Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

জাহাঙ্গীর আলম

১০ বছর আগে লিখেছেন

গালিবের শায়েরী- মহব্বত কি শায়েরী

গালিবের শায়েরী- মহব্বত কি শায়েরী-৫

৫১
মুঝসে কহা যো ইয়ারনে,
যাতে হ্যায় হোশ কিস্ তরহা্,
দেখকে মেরী বেখুদী
চলনে লগী হবা, কি ইঁউ ৷
(জিজ্ঞাসা করলো যখন বন্ধু আমায়, হুঁশ চলে যায় কি ভাবে ? আত্মহারা অবস্থা দেখে আমার, বাতাশে নিজেই উড়ে গিয়ে দেখিয়ে দিলো এমনিভাবে ৷ )
৫২
বু-এ-গুল, নালা-এ-দিল,
দুদে-চিরাগে-মহফিল
যো তেরী বজমসে নিকলা
সো পরীশাঁ নিকলা ৷
( ফুলের সুগন্ধ, হৃদয়ের দীর্ঘ-নিশ্বাস, আসরের দীপের ধোয়া যারাই তোমার জলসাঘর থেকে বার হলো, দিকভ্রান্ত হয়েই বার হলো ৷ )
৫৩
বেখুদী বেসবব
নহী ‘গালিব’
কুছ তো হ্যায়
জিসকী পর্দাদারী হ্যায় ৷
( বিনা কারণে হয় না ‘গালিব’, আত্মহারা অবস্থা এমন কিছু
তো রহস্য আছেই, যার জন্য এই আড়ালের অবগুন্ঠন ৷ )
৫৪
ইশ্ক সে তবীয়তনে
জীন্ত কা মজা পায়া
দর্দ কী দবা পাই,
দর্দ বে-দবা পায়া ৷
ভালবেসে আমি জীবনের মজা পেলাম ৷ বেদনার ঔষধ
পেলাম ৷ হৃদয়-বেদনায় ঔষধকে বিফল হতেও দেখলাম ৷ )
৫৫
বারস্তা উসসে হ্যায়
কি মুহব্বত হী কিঁউ নাহো
কীজে হামারে সাথ,
অদাবত্হী কিঁউ না হো ৷
তার ভালবাসা আমার মনের মুক্তির অবকাশ তাই
বলি শুধু ভালবাসাই কেন, শত্রুতাই বা শুধু আমারই
সাথে তার হবে না কেন ? )
৫৬
ফির উসী বেবফাপে
মরতে হ্যায়,
ফির ওহী জিন্দগী
হামারী হ্যায়
( আবার সেই হৃদয়হীনা বিশ্বাসহন্তার জন্য আমার সে-ই পুরোনো জীবনই আবার ৷)
৫৭
মুঝ তক্ কব, উনকী বজমমে
আতা থা দৌরে জাম
সাকীনে কুছ মিলা না দিয়া হো
শরাবমে ৷
( তার জলসাঘরে আমার কাছে পর্যন্ত কবেই-বা আর
পৌঁছয় শরাবের পেয়ালা ? আজ যখন আমার সামনে
রাখা রয়েছে সেই তুফান তোলা পেয়ালা শরাবের না-জানি
সাকি তাতে কি বিশেষ মিশিয়ে দিয়েছে তার ? )
৫৮
আশিকী সবরো তলব
অওর তমন্না বেতাব,
দিল কা ক্যা রঙ্গ করু
খুনে-জিগর হোনে তক্ ৷
( প্রেম বলে, হও ধীর আর আমার আকাঙ্খা অধীর
এখন বলো কোন্ রঙে রাঙাবো এ হৃদয়কে আমার
জানি সে তো রক্তে রাঙা হবেই এবার ৷ )
৫৯
গুচাঁ ফির লগা খিলনে
আজ হমনে আপনা দিল,
খুঁ কিয়া হুয়া দেখা
গুম কিয়া হুয়া পায়া ৷
( সুন্দরী কলিরা ফুটলো আবার আজ আমি আমার হৃদয়,
ভালবাসার রক্তের-রঙে রাঙা হয়ে উঠতে দেখলাম যেন
হারিয়ে যেতে দেখলাম ৷ )
৬০
আইনা কিউঁ ন দুঁ
কি তমাশা কহেঁ জিসে,
এয়সা কহাঁ সে লাউঁ,
কি তুঝসা কহেঁ জিসে ৷
( তামাশা করে যখন আমাকে জিজ্ঞাসা করলো সে, যে “আমার
মতো রূপ কি কারুর আছে ?” তার সেই অনিন্দ্যসুন্দর মুখের
সম্মুখে তখন আয়না কেন রেখে দেবো না আমি যে তার
রূপের প্রতিদ্বন্দীও কেউ আছে ৷ )

(চলবে..)

Likes Comments
০ Share

Comments (4)

  • - আসাদুস জামান বাবু

    পিরিতির পরান মাঝি বলে

    চিনলে না স্বচ্ছ জলের নাও

    মহেশখালীর পান খাইয়ে

    মধুর কণ্ঠে গাইয়ে গেলে গান-

     

    অনেক ভালো লেগছে

    • - আলমগীর সরকার লিটন

       

      বেশ ভাল লাগার জন্য
      অশেষ ধন্যবাদ
      ভাল থাকুন–

    - মাসুম বাদল

    কবিতায় ভাললাগা...

    • - আলমগীর সরকার লিটন

      দাদা

      আপনাকেও ভালবাসা 

    - রুদ্র আমিন

    ভাল লিখেছেন দাদা।

    • - আলমগীর সরকার লিটন

       

      বেশ ভাল লাগার জন্য
      অশেষ ধন্যবাদ
      ভাল থাকুন–