হাত-পা বাধাঁ, সেটা আমিও বুঝি।
কিন্তু আমার মনের লাভা উদগীরণ হবার আগেই-
প্রিয়তমা- একটি অন্তবর্তীকালীন নির্বাচন দরকার।
খুব জরুরীভাবে দরকার।
যেন তোমার বৃত্তের কেন্দ্র-বিন্দুতে এসে একটা ভোট অন্ততঃপক্ষে দিতে পারি। 

(-একটি সম্পূর্ণ অরাজনৈতিক কবিতা।)

Likes Comments
০ Share