Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মো: মালেক জোমাদ্দার

১০ বছর আগে লিখেছেন

একুশ বা আটই ফাল্গুন

একুশ বা আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারির সেদিন,বাংলায় আটই ফাল্গুন ।
অকালে ঝড়ে যাওয়া টগবগে তাজা প্রাণ,
দেশ মাতার মুখের ভাষা বিনির্মাণ,
রাষ্ট্র ভাষা বাংলা সেই বীরদেরই অবদান। 
লাল রক্তে ভেঁজা রাজপথ জলন্ত আগুন,
একুশে ফেব্রুয়ারি বাংলায় আটই ফাল্গুন।।

বঙ্গমাতার মুখের ভাষা হরণকারিদের অংকার 
বাংলার সূর্য সন্তানদের দীপ্ত অংঙ্গীকারে চূরমার।
বপিত বীজে স্বাধীনতা অঙ্কুর জন্মায় সেদিন 
একুশে ফেব্রুয়ারির বাংলায় আটই ফাল্গুন।।   দাবানল যেন সূর্যের লেলিহান শিখায় 
মাগো তোমায় ভাল বাসি বলি বাংলায় ।।
মধ্যরাতের কান্নার সুর বহুগুন যায় বহুদূর 
মা গো তোমায় ভালবাসি লাগে কী সুমধুর
দেশপ্রেম মাতৃভক্তি তার সন্তানের মহান গূণ
প্রমাণ একুশে ফেব্রুয়ারি বাংলার সেই ফাল্গুন।
Likes Comments
০ Share

Comments (2)

  • - তাহমিদুর রহমান

    নির্বাসিত জোছনাদল
    নীলসাধু, আলভিনা চৌধুরী, তাহমিদুর রহমান, নাসরিন চৌধুরী, কাজী মেহেদী হাসান [নির্বাচিত কবিতা সংকলন]
    প্রচ্ছদ: চারু পিন্টু
    প্রকাশকঃ এক রঙা ঘুড়ি

    কল্প এবং ...
    মামুন ম আজিজ এবং তাহমিদুর রহমান [বৈজ্ঞানিক কল্পকাহিনী]
    প্রচ্ছদ: চারু পিন্টু
    প্রকাশকঃ এক রঙা ঘুড়ি

    প্রাপ্তিস্থানঃ লিটিল ম্যাগ চত্ত্বরে ২৫ নম্বর স্টলে।  

    - কে এম রাকিব

    বেশ!
    শুভকামনা রইল ব্লগার ও তাদের প্রকাশিত বইয়ের জন্য।
    ধন্যবাদ।

    - ঘাস ফুল

    সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অনেক অনেক শুভ কামনা রইলো সকলের জন্য।