Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাটের গুরু

৯ বছর আগে লিখেছেন

মানব ক্লোনিং

 
ক্লোনিংশব্দটিএসেছেএকটিগ্রীকশব্দ “trunk branch” থেকেযারঅর্থগাছেরএকটিশাখাথেকেআরেকটিশাখাতৈরীকরা।ক্লোনিংপদ্ধতিতেমানবশিশুতৈরিকরাইআমাদেরকাছেমানবক্লোনিংনামেপরিচিত।মানবক্লোনিংনৈতিকভাবেঠিককিনা, তানিয়েবিতর্কেরশেষনেই।আঠারোবত্সরপূর্বেএকটিভেড়াকেবিশ্বেপ্রথমক্লোনিংহয়।নামদেওয়াহয়ডলি।পৃথিবীরপ্রায়সবউন্নতদেশইভবিষ্যত্প্রজন্মকেক্ষতিকরপ্রভাবহইতেরক্ষাওমানবকল্যাণেরস্বার্থেমানবক্লোনিং-কেবিপজ্জনকওনিষিদ্ধহিসাবেবিবেচনাকরিয়াআসিতেছে।কেননা, আশঙ্কারহিয়াযায়, এইপদ্ধতিতেবিখ্যাতবাকুখ্যাতকোনোজীবিতবামৃতব্যক্তিরহুবহুঅনুরূপমানুষপুনরায়সৃষ্টিকরাসম্ভব, যাহাদ্বারানানাবিধঅপরাধমূলককার্যক্রমসম্পাদনকরিবারসম্ভাবনাথাকিয়াযায়।
মানবক্লোনিংকি?
মানবক্লোনিংহলএকজনমানুষেরজেনেটিক্যালিপ্রতিরুপঅন্যএকজনতৈরিরপ্রক্রিয়া।কিন্তুএরমানেএইনাযেএটিমোনোজাইগোটিকমাল্টিপালবার্থঅথবাপ্রানিদেহেরকোষবাটিস্যুপুনরায়সৃষ্টিকরা।বর্তমানেমানবক্লোনিংবিজ্ঞানীসমাজেরকাছেএকটিঅত্যন্তআলোচিতএবংআলোড়নসৃষ্টিকারীব্যাপার।জনসাধারণেরকাছেমানবক্লোনিংবলতেকৃত্তিমভাবেতৈরিমানুষ।মানবক্লোনিং-এরমাধ্যমেতৈরিব্যক্তিযারজেনেটিক্যালপ্রতিরুপহয়হুবহুতারচেহারাধারীহয়।কিন্তুতাদেরআচরণহুবহুএকরকমহয়না।
মানবক্লোনিংসাধারনতদুইপ্রকারের :-
•থেরাপিউটিকক্লোনিং  ( Therapeutic cloning )
 
• রিপ্রোডাকটিভক্লোনিং  (Reproductive cloning )
 
থেরাপিউটিকক্লোনিংবলতেবুঝায়একজনপুর্নবয়স্কমানুষেরকোষথেকেঅনুরুপকোষতৈরীঅন্যদিকেরিপ্রোডাক্টিভক্লোনিংবলতেকৃত্তিমমানুষতৈরীকরাবুঝায়।এছাড়াওআরোএকপ্রকারেরক্লোনিংসম্পর্কেজানাযায়, যারনামরিপ্লেসমেন্টক্লোনিং, এরমাধ্যমেএকটিরোগাক্রান্তবানষ্টঅঙ্গকেক্লোনিংপ্রকৃয়ায়তৈরীঅন্যএকটিঅঙ্গদিয়েপ্রতিস্থাপনকরাহয়
 
ক্লোনিংএরইতিহাস :-
১৯৯৬সালেরোজলিনইনস্টিটিউট, স্কটল্যান্ডেরগবেষক, ডঃআয়ানউইলমুট, তার২৭৩তমচেষ্টায় continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - সুলতানা সাদিয়া

