Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফারজানা মৌরি

১০ বছর আগে

শুভ জন্মদিন আশরাফুল কবীর

 

 

শুভ জন্মদিন আশরাফুল কবীর
অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। আনন্দে থাকুন।

ব্লগার কবি আশরাফুল কবীরের ব্লগ বাড়ী

তার শেষ পোষ্ট - আশ্বিনের শেষ বিকেল

 

 

নক্ষত্র কার্যালয়ে সবার উদ্দেশ্যে কথা বলছেন ব্লগার আশরাফুল কবীর

 

আশরাফুল কবীর স্নাতক (সম্মান) ইংরেজি, এমএ (ইংরেজি), জাতীয় বিশ্বাবিদ্যালয়, এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পন্ন করে বর্তমানে একটি ব্যাংকে কর্মরত রয়েছেন। নিজের সম্পর্কে তিনি যা বলেন; “সাহিত্যের সকল শাখার প্রতি বিশেষ দুর্বলতা অন্তরের রন্ধ্রে রন্ধ্রে। Robert Frost তার কবিতার সম্ভার নিয়ে হাতছানি দেয় প্রতিনিয়ত। একই ভাবে William Wordsworth, Lord Alfred Tennyson, W B Yeats, T S Eliot, W H Auden, Dylan Thomas, Thomas Gray, Samuel Taylor Coleridge এবং John Keats দের কীর্তিগাথায় আন্দোলিত হৃদয় মম। বাংলা সাহিত্যের প্রত্যেক দিকপালদের প্রতি অশেষ শ্রদ্ধা, ভালবাসা ও তাদের থেকে ভবিষ্যত পাথেয় নেয়া। পুরো বাংলাকেই এক বিশাল মহাকাব্য মনে হয় যেখানে প্রতিনিয়ত সুর লহরীতে নিমজ্জমান হাজার বাউল, যার রহস্যময়তা হোমারের ইলিয়াড বা ওডিসির চেয়েও বিশাল। বাংলা সাহিত্যের এই বিশাল ক্যানভাসে আঁচড় বুলিয়েছেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস, সুকান্ত ভট্রাচার্য, ফররুখ আহমদ, শামসুর রহমান, আল মাহমুদ সহ আরো অনেকে। সকলের প্রতি অনেক অনেক ভাল লাগা, বিষ্ময়ামিশ্রিত শ্রদ্বা ও ভালবাসা । মন যেন আনমন পোষ্ট মডার্ন সাহিত্যের প্রতি।‌”

 

০ Likes ১৬ Comments ০ Share ১০৯৭ Views

Comments (16)

  • - রোদেলা

    আমিও রঙ চা দিয়া মুড়ি খামু।

    - কামাল উদ্দিন

    রাজনীতিকদের লজ্জা শরম বলে কিছু নাই, ওরা দুই কান কাটা। ঐ যে বলে এক কান কাটা হলে রাস্তার পাশ দিয়া হাটে আর দুই কান কাটা হলে রাস্তার মাঝখান দিয়া হাটে

    - ধ্রুব তারা

    ভাই আপনার পোস্টে আমি বিরক্ত হই। দুঃখিত না বলে পারলাম না।

    Load more comments...