Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ক্যানভাস

৯ বছর আগে লিখেছেন

একদিন আমিও শীতল হবো...

একদিন আমিও শীতল হবো...   শেষ খেয়ার যাত্রী হয়ে নিরবতার অন্তিম অরণ্যে, কোন একদিন আমিও হারিয়ে যাবো। চিরকালের পথ ধরে সব প্রহর অতীতে ফেলে, কোন একদিন আমিও শীতল হবো।   পুরনো বসতির রুগ্ন দেয়ালে, জায়গা করে নেবো, ধাতব ফ্রেমে বাঁধা এক টুকরো ছবি হয়ে। বহমান কালের রঙিন পাতা থেকে, কোন একদিন আমিও মুছে যাবো। উড়তে থাকা ধুলোর মলাটে, ধুলির আধার হয়ে।   অভিমানে ডানা ছড়াবে, আঙিনার থাকা বটের নিষ্প্রান শাখাগুলি। চেনা পথের বুক থেকে একে একে বিলীন হবে, মিশে থাকা আমার সকল ধুসর পদধুলি।   গৃষ্মের দুপুর নিজেই ক্লান্ত হবে। নদীর ঘাটে আনমনে বসে, কল্পনার তুলিতে রাঙাবোনা আর, গহীন দেয়ালে থাকা আমার অবুঝ চিত্রপট। বরষার শীতল রাতে, জানালা খুলে দুহাত বাড়াবোনা আর। কেঁদে কেঁদে সে ঝরে যাবে অঝরে, ভিজিয়ে যাবে চিরচেনা আমার সকল পথঘাট।   আমায় সাথে নিয়ে যে শরতের বিকেল, ছবি আঁকে সীমানাহীন আকাশ জুড়ে, সেই শরতই একদিন সুনীল হবে, মেঘের ভেলাগুলোও ব্যাকুল হবে, খুঁজে যাবে আমায়, বিরহী বীনার সুরে।   হেমন্তের গোধুলী শীতল হবে আমায় ছাড়া। খেজুরে রসের হাড়িতে বসে শিষ দিয়ে আর আমায় ডেকে যাবেনা রাতপ্রহরী সাদাকালো ভোরের দোয়েল। শীতের ঘন কুয়াশা আমায় লুকাবেনা। পরশ বুলাবেনা আর আমার গায়ে, শিশিরে ভেঁজা সেই সোনালী উষ্ণ সকাল।   বসন্তের পাতা বৃদ্ধ হবে। ঝরে যাবে জমা স্মৃতি আপন গহীনে রেখে। সেই নিদারুন কালবেলায়। প্রানহীন হবে বসন্ত বিকেল, গাঁয়ের মাঠে সাতরাঙা ঘুড়ি উড়াবেনা, ডানপিটে সেই অবাধ্য ছেলেটি একাকী অবুঝ অবেলায়।   বয়সী বটের শাখাগুলো আর সাক্ষী হবেনা কখনো কোনকালে। বোনের সাথে খুনসুটিগুলো চাপা পড়ে রবে, আলমারির এক কোনে ছবির এ্যলবাম হয়ে। কাগুজে তরী ভাসবোনা একসাথে, চাঁদের আলোয়, সন্ধ্যার বর্ষাজলে।   প্রিয়ার অপেক্ষার চাহনি ... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    বরাবরের মত চমৎকার গল্প কিরণ দা। শুভেচ্ছা জানবেন।

    • - তাপস কিরণ রায়

      আপনাকেও শুভেচ্ছা ও ধন্যবাদ-- 

ক্যানভাস

৯ বছর আগে লিখেছেন

ঘন কুয়াশা...  উত্তরী হাওয়া যেন ধেয়ে আনে এক নির্মম শিতলতা। হয়তো একটু উষ্ণতার জন্যই আমারো ইচ্ছে জাগে, নতুন অনুভূতিতে তোমায় পাওয়ার।  মিতুদের সেই ভাঙা কয়েকটি দেয়াল। স্যাঁতসেঁতে আর শেওলা জমা তাতে। শিমের লতাগুলো তখনও গারো সবুজ। আঁধার কালোয় তোমার লুকানো আহবান। আমার উম্মত্ত ছুটে আসা। ফিরে এসে দেখি, বদলে যাওয়া সে এক ভিনজাগতিক চাহনি। যা সহজেই দেখা যায়না অন্য কোন সময়ে। দুহাত বাড়িয়ে আমায় ডেকে নেয়া তোমার বক্ষ মাঝে। ক্ষাণিক পরেই দুজন থেকে একজন। মাথার ওপাশে গজায় যেন,  নতুন দুটি মেয়েলী শীতল চোখ। তীব্র শিতলতার মাঝেও আমার ঘাড়ে তখন এক গরম নিশ্বাস। পাল্টে যাওয়া আমারো। সকল প্রকার নিয়ম পদদলিত করা এক নিমেষেই। কিছুকাল পরে আবার অনুভুতির বদল। পৃথিবী ভুলে যাওয়ার ক্ষণে অনুভূত হওয়া,  অসঙ্গায়িত এক স্বর্গীয় অনুভুতি। অতঃপর, তোমার পুনরায় ফিরে আসা,  সেই পুরনো অবয়বে।

