Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিঃসঙ্গ মেষপালক

১০ বছর আগে লিখেছেন

নারী

আমার ভালো লাগতো
তোমার কপালে ঘামে আর ধুলোয় মাখামাখি চিটচিটে চুল
আমার ভালো লাগতো
তোমার নাকের ভাজে জমে থাকা কালচে দাগ
তোমার গালে লেগে থাকা হলদে সবুজ ময়লা
তোমার চোখের নিচে কালশিটে

আমি মুছে দিতাম তোমার কপালের ঘাম
সরিয়ে দিতাম তোমার এলো চুল
তোমার চিবুকে লেগে থাকা শহুরে ধুলো
ব্যস্ত সড়কের কালো ধোঁয়া
কিংবা রোদে পুড়ে একাকার মুখ
আমার ভালো লাগতো
ভীষণ ভালো লাগতো

সোডিয়াম আলোয় তুমি স্বপ্নিল
অন্ধকার সন্ধ্যায় তুমি আরও রঙ্গিন
আর আমার হাতে লেগে থাকা
তোমার এলো চুলের গন্ধ

তোমার মাঝে খুঁজে পেতাম আমাকে
তুমি আমার মানুষ
ব্যস্ত শহরের ভিড়ে আমার মানুষ

তুমি আমার স্বপ্ন ছিলেনা
তুমি ছিলে আমার চায়ের কাপ
আমার হাতে জ্বলে থাকা সিগারেট
আমার ছবির রঙ আমার ক্যানভাস
তুমি ছিলে মানুষ, সব কিছু ছাড়িয়ে একজন মানুষ

আজ তোমার কপালে ঘাম জমেনা
আজ তোমার নাকের ভাজে নেই কোন দাগ
নেই তোমার মুখে কালো ছোপ ছোপ
কালশিটে ছাপিয়ে গাড় মেকাপের রঙ
আজ তোমার শরীর জুড়ে কামনিয় গন্ধ
তোমার চোখে কালো রোদ চশমা

বহুকাল আগে খুঁজে পাওয়া সেই মানুষ নেই
তুমি আর মানুষ নেই
তুমি এখন কেবলই শরীর সর্বস্ব নারী
সবকিছু ছাপিয়ে সব রঙ মুছে
তুমি শুধুই শরীর সর্বস্ব নারী

Likes Comments
০ Share

Comments (7)

  • - লুব্ধক রয়

    শুভেচ্ছা

    সুন্দর কবিতা।

    জ্বলমল > ঝলমল হবে মনে হয় । 

    • - এই মেঘ এই রোদ্দুর

      ধন্যবাদ লুব্ধক ভাইয়া

    - কামরুন নাহার ইসলাম

    "শিশিরের মুক্তো অথবা শীতের সকালের মিষ্টি রোদ,
    এরা আমার আপন হয় না আর
    এসব আমার জন্য নয়
    দু:খীদের সাথী কেউ হয় না"-----

    প্রকৃত বন্ধু দুখের সাথী হয়।

    ভাল লেগেচগে কবিতাটি, ভাল থাকুন।

    • - এই মেঘ এই রোদ্দুর

      হুম । ধন্যবাদ আপি

    - ঘাস ফুল

    প্রভাতের হাওয়া, ভোরের শিশির;
    শিশিরের মুক্তো অথবা শীতের সকালের মিষ্টি রোদ 

    এরা সবাই দুঃখীদের সঙ্গী আর সুখীদের আনন্দের উপসর্গ। আপনার উল্টো বললাম। মনে হয় নিজেরটা বিবেচনা করে বলেছি। তবে কবিতা ভালো লেগেছে রোদ্দুর। শুভেচ্ছা সতত। 

    ছবি কিভাবে দিলেন? আমি যে পারছি না। 

    • - এই মেঘ এই রোদ্দুর

      হেহেহে কথা সত্য ঘাসফুল । অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভাল থাকবেন হামেশাই

    Load more comments...