Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাহাঙ্গীর আলম

১০ বছর আগে লিখেছেন

পথিক

পথিক

প্রভূভক্ত ধূসররঙা কুকুরটি ফুটপাত দিয়ে হাটছিল -

হঠাৎ বাঁধন ফেলে দৌড় দিল;

অতঃপর ৷

রাস্তার মাঝের ডিভাইডারে অপেক্ষারত ৷

গাড়ীর চাকার গর্জনের শব্দ,

রক্ত ৷

মূহুর্তে দাড়ালাম শিড়োদাঁড়া বেয়ে বরফের শীতল অনুভূতি !

হাঁটার সংকেত দিল সবুজ বাতি ৷

(অনুগল্প)

কৃতজ্ঞতাঃ অর্জুন

 

Likes ১৩ Comments
০ Share