Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আদম সন্তান

১০ বছর আগে লিখেছেন

সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পেলেন ইরানী সীমান্তরক্ষীরা

  আজ ইরানের রেডিও তেহরানের মাধ্যমে জানতে পারলাম, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের হাতে অপহৃত চার ইরানি সীমান্তরক্ষী দেশে ফিরে এসেছেন।ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে,  মুক্ত চার ইরানি সীমান্তরক্ষী রমিন হাযরাতি, সাজ্জাদ যাহানি, মোহাম্মাদ নেযামি ও জামশিদ তেইমুরি আজই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা দিয়ে ইরানে প্রবেশ করেন। 
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানভিত্তকি জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল পাঁচজন ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায়। পরে জামশিদ দানায়িফার নামক একজন সীমান্তরক্ষীকে মার্চ মাসে হত্যা করে সন্ত্রাসীরা। দানায়িফারের লাশ এখনো ফেরত দেয়নি উগ্র এ জঙ্গি গোষ্ঠী।
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    ভাল লাগল--

    - বাংলার পাই বাপা

    খুব খুব ভালো লাগলো।

    - মোঃসরোয়ার জাহান

    khub shundor laglo.................!

    কেমন আছেন ?মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতা২০১৪ ক্যাটাগরি ১ এ আমার কবিতা “প্রিয় স্বদেশআছে,প্রতিযোগিতার জন্য।আপনাকে কবিতাটি পড়তে আমন্ত্রণ রইল।যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান একটি ভোট চাই।ভালো থাকবেন শুভ কামনা রইল।

    Load more comments...

আদম সন্তান

১০ বছর আগে লিখেছেন

ওমর খৈয়াম ও আমার কবিতা

পারস্যের বিথ্যাত কবি ওমর খৈয়ামের একটি কবিতার লাইন-
রুটি-মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বইখানা এক অনন্ত যৌবনা যদি তেমনী বই হয়।
 
আমার কবিতার একটি লাইন-
ক্ষণ-সময় ফুরিয়ে যাবে, রাতের আধার শেষে আলোর দেখা মিলবে, কিন্তু ইন্টারনেট এক অনন্ত যৌবনা যদি তেমনী স্প্রীড হয়।
continue reading
Likes Comments
০ Shares

Comments (8)

  • - তৌফিক মাসুদ

    আমাদের সমাজটা মেয়েদের নিরাপত্তা দিনকে দিন কমছে। সচেতনতা বাড়াতে হবে। পাঠ্য বইয়ে উপযুক্ত সুশিক্ষার অনুপ্রেরনা দিতে হবে। 

     

    সমসাময়ীক প্রসংগটা সুন্দর ফুটে উঠেছে আপনার লেখায়। 

    • - সেলিনা ইসলাম

      মুল্যবান মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ 

    - মাসুম বাদল

    করুন

    কিন্তু

    দারুণ লিখেছেন... 

    • - সেলিনা ইসলাম

      অনেক ধন্যবাদ 

    - জাহাঙ্গীর আলম

    গল্পের দিকটা ভারী হল খানিকটা ৷ প্রত্যহিক জীবনের নিষ্করুণ নির্মম বাস্তবতা উঠে এসেছে ছদ্মবেশী শব্দে ৷ তবে খানিকটা একমুখি ৷ ভাল থাকবেন ৷

    • - সেলিনা ইসলাম

      মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ শুভকামনা সতত 

    Load more comments...

আদম সন্তান

১০ বছর আগে লিখেছেন

নাদির শাহ ও কোহিনূর

নাদের শাহ আফছার বা নাদের শাহ ইরানের শাহ হিসেবে শাসন করেছেন ও তিনি ছিলেন আফছারিদ রাজবংশের প্রতিষ্ঠাতা। তার প্রখর সামরিক দক্ষতার কারনে কোন কোন ইতিহাসবিদ তাকে পারস্যের নেপোলিয়ন বা দ্বিতীয় আলেক্সান্ডার হিসেবে আক্ষ্যায়িত করেছেন। নাদের শাহ তুর্কীর আফছার উপজাতীর সদস্য ছিলেন। যারা প্রথম শাহ ইসমাইলের সময় থেকেই সাফাভি রাষ্ট্রে সামরিক রসদ সরবরাহ করতেন।
হুতাকি আফগানদের দ্বারা বিদ্রোহ শুরু হলে ইরানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় তারা পারস্যের শাহ সুলতান হুসাইনকে সহজেই ক্ষমতাচুত্য করে। অটোমান ও রাশিয়া উভয়েই পারস্যের বিভিন্ন অঞ্চল দখল করে নেয়। ঠিক এরকম পরিস্থিতিতে নাদের শাহ ক্ষতায় আসেন। তিনি ক্ষমতায় আসার পর পারস্যের অঞ্চলগুলোকে পুনরায় একত্রিত করেন ও সেখান থেকে দখলদারীদের উচ্ছেদ করেন। তিনি এতো ক্ষমতাবান হয়ে উঠেন যে ২০০ বছর ধরে পারস্য শাসন করা সাফাভি রাজবংশের শেষ শাসককে পদচুত্য করার পরিকল্পনা করেন। ১৭৩৬ সালে সাফাবিধ রাজবংশের শাসককে ক্ষমতাচুত্য করে নিজেকে ইরানের শাহ হিসেবে ঘোষণা করেন। তার অনেক সামরিক অভিযান তার সাম্রাজ্য বহুগণে বৃদ্ধি করে ও চতুর্দিকে তার সাম্রাজ্যের পরিধি বাড়তে থাকে। তিনি বর্তমান ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান,তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ভারত, জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া, ওমান ও পারস্য উপসাগরের অঞ্চলকে তার সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন কিন্তু তার সেনাবাহিনী পারস্যের অর্থনীতিতে ধ্বংস ডেকে আনে।
নাদের তার আদর্শ হিসেবে মধ্য এশিয়ার আরো দুজন অন্যতম বিজেতা চেঙ্গিস খান ও তৈমুর লংকে অনুসরন করেন। তিনি তাদের সামরিক ক্ষমতা, তাদের রাজত্ব পরিধির ধারা ও পরবর্তীতে তাদেরমত নিষ্ঠুরও হয়ে উঠেন। তার এই বিজয় তাকে মধ্য-প্রাচ্যের সার্বভৌম ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠা করে কিন্তু ১৭৪৭ সালে তাকে হত্যা করার পরপরই তার সাম্রাজ্য ধ্বংসের দিকে যেতে থাকে। নাদের শাহকে এশিয়ার ইতিহাসের সর্বশেষ মহান সামরিক বিজেতা হিসেবে উল্লেখ করা হয়।... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - বাংলার পাই বাপা

    অনেক অনেক ভালো লাগা রইলো।

    • - মোঃসরোয়ার জাহান

      Many Many thank

    - মাসুম বাদল

    ভালো লিখেছো, বন্ধু... 

    • - মোঃসরোয়ার জাহান

      thank u so much friend..

    - তৌফিক মাসুদ

    শুভকামনা রইল। 

    • - মোঃসরোয়ার জাহান

      thank's

    Load more comments...