Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাহাঙ্গীর আলম

১০ বছর আগে লিখেছেন

গালিবের শায়েরী- মহব্বত কি শায়েরী

৮১
অব ম্যাঁয় হুঁ অওর
মাতমে ইক্ শহরে আরজু,
তোড়া যো তুনে আইনা,
তিমসালদার থা ৷
( এখন ভগ্নহৃদয় আমি আছি আর আমার শোক, যেন আশা-আকাঙক্ষায় ভরা একটি শহর ৷ ভাঙলে সেই আয়নাই তুমি,
যাতে প্রতিবিম্বিত ছিল ছবি তোমারই ৷ )

৮২
ম্যাঁয় সাদা-দিল,
আর্জুদগী-এ-ইয়ারসে খুশ হু
য়ানী সবকে-শৌক
মুকর্রব ন হুয়া থা ৷
( আমি সাদা সরল-হৃদয়, প্রিয় তমার উদাসীনতা নিয়েই খুশী ৷ হায় রে,
মানে এখনো প্রেম আসক্তির পাঠ যে সম্পূর্ণ হয়নি আমার ! )
৮৩
বাগ পা কর খফ্ কানী,
ওহ ডরাতা হ্যায় মুঝে,
সায়া-এ-শাখ-এ-গুল
অফ ই নজর আতা হ্যায় মুঝে ৷
( তার ভালবাসায় পাগল পেয়ে আমায় দেখো, বাগিচাও কেমন
ভয় দেখায় সুবাসিত ফুলের শাখার ছায়াও যেন সর্পময় মনে হয় আমার ৷ )

৮৪
খূঁ হো কে জিগর
আঁখসে টপকা নহীঁ এয় মর্গ
রহনে দে মুঝে য়াঁ
কি অভী কাম বহুত হ্যায় ৷
( আমার বেদনাহত কলজেটা পর্যন্ত এখনো রক্ত থেকে ঝরে পরেনি হে মূত্যু, বেঁচে থাকতে দাও আমায়, কাজ আমার এখনো শেষ হয়নি ৷ )

৮৫
দুশমনীনে মেরী
খোয়া গৈরকো,
কিস্ কদর দুশমন হ্যায়
দেখা চাহিয়ে ৷
( আমার প্রতি তার এ হেন শত্রুতায়, সে যে হারিয়ে
ফেলেছে নিজেকে ৷ হায় হায় , এ কেমন শত্রুতা কেউ বলে দাও
আমায় ৷)

৮৬
ওহ্ আয়ে ঘরমে হমারে,
খুদা কী কুদরত্ হ্যায়
কভী হম উনকো,
কভী আপনে ঘরকো দেখতে হ্যায় ৷
( সে আজ আমার ঘরে এলো, ঈশ্বরের লীলা সত্যি তুলনাহীন কখনো আমি আমার পরাণ-প্রিয়াকে দেখি, কখনো আমার গৃহের সৌভাগ্য
করি দর্শন ৷ )

৮৭
ইয়ে না থী হমারী কিসমত্
কে বিসাল-এ ইয়ার হোতা,
অগর অওরভী জীতে রহেতে
এ ইনতেজার হোতা ৷
( প্রাণ বন্ধুর মিলন আমার ভাগ্যে ছিল না ৷ যদি আরো কিছুদিন বেঁচে থাকতাম আমি, সঙ্গী হত শুধু এই প্রতীক্ষাই ৷)

৮৮
ওহ্ ফিরাক ঔর
ওহ্ বিসাল কহা,
ওহ্ শব-ও- রোজ-ও
-মাহ-ও-সাল কহা ৷
( সেই বিরহ আর সেই মিলনই বা কোথায় ? সেই রাত,
দিন,মাস, বছর-ই এখন আর কোথায় ? )

৮৯
হাল-এ দিল নহীঁ মালুম
লেকিন ইস্ কদর য়ানী,
হমনে বারহা ঢুন্ডা,
তুমনে বারহা প্যায় ৷
( আমার হৃদয় অবস্থা এখন জানা নেই আমার কিন্তু এ কথা জানা আছে, আমি আমার হৃদয়ে সন্ধানে থেকেছি বারবার ৷ আর সে হৃদয়
তুমি পেয়েছো বারেবারে ৷ )



ভাষান্তর-বহ্নিশিখা ভট্টাচার্য,কলিকাতা ৷

ছবি ও কৃতজ্ঞতাঃ অন্তর্জাল

(সমাপ্ত)

 

Likes Comments
০ Share