Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মো: মালেক জোমাদ্দার

৮ বছর আগে লিখেছেন

মহাননেতা শেখ মুজিব

মহাননেতা শেখ মুজিব  
-মালেক জোমাদ্দার
মুজিব মানে নির্ভীক নেতা
গর্জে উঠা  ঊনসত্তর,
পরম শ্রদ্ধেয় জাতির পিতা
বিজয় গাঁথা একাত্তর ।
মুজিব মানে গনজাগরণ
কূট-কৌশলী সুচতুর,  
চাঁদের আলো রবির কিরণ
ভালোবাসার সমুদ্দুর।
মুজিব মানে বীরের প্রতীক
সাহস শক্তির জলাধার,   
মহান নেতা আলোর পথিক   
নীড়ে আলো দূর আঁধার ।  
মুজিব মানে স্বপ্নের সাগর
স্বপ্ন লালন হৃদয় কোণ  
বজ্রকণ্ঠ সবার অন্তর  
রক্ত রঞ্জিত সবুজ বন।
মুজিব মানে বাংলা ভাষা
সবার প্রিয় বাংলাদেশ   
পূর্ণ হল মায়ের আশা
স্বাধীন প্রিয় বাংলাদেশ ।
নষ্টরা পথভ্রষ্ট আঁধারে নিভালো বাতি
কান্ডারীহীন হতাশায় নিমজ্জিত জাতি
বঙ্গবন্ধু তুমি ছিলে, তুমি আছ
তুমি তো থাকবে চিরদিন,
ওরা পাষাণ ওরা বেঈমান
অস্বীকার করলো অবদান।
দুষ্টুরা সব হারমেনেছে কুচক্রান্ত গেছে বিফলে
তোমারই স্বপ্ন প্রদীপ শিখায় কুঞ্জে কুঞ্জে জ্বলে।
(শোক দিবসের প্রাক্কালে শ্রদ্ধা) continue reading
Likes Comments
০ Shares

মো: মালেক জোমাদ্দার

৮ বছর আগে লিখেছেন

তোমাকে

তোমাকে  
-মালেক জোমাদ্দার
 
তোমার মুখে সুখের হাসি
আঁখি জলে যাইগো ভাসি
তুমি বুঝলে না,ফিরে চাইলে না ।।
 
আমি বাঁজাই করুণ বীণা
কষ্টের সাগর তুমি হীনা
তোমার স্মৃতি হৃদয় কোণে
কাঁদছি আমি রাতে দিনে
তুমি বুঝলে না,ফিরে দেখলে না।।

বন্ধুরা সব ঠাট্টা করে
ঝর ঝরিয়ে অশ্রু ঝরে
স্মৃতিগুলো যায় না ভোলা
মনে আজও দেয় যে দোলা
তুমি বুঝলে না, খবর নিলে না।।
 
পূর্ণিমার চাঁদ যখন হাসে
নয়ন জলে বালিশ ভাসে
বুকের পাঁজর মুচড়ে উঠে  
ফুঁকি বাঁশি আমার ঠোঁটে
তুমি দেখলে না,তুমি শুনলে না।।  
 
থাকি আমি যতোই দুঃখে
আমি খুশি তোমার সুখে
না, বেঁচে থাকতে খবর নিলে না
দোহাই,মরার পরে কবর ছুঁবে না ।।
 
continue reading
Likes Comments
০ Shares

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

আজও খুঁজি (প্রতিযোগিতা)

আজও খুঁজি
 -মোঃ মালেক জোমাদ্দার
তুই ছাড়া মা বুকখানি মোর ফাঁকা ফাঁকা লাগে
সুখের রাজ্যেও বাবা বিহনে ভীষণ একা লাগে,   
তোদের মত মায়ার সাগর ত্রিভুবনে না পাই
তোদের বুকে মাথা রেখে সোহাগ পেতে চাই,
প্রভাত হলে সবই মেলে মেলেনা শুধু তোদের      
মুক্তি যুদ্ধে হারিয়ে গেলে রেখে গেলে মোদের,  
পূব আকাশে সূর্য উঠে পশ্চিমে যায় ডুবি
তোদের কথা মনে পড়লে দেখি শুধু ছবি,     
তোদের পরশে মন হরসে  সাহস শক্তি পাই
তোদের দোয়া আছে সাথে ভয়ের কিছু নাই,
তোদেরই রক্ত মোদের অঙ্গে শিরায় শিরায় ধায়
সুখ খুঁজে পাই লাল সবুজের জাতীয় পতাকায়,
দেশ মাতা সে অতি আপন মানে দেশবাসী
দেশের তরে জীবন তুচ্ছ দেশকে ভালোবাসি ।।   
  
continue reading
Likes Comments
০ Shares

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

স্বাধীনতা তুমি নীলপদ্ম ( মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা (প্রতিযোগিতার জন্য)

