Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

তুমি কত দূর

তুমি কত দূর

-মোঃ মালেক জোমাদ্দার

 

অশান্তির নদে কাঁটছি সাতার
রক্তাক্ত প্রান্তর বিষাক্ত জলে
প্রশ্বাসে মিশছে ঝাঁজালো ঘ্রাণ      

মানবতা মনুষত্ব বন্ধি শিকলে,      

দেখেও দেখছে না কেহ    

পুড়ছে কি শুধুই দেহ ?

অন্তরও পুড়ে ছাঁই... ।

কে দিবে উত্তর, কে দেখাবে পথ  

প্রশান্তি কেন বেদনার নীলে  

বিতৃষ্ণা কেন তৃষ্ণার জলে -    

জবাব কি এর নাই ?

সুখের লাগি বিষের দরিয়ায়  
জন্তুদের সাথে করছি সহবাস   

হিংস্রতায় জড়াচ্ছি অনিচ্ছায়     
মনে নেই শান্তি নাই উচ্ছ্বাস,
বিন্দু-বিন্দু কষ্টে বেদনার সাগর   
অন্তর আকাশ ধূলায় অন্ধকার 

নয়নের জলে রক্ত ঝড়  
মুখে করুণ বেদনার সূর
কে বলবে গনতন্ত্রের বনে

প্রশান্তির নীড় আর কত দূর ?

Likes Comments
০ Share

Comments (4)

  • - টোকাই

    দারুণ ! খুব সুন্দর চিত্রকল্প । ভালো লাগলো । কবিকে শুভেচ্ছা ।

    • - সুমন দে

      অনেক ধন্যবাদ আপনার অনুভূতিময় মন্তব্যের জন্য । শুভেচ্ছা জানবেন ।

    - সুমন সাহা

    ভালো লাগলো। শুভকামনা ও ভোট দুটোই রইলো।emoticons

    • - সুমন দে

      আপনার জন্যও অনেক শুভকামনা । ধন্যবাদ জানবেন ।

    - ফাতিন আরফি

    আবেগটা একটু বেশি ছিল, আরো একটু কাজ করলে ভালো লাগবে।

    • - সুমন দে

      হুম... ভাই, আবেগ তো একটু বেশী থাকবেই । আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।

    Load more comments...