Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিঃসঙ্গ মেষপালক

১০ বছর আগে লিখেছেন

ক্লান্তি

আমি জানি যা কিছু না পাওয়া
যা কিছু হারানো, যা কিছু নষ্ট 
সমস্তই আমার জন্যে, প্রগাড় ভাবে আমার জন্যে

ছেলেবেলায় একবার দূর থেকে দেখছিলাম
বাবা ফিরছে
দৌড়েছিলাম বাবার আগে বাসায় ফিরব বলে
মাকে বলব বলে

আমার বলা হয়নি
আমি আসার বহু আগেই বাবা এসেছিলেন
মাকে বলছিলেন আমার কথা

একবার ইশকুলে প্রথম হয়েছিলাম
ভেবেছিলাম সবার আগে আমিই বলবো
বাতাসের গায়ে ভেসে ছুটেছিলাম
পৌঁছানোর আগেই আমি পড়েছিলাম পথে

মাকে বলা হয়নি
আমার প্রথম হওয়ার শত শত গোপন কথা
অজস্র আনন্দ, আমার আকুলতা

তারও বহু পরে এক শাদা সালোয়ারে নিপুণ কিশোরী
একটা ভেজা মন, কিছু গল্প
ভেবেছিলাম বলবো, এইতো ওপারেই সে

আমার শোনানো হয়নি সে গল্প
আমার ক্লান্ত পা তার পিছু যেতে পারেনি
আমাকে থামিয়েছিল মাঝ রাস্তায়

তারপর
একটা ক্লান্ত শতাব্দী শেষে নক্ষত্রে ভেজা রাতে
তুমি এসেছিলে নিজে মৃতদের শহরে নেমে আসা পরীর মত
ছুয়েছিলে আমাকে, বলেছিলে
চলো, দৌড়াই
আমি আবার দৌড়েছিলাম, তুমি চেয়েছো বলে

আমি পারিনি
ক্লান্তি আমাকে আরও গাড় ভালবাসায় নিষিক্ত করেছিল
আমি বসেছিলাম শুধু তুমি আসবে বলে
এসেছিলে তুমি, সত্যিই এসেছিলে
শুধু হাত জুড়ে ছিল অন্য হাতের রেখা

Likes Comments
০ Share

Comments (1)

  • - লুৎফুর রহমান পাশা

    বাহ দারুন। ছবিতে সুন্দর ভ্রমন হয়ে গেলো। নিয়মিত লিখবেন আশাকরছি।

    • - সালাহ্‌ আদ-দীন

      ধন্যবাদ পাশা ভাইয়া। হুম নিয়মিত লেখার চেষ্টার কোন ত্রুটি থাকবেনা, ইনশাআল্লাহ্‌।  

    - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    প্রথমেই তোমাকে নক্ষত্র ব্লগে শুভেচ্ছা আর সুস্বাগতম। চমৎকার তোমার ভ্রমন পোষ্টটি, যেমনি সুন্দর তোমার তোলা ছবিগুলো তেমনি তোমার চমৎকার বর্ণনা। বেশ ভালো লাগলো। অন্নেক শভকামনা রইলো।

    • - সালাহ্‌ আদ-দীন

      অনেক অনেক ধন্যবাদ প্রিয় বড় আপি।  এখানে লিখতে পেরে ভাল লাগছে। আর প্রিয় মুখ দেখেই উৎসাহ পাচ্ছি। 

    - সনাতন পাঠক

    অসাধারণ পোষ্ট। খুব ভালো লেগেছে ভাইয়া।

    • - সালাহ্‌ আদ-দীন

      কৃতজ্ঞতা আনাকে অসাধারণ এই মন্তব্যটির জন্যে। ভাল থাকুন সতত। 

    Load more comments...