স্বাধীনতা তুমি নীলপদ্ম   
-মোঃ মালেক জোমাদ্দার
 
মুক্তিকামী কোটি প্রাণ ভালোবাসার গহীন সমুদ্রে 
খুঁজেছেন স্বপ্নের নীলপদ্ম, 
পঁচিশ মার্চ ঊনিশশত একাত্তর,ভয়াল কাল রাত
লিখলেন অনবদ্য গদ্য ।  
টগবগে তরুণ বক্ষে ঘাতকের বুলেটের তীব্রাঘাত   
বিছিন্ন দেহ মন,পৈশাচিকতার শিকার দিবা-রাত,    
প্রিয় হীনা প্রিয়াও নীলপদ্মের খোঁজে হাটলেন তটে
সাঁতার কাটেন একাকী,বীরাঙ্গনার খেতাব ললাটে
লেখা হল কালজয়ী পদ্য ।
মেঘ কেটেছে আঁধার হয়েছ দূর,গগনে চাঁদের হাসি 
ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।
শাড়ীর আঁচলে স্বযতনে লুকিয়ে রাখলো নীল পদ্মের রেণু
স্বপ্নের পুষ্প ফুটলো নয় মাস পরে,বাজলো বিজয়ের বেণু
প্রসাব বেদনা ক্রন্দনরত মা,পাওয়ার আনন্দে হাসি
ডিসেম্বর একাত্তর ভুমিষ্ট কন্যার মুখপানে বিশ্ববাসী,       
কাঁদতে কাঁদতে জল শূন্য আঁখি মনে প্রাণে তীব্র ভয়
গর্জে উঠলো বীর বাঙ্গালীরা অর্জিত হল মহান বিজয়
নারী পুরুষ সবাই এ বাংলার  সুযোগ্য চাষি
মিলেছে নীলপদ্ম মুখে ফুটছে বিজয়ের হাসি।। 
 
(ছবি  নেট থেকে নেয়া)
continue reading
Likes ১২ Comments
০ Shares

মো: মালেক জোমাদ্দার

৯ বছর আগে লিখেছেন

তুমি কত দূর

তুমি কত দূর
-মোঃ মালেক জোমাদ্দার
 
অশান্তির নদে কাঁটছি সাতার
রক্তাক্ত প্রান্তর বিষাক্ত জলে
প্রশ্বাসে মিশছে ঝাঁজালো ঘ্রাণ      
মানবতা মনুষত্ব বন্ধি শিকলে,      
দেখেও দেখছে না কেহ    
পুড়ছে কি শুধুই দেহ ?
অন্তরও পুড়ে ছাঁই... ।
কে দিবে উত্তর, কে দেখাবে পথ  
প্রশান্তি কেন বেদনার নীলে  
বিতৃষ্ণা কেন তৃষ্ণার জলে -    
জবাব কি এর নাই ?
সুখের লাগি বিষের দরিয়ায়  
জন্তুদের সাথে করছি সহবাস   
হিংস্রতায় জড়াচ্ছি অনিচ্ছায়     
মনে নেই শান্তি নাই উচ্ছ্বাস,
বিন্দু-বিন্দু কষ্টে বেদনার সাগর   
অন্তর আকাশ ধূলায় অন্ধকার 
নয়নের জলে রক্ত ঝড়  
মুখে করুণ বেদনার সূর
কে বলবে গনতন্ত্রের বনে
প্রশান্তির নীড় আর কত দূর ?
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - টোকাই

    দারুণ ! খুব সুন্দর চিত্রকল্প । ভালো লাগলো । কবিকে শুভেচ্ছা ।

    • - সুমন দে

      অনেক ধন্যবাদ আপনার অনুভূতিময় মন্তব্যের জন্য । শুভেচ্ছা জানবেন ।

    - সুমন সাহা

    ভালো লাগলো। শুভকামনা ও ভোট দুটোই রইলো।emoticons

    • - সুমন দে

      আপনার জন্যও অনেক শুভকামনা । ধন্যবাদ জানবেন ।

    - ফাতিন আরফি

    আবেগটা একটু বেশি ছিল, আরো একটু কাজ করলে ভালো লাগবে।

    • - সুমন দে

      হুম... ভাই, আবেগ তো একটু বেশী থাকবেই । আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।

    Load more comments...
Load more writings...