Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফায়েজ মাহ্‌দী

১০ বছর আগে লিখেছেন

যে চিঠিটা তোমাকে দিতে চেয়েছিলাম!

তোমার চিঠিটা আমার হাতে। খুব যত্নে রেখেছি, যাতে ভিজে না যায়, ছিঁড়ে না যায়, ভাঁজ না পড়ে।
তুমি জানতে চেয়েছো আর কাওকে ভালোবেসেছি কিনা? তুমি জানতে চেয়েছো এখনও সেইসব গান শুনি কিনা? পুরনো ছবিটা এখনও আছে কিনা?
শোন তবে বলি-- আমি তোমাকেই আবার ভালোবেসেছি,
আমি সেই গানগুলো আর গান শুনি না,
পুরনো ছবিটা আরও পুরনো হয়ে গেছে। 

...কিন্তু মনের ছবিটা প্রতিদিন আরও একটু একটু করে ঝলমলে হচ্ছে, সেই পুরনো গানগুলো মনের ভেতর সকাল দুপুর তুমুল আলোড়ন তুলে যায়।
বারবার ভুলতে যেয়েও আবার আরও ভালোবেসে ফেলি।
শুনেছি তোমার ঘর আলো করা অতিথীটার নামটা নাকি আমার নামের সাথে মিল করে রেখেছ।
এসব কেন করো? 
কেন আড়ালে মুছে যাওয়া ভালোবাসাকে আবার সামনে এনে আমার শুকিয়ে যাওয়া আবেগের নদীতে আবার জোয়ার আনো?
আর কতভাবে তুমি আমাকে ভালোবাসবে? আর কত ঋণী করবে আমায়?

কখনও কিছু তোমাকে দিতে পারিনি। আজকে এইটুকু বলি-
আজকের মতো যদি আমি থাকতাম, তাহলে তোমাকে ছিনতাই করে দূর কোন দেশে গিয়ে সুখ খুঁজতাম। 
বড্ড অসময়ে তুমি আমি আপন হয়েছিলাম। বড্ড বেশি ভালোবেসেছিলাম।

এই মেয়ে! আবার কেঁদে ফেলো না যেন। ....... তুমি রবে নিরবে, হৃদয়ে মম ।

Likes Comments
০ Share

Comments (3)

  • - লুৎফুর রহমান পাশা

    জানিনা কবে আমরা আলোর মুখ দেখবো।

    • - মোজাম্মেল কবির

      তবুও আমরা থাকি আলোর অপেক্ষায়। ধন্যবাদ পাশা ভাই।

    - সনৎ ঘোষ

    ভাই মোজাম্মেল,আপনার লেখাটি আমার ভাল লেগেছে।চোর আর ডাকাতের শ্রেণিবিভাগ আছে।ছোট চোরেরা তাদের পেটের দায়ে চুরি করে আর বড়রা করে কেন?ডাকাতদের বেলায়ই একই কথা।জবাবটা আমরা কম বেশি সবাই জানি।

    আমাদের সোনার বাংলাকে আমরা স্বর্গ বানাতে পারতাম যদি এদেশে চোর আর ডাকাত(ছোট না বড়) না থাকতো।এ দেশের সাধারণ মানুষ সোনার মানুষ।তারা উদয়াস্ত মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়,তারা কোনো দুর্নীতি করেনা,শ্রমিকরা তাদের কাজে ফাঁকি দেয়না,তারা জীবনিশক্তি ক্ষয় করে উৎপাদন করে।বিদেশে আমাদের লোকেরা এদেশে তাদের পরিবার পরিজন ফেলে রেখে কষ্ট করে জমানো বৈ্দেশিক মুদ্রা এদেশে প্রেরন করেন।আর এদেশের বড় বড় চোর,ডাকাত ও লুটেরারা তা লুটে পুটে খায়।দেশের প্রতি,মানুষের প্রতি ওদের কোনো দয়া মায়া নেই।এই লোভের লালসার রসনা লম্বা হতে হতে এখন আকাশ ছুঁয়েছে।দেশটার উন্নতি হবে কিভাবে?

