Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কবির য়াহমদ

১০ বছর আগে লিখেছেন

আমিপাঠ

আজ আকাশটা লিখে দিলাম তোমার নামে

তুমি চাঁদটা খুঁজে নিও, আমি খুঁজে নিলাম ছাদ
চাঁদ রেখে ছাদ নিয়ে মিটিয়ে নেব আজ বেঁচে থাকার সাধ! 

যাচ্ছি!
আমার সই মিলিয়ে নিও অন্ধকারে
ওখানে নমুনা স্বাক্ষরে খোঁদাই করে রাখা আছে সব
উপস্থিতিক্ষণে মিলিয়ে নাও 
অন্যথা হলে ব্যর্থ হয়ে যাবে রেলআরোহন
রাস্তায় দাঁড়িয়ে কেবলই গুনে যাবে সময়শব্দ।

আকাশ হাতে নিয়ে চাঁদ কী পেয়ে গেলে আজ?
খুঁজে দেখো, সত্যাসত্য পেয়ে গেলে লিখে নিও জমাখাতায়
কৃতজ্ঞতা স্বীকার বাক্যে কখনো লোভার্ত হবে না চোখ।

আকাশ আর চাঁদ লিখে দিয়ে আজ হইনি ফতুরসম কেউ
তবু তারা আসে ধীরলয়ে জানালার কাছে
ছাদের ব্যাপ্তি বাড়ে, চলে আসে চোখ বরাবর
নিকষ অন্ধকারে জ্বলজ্বল কেবলই কংক্রিট ছাদ।

তারা সব চলে যায় দূরে তাই কোথাও কেউ নেই
ছাদ নিয়ে সবদিকে আমি, আমি আর শুধুই আমি! 

কবির য়াহমদ

Likes Comments
০ Share

Comments (6)

  • - নীল সাধু

    শুভেচ্ছা জামান ভাই -

    ভালো লাগছে আপনাকে দেখে।

    অনেকদিন পর আবার একসাথে ব্লগিং। ফিলিং নাইস

    কিছুক্ষণ আগে আপনার কথা দেবদাস ভাই, নাসরীন আপা, এরশাদ ভাই সহ সুজন সবার কথাই আলাপ করছিলাম। বুঝতেই পারছেন আর একজন পুরনো ব্লগারের সাথেই আলাপ করছিলাম।

    আশা করছি আবার একসাথে ব্লগিং করতে পারবো। এবং এক সাথে শুধু ব্লগিং নয় আর টুকটাক কিছু কাজেও আমরা জড়িত হতে পারি। সামনে এগিয়ে যেতে পারি একটি পরিবার হয়ে।

    আপনার এই কবিতা ভালো লেগেছে আমার কাছে। বস্তাপচা কইলেন কেন?

    মনে পড়ে
    এমনই কোন এক ঠোঁট ফেটে যাওয়া শুস্ক ফাগুনে
    তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে ছিলে অনলে
    আমি বেমালুম উড়িয়ে দিয়েছিলাম
    বাড়তি আবেগের ঝরে পড়ার মগ্নতা।
    হেলাভরে উপহাসে ম্নান করেছিলাম
    আর অবিমিশ্র গৌণ কাতরতায়
    ক্ষত-বিক্ষতের বাসা বেঁধেছিলাম
    তোমার সুকোমল মননে। 

    বেশ ভালো লাগলো।

    • - জামান একুশে

      ধন্যবাদ নীল দা! আপনার মন্তব্য পেয়ে ভালোলাগলো। সুস্থ্য মননশীলতার জন্য সমসাময়িকদের সাথে আড্ডাবাজি খুবই দরকার। এতে দেশ তথা জাতি উপকৃত হবে। পরবর্তী প্রজন্ম পাবে একটি আধুনিক প্লাটফর্ম। ভালো থাকবেন!!

    - লুৎফুর রহমান পাশা

    একটা সময় দারুনলি পার করেছি ব্লগে। তা এখন স্মৃতিময়। তবে এটাও সত্য যে ব্লগের বন্ধু এই আবেদনটা এখনো ছাড়াতে পারছিনা।

    কবিতা কেমন হয়েছে যে ব্যখ্যা যাবনা। দীর্ঘ সময় পরে হলেও প্রিয়জনদের দেখা পাচ্ছি এটাই বড় কথা।

    • - জামান একুশে

      ধন্যবাদ পাশা ভাই! ভালো লাগছে আপনাকে দেখে!!

    - ইসমাইল হোসেন

    সবাই কেমন খালি কবিতা লেখে। আমি কবিতা বুঝিনা

    • - জামান একুশে

      ইসমাইল ভাই, আমার নিজের কাছেও কেমন দুর্বোধ্য লাগে! ভালো থাকুন!! :)

    Load more comments...