    ছবিসহ আকর্ষণীয় পোস্ট। ভাল লাগলো, সচেতনতা বাড়ুক সকলের।

    • - ডাস্টবিনে কাক

      ধন্যবাদ আপনাকে 

নাটের গুরু

৯ বছর আগে লিখেছেন

নতুন আতঙ্ক ইবোলা ভাইরাস

পশ্চিপশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস।ইতোমধ্যে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা গেছেন।শুধু আফ্রিকা বাসীই নন, সারাবিশ্বে ইবোলা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।চলতি বছরের এপ্রিলমাস থেকে বিস্তার লাভ করে ইবোলা ভাইরাস।ভাইরাসটি এরইমধ্যে আফ্রিকার কঙ্গোতে তাণ্ডব চালিয়েছে।বর্তমানে পাশের দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওন ছেড়ে এখন এশিয়া, ইউরোপ ও আমেরিকার দিকে ধীরে ধীরে এগোচ্ছে ইবোলা।প্রতিনিয়ত এসব দেশে ইবোলায় আক্রান্ত মানুষের প্রাণহানির সংখ্যা বাড়ছে।ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। পশ্চিম আফ্রিকায় বিভিন্ন শান্তিমিশনে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা সহ বিভিন্ন বাহিনীর শান্তিরক্ষীরা কর্মরত রয়েছেন। যাদের মাধ্যমে বাংলাদেশেও চলে আসতে পারে এই ভাইরাস।
 
ইবোলাভাইরাসকি ?
ইবোলা ভাইরাস আগে রক্ত প্রদাহজনিত জ্বর [Ebola hemorrhagic fever (EHF)] হিসেবেই সমধিক পরিচিত ছিল। ইবোলা মূলত একটি আর এন এভাইরাস। যেটির নামকরণ করা হয়েছে কঙ্গোর ইবোলা নদীর নাম থেকে। ইবোলা ভাইরাস গোত্রের ৫ টির মধ্যে ৩ টি প্রজাতি মানুষের শরীরে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ করার ক্ষমতা রাখে! বাকি ২ টি মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়।এদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে জাইরে (Zaire) ইবোলা ভাইরাস (জাইরে হলো একটি জায়গার নাম যেখানে সর্বপ্রথম এই ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হয়েছিলো)। প্রথমবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ছিল শতকরা ৯০ শতাংশ! ভয়াবহএইভাইরাসটিমানবদেহেরক্তপাতঘটায়।লিভার, কিডনিকেঅকেজোকরেদেয়, রক্তচাপকমিয়েদেয়, হৃৎপিণ্ডেরস্পন্দনকমিয়েদেয়এবংশ্বাস-প্রশ্বাসব্যাহতকরে।
ইবোলাভাইরাসমানবদেহেপ্রবেশেরপরকয়েকদিনথেকেপ্রায়৩সপ্তাহকোনোলক্ষণপ্রকাশনাকরেইঅবস্থানকরতেপারে।অর্থাৎএরলক্ষণসমূহপরিলক্ষিতহওয়ারজন্যসর্বোচ্চ২১দিনলাগতেপারে।ফলেআক্রান্তব্যক্তিএইরোগনিয়েচলেযেতেপারেনএকদেশথেকেঅন্যদেশে।আরসেখানেছড়িয়েদিতেপারেননিজেরঅজান্তেই।
 
ইবোলারলক্ষণ
ইবোলা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পর সর্বোচ্চ ২১ দিন লাগতে পারে এ রোগের লক্ষণসমূহ পরিলক্ষিত হওয়ার জন্য। এই রোগের লক্ষণসমূহ সাধারণ ফ্লু এর মতই। সর্দি কাশি, মাথা ব্যথা, বুমি বুমি ভাব, ডায়েরিয়া ও জ্বর এই রোগের প্রধান উপসর্গ। সমস্যা হচ্ছে সাধারণ ফ্লু হলেও একই লক্ষণ পরিলক্ষিত হয়ে থাকে। ধীরে ধীরে পানিশূণ্যতা, কিডনি ও লিভারের সমস্যা এবং রক্তক্ষরণের দিকে... continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - বাপ্পী আহমেদ

    ভালো লাগলো লেখা।