Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফেরদৌসা রুহি

১০ বছর আগে লিখেছেন

একটা ভোট দিলে কি এমন ক্ষতি

নক্ষত্র ব্লগে চলছে ‘’সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা’’। সম্মানিত বিচারকগণের নির্বাচিত লেখাগুলো ব্লগারদের ভোটের মাধ্যমে ১ম, ২য় ও ৩য় বলে গন্য হবে।

কিন্তু যে বিষয়টা আমার কাছে সবচেয়ে অবাক লাগে তা হচ্ছে, নির্বাচিত পোস্ট গুলোতে ব্লগারদের ভোট দানে অনীহা। এটা ঠিক অনীহা নাকি আমাদের হীনমন্যতা বুঝতে পারছিনা।যেখানে সব সময় ব্লগে ৭০/৮০জন ব্লগার নিয়মিত অনলাইনে থাকেন সেখানে ২০ বা ২৫ টা ভোট পেয়েই একজন ব্লগারকে ১ম স্থানে আসতে হচ্ছে।

যারা নিয়মিত ব্লগে পোস্ট দিচ্ছেন বা অনিয়মিত ভাবেই ব্লগে বিচরণ করেন, অন্য ব্লগারের পোস্টে গিয়ে একটা ভোট দিলে কি এমন ক্ষতি হয়। অবস্থা দেখে মনে হয় , আমার পোস্ট নির্বাচিত হয়নি আমি আরেকজনের পোস্টে ভোট কেন দিব। অথবা আমার ভোট পেয়ে আরেকজন নির্বাচিত হয়ে যাবে থাক ভোট দিবই না।

আমি ব্যস্ততার কারনে ব্লগে এখন নিয়মিত হতে পারছিনা কিন্তু সময়ে সময়ে এসে ঠিকই ৩টা ক্যাটাগরির ৯টা পোস্টে ভোট দিয়ে যাচ্ছি। ভেবেছিলাম অনেক কিছুই লিখব কিন্তু যেকথা গুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল শুধু তাই বললাম। বাকি কথা অন্যকোন দিন।

Likes ৪৩ Comments
০ Share

Comments (43)

  • - জাকিয়া জেসমিন যূথী

    দারুন!!! 

    লাইনের স্টাইলটা খুব পছন্দ হলো।

    • - আযহা সুলতান

      অনেক অনেক ধন্যবাদ বোন, ভাল আছেন? ......