Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জোকার ৫৩

১০ বছর আগে লিখেছেন

আমাদের আশা ও প্রত্যাশা (বাংলাদেশ মহিলা ক্রিকেট দল)

আমাদের আশা ও প্রত্যাশা (বাংলাদেশ মহিলা ক্রিকেট দল)
 
১৷অধিনায়ক সালমা খাতুন

 
২৷শুকতারা

 
৩৷এশা আকতার

 
৪৷চামেলী খাতুন

 
৫৷ফারজানা হক পিঙ্কি

 
৬৷জাহানারা আলম

 
৭৷খাদিজাতুল কোবরা

 
৮৷লতা মন্ডল

 
৯৷শারমিন সুপ্ত

 
১০৷পান্না ঘোষ

 
১১৷রোমানা আহমেদ

 
১২৷সানজিদা ইসলাম

১৩৷সাথিরা জেসী

 
১৪৷সুলতানা বৈশাখী

 
 
এগিয়ে যাও বাঘিনীর দল ৷ গর্জে ওঠো বারবার ৷
 

 
সমন্বয়কঃ জোকার
 
 
 
 
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - ঘাস ফুল

    ঘটনাটি মনে হয় কয়েকদিন আগে ব্লগে বা পত্রিকায় পড়েছিলাম। ব্যভিচারের ফসল শিশুটি। কিন্তু ওর তো কোন দোষ নাই। তবু কেন তাকে যারা পৃথিবীতে আনলো, তাদের কেউ একজন গ্রহণ করলো না? কারো মনে কী কোন মায়া জন্মায় নাই? কেউ কী তার ভুল বুঝতে পারে নাই? জানি এই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই। তাই আপনি যথার্থই বলেছেন, আঁধার ডিঙ্গিয়ে কারোরই আলো জ্বালা আর হয়নি। ভালো লাগলো আপা। 

    • - সেলিনা ইসলাম

      ধন্যবাদ ঘাস ফুল ভাই সুন্দর ও বস্তুনিষ্ট্য মন্তব্য দেবার জন্য । সতত শুভ্কামনা 

    - আলমগীর সরকার লিটন

    আপা

    খুবি সুন্দর লাগল অনুগল্পটা

    শুভ কামনা----

    • - সেলিনা ইসলাম

      ধন্যবাদ পড়ার জন্য শুভ্কামনা রইল 

    - সুখেন্দু বিশ্বাস

    সত্যিই দুঃখজনক, হতাশার ও একই সাথে লজ্জার। মানবতার বিপর্যয়

    সুন্দর পোস্টের জন্য শুভেচ্ছা রইলো  দিদি।  

    • - সেলিনা ইসলাম

      অনেক ধন্যবাদ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য শুভ্কামনা রইল 

    Load more comments...

জোকার ৫৩

১০ বছর আগে লিখেছেন

সুন্দর কিছু ছোট্ট বিশ্বাস

সুন্দর কিছু ছোট্ট বিশ্বাস
 
১৷ 
একদা কোন এক গ্রামের অধিবাসীরা সিদ্ধান্ত নিল বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে ৷ যথাসময়ে গ্রামবাসী সবাই উপস্থিত হল যথাস্থানে কিন্তু শুধুমাত্র ছোট এক বালক সাথে তার ছাতাটি নিয়ে আসল----সেটাই বিশ্বাস ৷
 
২৷ 
.যখন কোন শিশুকে কেউ উপরে তুলে ছেড়ে দেয় তখন শিশুটি কিন্তু খিলখিলিয়ে হাসতে থাকে --------সেটাই আস্থা ৷
 
৩৷ 
‘এক মিনিটের নাই ভরসা’ প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে আমরা জানি না আগামীকাল সকালে উঠতে পারব কিনা তবু ঘড়িতে এলার্ম দিয়ে রাখি ঠিকই----সেটাই আশা ৷
 
৪৷ 
প্রতিদিন কতকিছুর পরিকল্পনা করি আমরা আগামীকালের জন্য যখন কোন ধারণাই নেই ভবিষ্যতের ----সেটাই আত্মবিশ্বাস ৷
 
৫৷
পৃথিবীর চারদিকে কত শত দুঃখ-কষ্ট দেখি তবু আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই ----সেটাই মাত্রারিক্ত আত্মবিশ্বাস ৷
 
 
 
হা হা হা হা হা হা হা হা হা
সূত্রঃ জোকার
 
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    ভালো

    • - চারু মান্নান

      dhonnobadh, kobi,,,,,,,,,