    আপনি প্রশ্ন করেছেন কতদিন লাগবে আমাদের অবস্থার পরিবরতন হতে?এভাবে চললে আগামী পাঁচশ বছর তো লাগবেই।বলতে পারেন যে আমি এতো নিরাশ কেন? শুধু শুধু আশাবাদী হয়ে লাভ কী?অপেক্ষা করুন না যতদিন বললাম,আর তার আগেই যদি হয়ে যায় তো ভালো কথা।আশা করা খুবই ভালো জিনিষ।

    • - মোজাম্মেল কবির

      অনেক ধন্যবাদ দাদা বিশ্লেষণ ধর্মী মন্তব্যের জন্য। মন্তব্যে অনেক কিছুই নিথুত ভাবে তুলে এনেছেন। যেভাবে আমরা সবাই ভাবতে পারি না...

      এ দেশের সাধারণ মানুষ সোনার মানুষ।তারা উদয়াস্ত মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়,তারা কোনো দুর্নীতি করেনা,শ্রমিকরা তাদের কাজে ফাঁকি দেয়না,তারা জীবনিশক্তি ক্ষয় করে উৎপাদন করে।বিদেশে আমাদের লোকেরা এদেশে তাদের পরিবার পরিজন ফেলে রেখে কষ্ট করে জমানো বৈ্দেশিক মুদ্রা এদেশে প্রেরন করেন।আর এদেশের বড় বড় চোর,ডাকাত ও লুটেরারা তা লুটে পুটে খায়।দেশের প্রতি,মানুষের প্রতি ওদের কোনো দয়া মায়া নেই।এই লোভের লালসার রসনা লম্বা হতে হতে এখন আকাশ ছুঁয়েছে।দেশটার উন্নতি হবে কিভাবে?

      তার পরও আমাদেরকে ভালো দিনের অপেক্ষায় না থেকে উপায় নেই। ভালো থাকুন ঘোষদা। 

    - ঘাস ফুল

    চোর ডাকাত লম্পট বাটপারে ভরে আছে আমাদের গোটা সমাজ, আমাদের দেশ। কেউ মুখোশধারী আর কারো মুখ উন্মোচিত। যাদের মুখ উন্মোচিত, তারা ছোট খাটো চোর বা ডাকাত অথবা লম্পট কিংবা বাটপার। কিন্তু যারা মুখোশধারী, তাদের বাস আমাদের সমাজের উঁচু তলায়। তাদের বিলাসী জীবন সাধারণ মানুষের রক্ত পানি করা টাকায় চলে। সভ্য হতে কতদিন লাগবে বলা মুশকিল, তবে সভ্য হতে হলে সর্বপ্রথম আমাদের ভিতরের মানুষটাকে জাগিয়ে তুলতে হবে, জাগিয়ে তুলতে হবে আমাদের বিবেক বুদ্ধি আর মনুষ্যত্বকে।  বিশ্বাস করতে হবে মানুষ মানুষের জন্য। আর মানবতা যেখানে বিপন্ন সেখানে আমাদের হাত প্রসারিত করতে হবে ভালোবাসায় আর নির্ভরতায়। তবেই যদি আমরা সভ্য হতে পারি। লেখাটা অনেক ভালো লাগলো কবির ভাই। এই ব্লগে আপনাকে পেয়ে বেশ আনন্দ হচ্ছে। শুভেচ্ছা সতত। 

    • - মোজাম্মেল কবির

      মুখোশ যদি ঢাকা থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নেই অন্তত সম্মানের ভয় আছে। আর সেটা না থাকলে বলি নির্লজ্জ। আজকাল আর মুখোশ ফেলে নির্লজ্জের মহোৎসব চলছে। যত দিন না ভিতরের মানুষটাকে জাগিয়ে তুলতে পারবো আমরা তত দিন জাতির মুক্তি আসবে না। তবে তেমন পরিবর্তনের জন্য প্রজন্ম পরিবর্তন হতে হবে। আমি খুব আশায় থাকি। এই জাতির পরিবর্তন এক দিন আসবেই।

      আমারও অনেক ভালো লাগছে নক্ষত্রের মেলায় আপনাকে পেয়ে।

    Load more comments...