Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবির য়াহমদ

১০ বছর আগে লিখেছেন

ব্যর্থজনের এপিটাফ

যদি একান্তই ব্যর্থ হয়ে যাই আজ
একটা মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দিক পিঠে
হুড়মুড় করে আকাশ ভাঙুক মাথার ওপর
একটা অথবা এক জোড়া দানবচাকা থেতলে দিক শরীর
রক্ত-মাস-হাড় মিশে যাক রাস্তার সাথে
আকাশ সূর্য নেমে আসুক পথে সব শুকিয়ে নিতে, সব মিশিয়ে নিতে।

যদি আজও ব্যর্থ হয়ে যাই তবে যেন না ফিরি ঘরে
এ ঘর, ও ঘর আমার না, কেউ ছিল না কখনো
পৃথিবীর কাছে আমি অচ্ছুৎ এক, অধিকার নেই নিঃশ্বাস নেবার।

হায় ট্রাক মালবাহী ট্রাক, হায় আকাশ ভেঙে পড়া আকাশ
আমার পৃথিবী লিখে দিও চাকার নামে, ধ্বংসস্তুপের নামে
যদি অবশিষ্টাংশ কিছু থেকে যায় একান্ত ভাসিয়ে দিও জলে
সুরমার জলে। যদি সুরমা না টানে কাছে পুতে দিও গাছের তলে
যেখানে ঝরাপাতার বাস, আত্মাসমেত সেই সৃষ্টিজন্ম থেকে।

আমাকে নিশ্চিহ্ন করো, আমাকে ধ্বংস করো, মিটিয়ে দাও যত সাধআহ্লাদ
কষ্টজীবন ব্যর্থ মানুষের, ব্যর্থমানুষের আবার কী অভিলাষ!

যদি বলে কেউ এপিটাফ লিখো তবে বলি আকাশের বাঁধা আছে প্রবল
তবু লিখে যদি কেউ এপিটাফ কোনো- সে যেন লিখে গোটা অক্ষরে- 
উনি কেউ নন, কেউ ছিল না কখনো, শুধু ছিল মায়াময় জল
ছেড়ে যাওয়া পাখি হাওয়া হয়ে যাওয়া স্রেফ নিয়তির ছল!

Likes Comments
০ Share

Comments (4)

  • - বিদ্যুৎ তরফদার

    মন্ত্রবৎ উচ্চারণ.....

    • - চারু মান্নান

      বসন্ত ভালোবাসা,,,,,,,,,,,

    - সেলিনা ইসলাম

    আকাশে ঐ যে মেঘের গা জুড়ে,
    তোমার মন ভৈরবী অবয়ব; এত যে কারু কাজ ভাবায়
    অগ্নি দ্রোহ জ্বলে উঠে ঈশান কোণে
    হাওয়ার তান্ডব সব উবে গেল; ভাবনার অবসর এবার
    বাতাসে ভেসে এলো শঙ্খচিলের পালক
    অভিমান তোমার।

    বেশি ভাল লাগল শুভকামনা 

    • - চারু মান্নান

      কবিকে বসন্ত শুভকামনা ,,,,,,,,

    - মাসুম বাদল

    অসাধারণ...

    • - চারু মান্নান

      কবিকে বসন্ত ভালোবাসা,,,,,,,,,,,

    Load more comments...