Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

কোল্লাপাথর শহীদ সমাধি


১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে যারা আমাদের জন্য নিজের জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এরকম ৫০ জন শহীদের সমাধি স্থল । উচু উচু অসংখ্য পাহাড় আছে পর্যটকদের জন্য অসংখ্য দর্শনীয় স্থান। পাহারের উঠলেই দেখা যাবে ভারতের ত্রিপুরা রাজ্য অনেক কিছু ।সমাধি স্থলে যাওয়ার পথে দেখতে পাবেন সালদা গ্যাস ক্ষেত্র। দুই পাহারের মাঝে রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে সমাধি স্থলে। সত্যিই খুবই অপরুপ দৃশ্য না দেখলে বিশ্বাস-ই করবেনা ।


যেভাবে যাবেনঃ
কুমিল্লা এবং বি-বাড়ীয়া দুই দিক থেকে যাওয়া যায়। যারা কুমিল্লা থেকে যেতে চান তারা ,কুমিল্লা শহরের কেন্দ্রিয় ঈদগাঁ কাছ থেকে সি.এন.জি করে বাগরা বাজার ব্রিজ এর কাছে নামবেন।সি.এন.জি ভাড়া ৫০-৬০ টাকা রাখবে।আর মনে রাখবেন সি.এন.জি আর সামনে যাবেনা এটাই সর্বশেষ ষ্টপিজ। ব্রিজ পার হয়ে নয়নপুর বাজার থেকে রিষ্কা অথবা ব্যাটারি চালিত অটোরিষ্কা করে সমাধি স্থলে যাওয়া যায়।

বি-বাড়ীয়ার কাউতলী বাস ষ্ট্যান্ড থেকে বাস আথবা সি.এন.জি করে আপনি নয়নপুর বাজার আসতে পারেন। ভাড়া লাগবে বাস -৫০ টাকা আর সি.এন.জি ৮০-১০০ টাকা । দূরত্ব -৫৪ কি.মি