Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নিঃসঙ্গ মেষপালক

১০ বছর আগে লিখেছেন

অতঃপর আমরা

বিচ্ছিন্ন শব্দমালা আছড়ে পড়বে সুউচ্চ রেখায়,

অসীম শূন্যতায় শেষ জালটুকু ছিড়ে নিয়ে

আজন্ম স্বপ্নের তলদেশে কিংবা দিগন্ত রেখায়।

 

সময়ের শেষ সূর্য তখনও হাতছানি দিয়ে যাবে

অবিরাম বেঁচে থাকার গল্প শোনাতে,

যেখানে সমস্ত আকাঙ্ক্ষা ঘিরে বাঁচে কোন শবে।

 

উৎক্ষেপণ আর প্রতিফলন প্রান্তিক সীমারেখা।

বাতাসের আর্তনাদে লুকিয়ে লুকিয়ে

অনন্ত আকাশের একলা একা ভেসে থাকা। 

 

সেখানে কোথায় তুমি কিংবা আমি অথবা আমরা-

ধুসর নীল পাখিরা শুধু কল্পনাতেই,

মূলত সাগরে এলবাট্রস, একা শুধু নাবিকেরা।

 

স্রষ্টা কেবলই শবেদের ইচ্ছাপূরণের গল্পে মগ্ন;

গল্প দিন শেষে কেবলই রুপকথা।

পরীরা কখন কোথায় আমাদের জন্য?

 

আমাদের রাজা প্রতিদিন হেডিস ই হয়;

ডায়ানিসাসেরা গল্পের শেষে আসে,

আমাদের সন্ধ্যা পাহাড়ের চুড়োয় ।

Likes Comments
০ Share

Comments (2)

  • - মাসুম বাদল

    খুব খুব ভাললাগা জানালাম...

    • - চারু মান্নান

      কবি ভাইকে আমার বসন্ত ভালোবাসা

    - নাজমুল হক পথিক

    চারু মান্নানের কবিতা আমার হৃদয় ছুঁয়ে গেছে ।

    • - চারু মান্নান

      কবি ভাইকে আমার বসন্ত ভালোবাসা