Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জোকার ৫৩

১০ বছর আগে লিখেছেন

সুন্দর কিছু ছোট্ট বিশ্বাস

সুন্দর কিছু ছোট্ট বিশ্বাস

 

১৷ 

একদা কোন এক গ্রামের অধিবাসীরা সিদ্ধান্ত নিল বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে ৷ যথাসময়ে গ্রামবাসী সবাই উপস্থিত হল যথাস্থানে কিন্তু শুধুমাত্র ছোট এক বালক সাথে তার ছাতাটি নিয়ে আসল----সেটাই বিশ্বাস ৷


 

২৷ 

.যখন কোন শিশুকে কেউ উপরে তুলে ছেড়ে দেয় তখন শিশুটি কিন্তু খিলখিলিয়ে হাসতে থাকে --------সেটাই আস্থা ৷


 

৩৷ 

‘এক মিনিটের নাই ভরসা’ প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে আমরা জানি না আগামীকাল সকালে উঠতে পারব কিনা তবু ঘড়িতে এলার্ম দিয়ে রাখি ঠিকই----সেটাই আশা ৷


 

৪৷ 

প্রতিদিন কতকিছুর পরিকল্পনা করি আমরা আগামীকালের জন্য যখন কোন ধারণাই নেই ভবিষ্যতের ----সেটাই আত্মবিশ্বাস ৷


 

৫৷

পৃথিবীর চারদিকে কত শত দুঃখ-কষ্ট দেখি তবু আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই ----সেটাই মাত্রারিক্ত আত্মবিশ্বাস ৷

 

 

 

হা হা হা হা হা হা হা হা হা

সূত্রঃ জোকার

 

Likes Comments
০ Share

Comments (4)

  • - লুৎফুর রহমান পাশা

    ভালো

    • - চারু মান্নান

      dhonnobadh, kobi,,,,,,,,,