Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রব্বানী চৌধুরী

১০ বছর আগে লিখেছেন

আসব যাব চিরদিনের সেই আমি

বেশ চেষ্টা ও অপেক্ষার পর আমার প্রফাইলের লোগোটি (অ আ) আজ সঠিক ভাবে আপলোড হয়েছে। প্রিয় নক্ষত্র ব্লগের সন্মানিত সকল নুতন ও পুরাতন ব্লগারের প্রতি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। মাঝে মাঝে ও নিয়মিত ভাবে নানান পোষ্ট নিয়ে হাজির হতে পারব এই আশাবাদ রইলো।

নক্ষত্র ব্লগের সূচনা যাত্রার প্রায় শুরু থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ্ ভাবে সংযুক্ত থাকার পরেও কোন পোষ্ট দেওয়া হয় নি। আমরা কেউই রবীন্দ্র নাথের মত করে কথা বলতে পারি না তবু কবি গুরুর মত করে বলতে বড় ইচ্ছা করে - " আসব যাব চিরদিনের সেই আমি..........."

Likes ১৯ Comments
০ Share

Comments (19)

  • - কামাল উদ্দিন

    এমন গল্প বার বার পড়েই ভালো লাগে। ১ম মন্তব্যকারী হিসাবে আমি অবশ্যই পুরস্কারের দাবীদার

    • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

      আমার পুরস্কারের সাথে আপনার পুরস্কার কাটাকাটি হয়ে শোধ বোধ। ঠিক আছে কামাল ভাই?

    • Load more relies...
    - গোলাম মোস্তফা

    সালাম হেনা ভাই কামন আছেন 

    রাতে পড়ব লেখাটা 

    • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

      ওয়ালাই কুম আস সালাম। অবশ্যই পড়বে। তুমি না পড়লে তো আমার ভালো লাগবে না ভাই। তোমরা আমার এত কাছের মানুষ বলে মনে হয় যে.........।

    - মোহাম্মদ জমির হায়দার বাবলা

     

    William Shakespeare নিজেই Demonology বিশ্বাস করতেন বলেই তাঁর প্রতিটি অনেক বিখ্যাত নাটকে Supernatural  অনেক চরিত্র থাকতো। আগের দিনে এসব ঘটনা প্রায় শুনা যেতো। তবে এখনো যে এ ধরনের অতিপ্রাকৃত ঘটনা ঘটে কিন্তু অধিকাংশ ঘটনার ব্যাখ্যা বা কারণ প্রকাশিত হয় বলে তা আর অতিপ্রাকৃত থাকে না। যে সব আত্মা অতৃপ্ত তারা সাধারণত পৃথিবীতে বিচরণ করে- বিভিন্ন ছবি এবং সিরিয়ালে দেখেছি কি জানি সত্যি কিনা?

     

    একবারে পড়ে নিলাম পুরো কাহিনি। লোভনীয় গদ্য লেখা।

     

    শ্রদ্ধা জানবেন।  

     

    • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

      প্রিয় বাবলা ভাই, আসলে ভৌতিক বা অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আমি লিখি না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলা সাহিত্যের মহীরুহ যখন 'কংকাল'-এর মতো গল্প লিখেছেন (উইলিয়াম সেকশপিয়রের কথা তো আপনি নিজেই বলেছেন), সেখানে আমার মতো পুঁটি মাছেরও একটু শখ হয়েছিল, এই আর কী। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

    Load more comments...