Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজা রাজ্য নীতি

১০ বছর আগে লিখেছেন

দুষ্টু মাঝির চেয়ে শূন্য নৌকা অনেক নিরাপথ

কক্সবাজার সদরে চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থীর বিজয়,ভাইস চেয়ারম্যান পদেও জামায়াত প্রার্থীর বিজয়,নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীর...সব কিছুর জন্য নিজেরাই কম বেশি দায়ী ............। জনৈক আওয়ামীলীগ নেতার হাবভাব দ্যাখা মনে হই ঘরের ভেতর চোরের বাসা সেথা ক্যামনে বসত করিরে ............।। নিজেদের আত্মবিশ্বাস না থাকাই রাজাকার রা বারেবারে সুযোগ নেই।। এই ব্যর্থতা নিজেদের...।। ভালই তো একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছিলও তা হল বাংলাদেশ আওয়ামীলিগ স্বাধিনতার পক্ষের শক্তি না রাজাকারের সপক্ষের শক্তি ? কারা আজও মুখে নৌকা ভিতরে বিষ ছড়ান জানি না ? কারা সেই নৌকার দুষ্টু মাঝি ? মনে হই দুষ্টু মাঝির চেয়ে শূন্য নৌকা অনেক নিরাপথ.........।ভাই স্থানীয় নির্বাচনে কোনও দল কিন্তু সরাসরি দলীয় প্রার্থী দেন না...............। ফরমালিন ফ্রী আঃ লীগ ছাই...। আমারা সবাই দিনদিন এতো বাক্তিসারথ নিয়া ভাবছি জনস্বার্থ দলীয় স্বার্থ নিয়া ভাবার সময় থাকে না......। ফরমালিন দিয়া মাছ,তরকারি টাটকা রাখছি সেখানে যদি মা , মাটি , মানুষ চিন্তা করতাম তবে কখনও ফরমালিন ব্যাবহার করতাম না ...।। আমরা কি একবার ও ভাবছি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি............।> 0 থেকে বুড়া সাওবারে ভিনেগার দিয়া গোসল করাই দেশ ও জাতিকে ফরমালিন মুক্ত করি.........।। ভোট যেমন আপনার নাগরিক অধিকার তেমনি পরস্পরিক বিশ্বাস ও আপনার আমার অধিকার...............আমরা যদি নিজেদের ঠিক করতে না পারি তবে রাজনিতিবিদ বল আর সেই মহান রাজ্য নীতি ই বল কিছুই ঠিক হবে না.........।। এই রাজ্যের নীতি নেই বলে আজ আমাদের এই বেহাল দশা...............।খ্যামতা এমন যে গদিতে থাকলে সব রঙ্গিন দ্যাখা যাই.........।। সাদা তো সাদা আর কাল তো কাল...............ভালই হচ্ছে তবে হারাইয়া বুজার মধ্যে মজা নাই...

Likes Comments
০ Share

Comments (1)

  • - জোকার ৫৩

    আপুনির বাচ্চাগুলান বারি চমৎকার ৷

    • - এই মেঘ এই রোদ্দুর

      :) :) থ্যাংক্স

    - আলমগীর সরকার লিটন

    আপা

    ভাল আছেন তো

    বইমেলার ছবিগুলো বেশ লাগল

    শুভ কামনা রইল -----

    • - এই মেঘ এই রোদ্দুর

      আমি ভাল আছি আপনি?

    - লুৎফুর রহমান পাশা

    ভালো ভালো

    • - এই মেঘ এই রোদ্দুর

      জি জি :) :)

    • Load more relies...
    Load more comments...