Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অনুপম শেখর

০ সেকেন্ড আগে লিখেছেন

অন্তহীন সময়

হাতঘড়িটা থেমে গেলেও থেমে থাকেনা সময় ; রোজ সন্ধ্যা হয়।

সব পাখি নীড়ে ফিরবে না, তবুও রোজ ডানা মেলে ঐ রৌদ্রজ্জ্বল আকাশে।

সন্ধ্যার খানিকপরে রোজ ঝাপসা হয়ে যায় প্রেমিকার অবয়ব।

কার্ল মার্ক্স এসে বিনয়ের সাথে শিখতে চায় কমিউনিজম।

আমি তার মগজে গেঁথে দিই কোয়ান্টাম থিওরি।

অন্ধকার জীবন্ত হয় রোজ রাতে ;

রাত বাড়লে বুঝতে পারি পৃথিবীটা ঘুরছে।

আমি সময়ের প্রয়োজনে নষ্ট করে চলেছি সময়;

বসে আছি সময়ের অপেক্ষায়।

বিগত সময় ফিরে আসবে আগামীতে।

একদিন পীথাগোরাস স্বীকার করে নেবে অনুপমত্ব।

 

- শ্রী অনুপম শেখর ; ৩১/১০/২০১৭ ইং বাগেরহাট।

Likes Comments
০ Share