Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ক্যানভাস

১০ বছর আগে লিখেছেন

বিদ্রোহী দাবানল

যেখানে তুমি অন্যায়-অসত্য,

যেখানে তুমি উশৃংখল,

সেখানে আমি ধারাল মসি,

সেখানে আমি দাবানল।

 

তোমারে রহিব সহসা আমার,

তীক্ষ্ন অভয় লেখনীতে।

অথবা তোমারে নগ্ন করিব,

পথে-ঘাটে, সীমাহীন জনস্রোতে।

 

তোমারে হটাতে জন্ম দেবো,

দুর্জয় সাহসী বীর,

অশান্ত সে মাতৃগর্ভে,

অপেক্ষায় সে অধীর।

 

তোমারে থামাতে জাগাবো আবার,

সুচিন্তিত সেই বিবেক।

এতদিন যে ঘুমন্ত ছিল,

লুকায়িত ও নির্বাক।

 

ক্লান্তহীন আমি, ছুটে যাব,

তপ্ত মরুপ্রান্তরে।

বহমান আমি, বয়ে যাব,

যুগ থেকে যুগান্তরে।

 

ফিরবো আমি বারেবারে,

জন্ম থেকে জন্মান্তরে।

আমৃত্যু আমি, বেঁচে রব,

লোকমনে, লোকান্তরে।।

 

নির্ভীক কলম আমি, বিদ্রোহী দাবানল,

তোমারে রহিতে মগ্ন আমি, দুর্নিবার চিরকাল।

Likes Comments
০ Share

Comments (5)

  • - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

     সত্যিই মানুষগুলো অদ্ভুত। সুন্দর কবিতা। ধন্যবাদ, বৈশাখী ঝড়।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ অফুরান শ্রদ্ধেয়

    - বাংলার পাই বাপা

    খুব খুব ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।

    • - মোকসেদুল ইসলাম

      ভাল লেগেছে জেনে খুশি হলাম

    - মাসুম বাদল

    খাটি কথা বলেছেন ভাই... 

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ কবি