Likes Comments

ক্যানভাস

৯ বছর আগে লিখেছেন

অপেক্ষার সেই ক্ষণে...

অপেক্ষার সেই ক্ষণে, দখিনা জানালার পাশে তুমি দাড়িয়ে, পাখি জাগার আগে হাতজোড়া বাড়িয়ে, ওপাশ থেকে বলেছিলে তখন, ভালবাসি... পাখি আজো ডেকে যায়, স্মৃতির পাতায় জেগে রয়, অমিয় সেই বর্ণমালা। খোলা রাখা হয়না আর, সেই দখিনা জানালা।   অপেক্ষার সেই ক্ষণে, দখিনা জানালায় আমি কান পেতে, এসেছিলে চুপিসারে চৈতালি রাতে, পত্রবীনার সুরে বলেছিলে তখন, ভালবাসি... পাতা আজো ঝরে যায়, সুর থেকে দূরে রয়, অমিয় সেই বর্ণমালা। খোলা রাখা হয়না আর, সেই দখিনা জানালা। continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - জাকিয়া জেসমিন যূথী

    ভাইয়া, কী হয়েছে? কোন সমস্যা? যেকোন মিডিয়াতেই আপনাকে সমালোচনা মেনে নিতে হবে। এটা যত বেশি সহ্য করে আপনি মোলায়েম হতে পারবেন, তত বেশি লেখার মান বাড়বে, সেই সাথে পাঠক ও পাবেন অনেক।

    - ধ্রুব তারা

    ভাই কি রাগ করিয়াছেন?emoticons

    - মাইদুল আলম সিদ্দিকী

    আত্মতুষ্টিই কাব্যের লক্ষ। আমি জাহান ভাইয়ার সাথে একমত।

ক্যানভাস

৯ বছর আগে লিখেছেন

শ্রাবণের শেষরাত্রি

শুভ্রতা...
আজ তো ছুটির দিন!
শ্রাবণধারা শুরু হয়েছে সেই মাঝরাত থেকে।
বর্ষা-ভেজা বকুল হাতে তুমি আসবে বলে,
পথ চেয়ে আছি।
প্রহর যেন কাটতেই চায় না।
ভোর হতে যে এখনো ঢের বাকি।
আসলে, অপেক্ষার তাড়না সে বোঝেনা।
হয়তো সে জানেই না,
প্রিয়জন সান্নিধ্যে থাকার অদৃশ্য অনুভূতি।
আর আমার সাদাকালো চোখজোড়াও,
বেহায়ার মত চেয়ে থাকে,
অপেক্ষার জানালা খুলে।
দৃষ্টি ফেলার নিয়মটি যেন,
ভুলে গেছে একেবারেই।
তুমি এসো...
আবীর রাঙা প্রভায় নিজেকে রাঙিয়ে।
বরণ করে নেবো।
নতুন একটি দিনের শুরু হবে এখানেই।
আমার ছোট্ট কুটিরে।
continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - পিয়ালী দত্ত

    ভাল লাগল...

    - মোঃসরোয়ার জাহান

    সুন্দর

    - মুন জারিন আলম

    চারু দা আমি এখন কার ও লিখায় মন্তব্য করতে পারিনা। যেসময় ভাবি আজকে নক্ষত্রে সবার লিখায় কমেন্টস করব মেয়ে দখল করে কম্পিউটার। আপনাদের সবার জন্য শুভেচ্ছা। আস্তে আস্তে সময় দিব বেশী করে। তখন আশা করি সবার লিখায় কমেন্টস করব। 

    Load more comments...

ক্যানভাস

৯ বছর আগে লিখেছেন

বৃষ্টি আজ আমার কথা রেখেছে। অথচ আমি তার কথা রাখতে পারিনি। সিক্ত হতে পারিনি তার শীতল জলে।&nbsp;<br style="color: #333333; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; line-height: 14.0799999237061px;" />কথা রাখার উপায় ছিলনা আমার। আমি হলাম চার দেয়ালের মাঝে আবদ্ধ থাকা একটা গৃহপালিত জীব।

Likes Comments
Load more writings...