Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজা রাজ্য নীতি

১০ বছর আগে লিখেছেন

ফেসবুক প্রোফাইল , ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মধ্যে তুলনা :

ফেসবুক পেজঃ
কোন কোম্পানীর ব্রান্ডিংয়ের জন্য কোম্পানীর নামে পেজ তৈরি করতে হবে। অফিসিয়াল সকল নোটিশগুলো এখানে পোস্ট করতে হবে। পেজে শুধুমাত্র অ্যাডমিন পোস্ট করতে পারে। অ্যাডমিন হিসেবে এখানে পেজের নাম দেখায়, কোন ব্যক্তির নাম প্রকাশ পায়না। পেজের ফ্যানরা অ্যাডমিন কর্তৃক দেয়া বিভিন্ন পোস্টে কমেন্ট করতে পারে কিংবা Message অপশনের মাধ্যমে কোম্পানী সম্পর্কে যেকোন প্রশ্ন করতে পারে।

ফেসবুক প্রোফাইলঃ
অনেকে কোম্পানীর নামে প্রোফাইল তৈরি করে। এটা কখনও করবেননা। কারণ এটি মানুষের মাঝে বিরক্তের কারন তৈরি করে এবং অন্যদেরকে এ প্রোফাইলের সাথে ফ্রেন্ড হতে নিরুৎসাহিত করে। এক্ষেত্রে উচিত হবে, ব্যক্তির নামে প্রোফাইল তৈরি করা এবং তাদেরকে এ কোম্পানীর স্টাফ হিসেবে দেখানো। কারন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ব্যক্তিকে দেখেই কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতি মানুষদের আস্থা তৈরি হয়। সুতরাং ব্যক্তিকে জনপ্রিয় করাটাও ব্যবসার মার্কেটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রিকস। যেমনঃ রাজিব ভাই e-toletbd.com এ আছেন বলে অনেকে E-To-Let কে ব্যবহার করছেন ।

ফেসবুক গ্রুপঃ
ব্যবসায়িক পণ্যের কিংবা সেবার নামে গ্রুপ তৈরি করতে পারেন। অর্থাৎ যদি আপনার প্রতিষ্ঠান To LET সার্ভিস দিয়ে থাকে, তাহলে E-tolet এ নামে একটি গ্রুপ তৈরি করতে পারেন। এ গ্রুপে বিভিন্ন To-Let সম্পর্কিত পোস্ট থাকবে। যারা E-To-Let কাজ পছন্দ করে, তাদের নিয়ে এটি একটি কমিউনিটি হবে।

আরও বিস্তারিত জানতে ভিসিট করুন ঃ https://www.facebook.com/e.tolet
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    পোষ্টটা পড়লাম বেশ লাগল দাদা

    শুভ কামনা রইল-----

    • - খোন্দকার আব্দুল্লাহ মাহমুদ

      আপনাকেও ধন্যবাদ

রাজা রাজ্য নীতি

১০ বছর আগে লিখেছেন

দুষ্টু মাঝির চেয়ে শূন্য নৌকা অনেক নিরাপথ

কক্সবাজার সদরে চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থীর বিজয়,ভাইস চেয়ারম্যান পদেও জামায়াত প্রার্থীর বিজয়,নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীর...সব কিছুর জন্য নিজেরাই কম বেশি দায়ী ............। জনৈক আওয়ামীলীগ নেতার হাবভাব দ্যাখা মনে হই ঘরের ভেতর চোরের বাসা সেথা ক্যামনে বসত করিরে ............।। নিজেদের আত্মবিশ্বাস না থাকাই রাজাকার রা বারেবারে সুযোগ নেই।। এই ব্যর্থতা নিজেদের...।। ভালই তো একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছিলও তা হল বাংলাদেশ আওয়ামীলিগ স্বাধিনতার পক্ষের শক্তি না রাজাকারের সপক্ষের শক্তি ? কারা আজও মুখে নৌকা ভিতরে বিষ ছড়ান জানি না ? কারা সেই নৌকার দুষ্টু মাঝি ? মনে হই দুষ্টু মাঝির চেয়ে শূন্য নৌকা অনেক নিরাপথ.........।ভাই স্থানীয় নির্বাচনে কোনও দল কিন্তু সরাসরি দলীয় প্রার্থী দেন না...............। ফরমালিন ফ্রী আঃ লীগ ছাই...। আমারা সবাই দিনদিন এতো বাক্তিসারথ নিয়া ভাবছি জনস্বার্থ দলীয় স্বার্থ নিয়া ভাবার সময় থাকে না......। ফরমালিন দিয়া মাছ,তরকারি টাটকা রাখছি সেখানে যদি মা , মাটি , মানুষ চিন্তা করতাম তবে কখনও ফরমালিন ব্যাবহার করতাম না ...।। আমরা কি একবার ও ভাবছি নিজের পায়ে নিজেই কুড়াল মারছি............।> 0 থেকে বুড়া সাওবারে ভিনেগার দিয়া গোসল করাই দেশ ও জাতিকে ফরমালিন মুক্ত করি.........।। ভোট যেমন আপনার নাগরিক অধিকার তেমনি পরস্পরিক বিশ্বাস ও আপনার আমার অধিকার...............আমরা যদি নিজেদের ঠিক করতে না পারি তবে রাজনিতিবিদ বল আর সেই মহান রাজ্য নীতি ই বল কিছুই ঠিক হবে না.........।। এই রাজ্যের নীতি নেই বলে আজ আমাদের এই বেহাল দশা...............।খ্যামতা এমন যে গদিতে থাকলে সব রঙ্গিন দ্যাখা যাই.........।। সাদা তো সাদা আর কাল তো কাল...............ভালই হচ্ছে তবে হারাইয়া বুজার মধ্যে মজা নাই...
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - জোকার ৫৩

    আপুনির বাচ্চাগুলান বারি চমৎকার ৷

    • - এই মেঘ এই রোদ্দুর

      :) :) থ্যাংক্স

    - আলমগীর সরকার লিটন

    আপা

    ভাল আছেন তো

    বইমেলার ছবিগুলো বেশ লাগল

    শুভ কামনা রইল -----

    • - এই মেঘ এই রোদ্দুর

      আমি ভাল আছি আপনি?

    - লুৎফুর রহমান পাশা

    ভালো ভালো

    • - এই মেঘ এই রোদ্দুর

      জি জি :) :)

    • Load more relies...
    Load more comments...