Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এবিএম সোহেল রশিদ

৮ বছর আগে লিখেছেন

বৃদ্ধাশ্রম নামের সামাজিক কারাগার

  বৃদ্ধাশ্রম নামের সামাজিক কারাগার ।। এবিএম সোহেল রশিদ।।   ক্ষ্যাপা শ্রাবণের করুণা ধারায় জলমগ্ন চৌকাঠ কবিতার প্রতিটি স্তবকে জলনকশার চিৎকার  ঘাসফুল শিশুর দীর্ঘশ্বাসে দগ্ধ উৎসবের পোশাক  উচ্ছিষ্ট মোঘলাই খাবারে হয়না সুখপত্র পাঠ।   ক্ষুধার্ত জননীর জলজ চাহনিতে ক্ষোভের প্লাবন  আধিপত্যের কোন্দলে বউ শাশুড়ির স্নায়ুযুদ্ধ  নাড়ি ছেড়া রক্তবীজ সুখসংসারে জন্য উৎসর্গ  সন্তান বাঁচুক দুধেভাতে আশীর্বাদে মুখরিত বর্ষণ।      শেষ আশ্রয় বৃদ্ধাশ্রম নামের সামাজিক কারাগার এখানেও চাঁদ উঠে সেমাই রোচে বৃত্তবন্দি ঈদ চশমার পুরো কাঁচে থরে থরে সাজানো মেঘ  আঁচলে যত্নে বাঁধা ঘূর্ণিঝড় আর বৃষ্টির চিৎকার।   এখানে সমস্ত এবাদত সেই সন্তানের সুখ ছাতা  কষ্টঘাম বংশধরের মঙ্গল কামনার মুক্তোদানা  উপহাস উপেক্ষা মেনে বুনে আশীর্বাদের পাহাড়   শ্রদ্ধার দরজা বন্ধ! স্নেহের দরজায় দাঁড়ায় সভ্যতা।     আসুন আরেকবার জন্মাই, খুঁজি রক্ত বাঁধন  প্রতিটি পরিবারে হউক রক্তবৃক্ষের স্বর্গকক্ষ  পুড়ুক বিভেদ! প্রতিদিন হউক ঈদ উৎসব  উৎসুক স্বজন লিখুক রোজনামচায় সুখ কথন! 
Likes Comments
০ Share

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    অনেক শুভ কামনা দাদা